У нас вы можете посмотреть бесплатно যাসনে মা ফিরে | Jasne ma fire || পরিতোষ মণ্ডল Paritosh Mondal или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
নাম : পরিতোষ মণ্ডল (ড. পরিতোষ কুমার মণ্ডল) পেশা : শিক্ষকতা (সহকারী অধ্যাপক, সংগীত বিভাগ, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা), ঢাকা। জেলা : রাজবাড়ী। ১৯৮২ সালে বাংলাদেশের রাজবাড়ী জেলায় সংগীত পরিবারে জন্ম। বাবা মনােরঞ্জন মণ্ডল ও মা জ্যোৎস্না রাণী মণ্ডল। ছােটোবেলাতে বড়ভাই বাসুদেব মণ্ডলের কাছে সংগীতে হাতেখড়ি । ২০০২ সালে সরকারি সংগীত কলেজ থেকে বি. মিউজ-এ নজরুল-সংগীত বিভাগ থেকে প্রথম বিভাগে প্রথম স্থান অর্জন করেন। ২০০৮ সালে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা)- থেকে নজরুল-সংগীত বিষয় নিয়ে এম. মিউজ-এ প্রথম শ্রেণিতে পাশ। ২০০৯ সালে উক্ত বিশ্ববিদ্যালয়ে নজরুল-সংগীত বিষয়ের প্রভাষক হিসেবে যােগদান করেন। ২০১১ সালে শ্রদ্ধেয় শিক্ষক ড. মমতাজ মমতা-র পরামর্শে ও অনুপ্রেরণায় উচ্চ শিক্ষার লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক ড. মাে. আমিনুল ইসলাম-এর তত্ত্বাবধানে ভর্তি হন। ২০১৯ সালে বাংলা চলচ্চিত্রে নজরুল-সংগীতের প্রয়ােগ শীর্ষক মৌলিক গবেষণাকর্মের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই শিল্পী ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। বিভিন্ন সময়ে কবি নজরুল ইনস্টিটিউট পত্রিকা, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট পত্রিকা, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ জার্নালসহ দেশীয় দৈনিক পত্রিকায় নজরুল-সংগীত বিষয়ক একাধিক গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে এই শিল্পীর। এছাড়া ওনার প্রণীত “চলচ্চিত্রে নজরুল-সংগীত” নামক গ্রন্থ প্রকাশের অপেক্ষায় রয়েছে। বিভিন্ন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে নজরুল-সংগীতের বহিরাগত পরীক্ষক হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন এই শিল্পী। এছাড়া ভারতের ত্রিপুরায় আয়ােজিত “সেরা স্বর্ণকণ্ঠ- ২০১৩”এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়ােজিত দেশব্যাপী সংগীত প্রতিযােগিতার পাঁচ জেলার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন যাবৎ শ্রদ্ধেয় গুরু শ্রী অসিত দে-এর নিকট শাস্ত্রীয়সংগীত এবং শ্রদ্ধেয় গুরু জনাব সালাউদ্দিন আহমেদ-এর নিকট নজরুল-সংগীতে তালিম গ্রহণ করেছেন এই শিল্পী। এছাড়া বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের বিশেষ শ্রেণির তালিকাভুক্ত নজরুল-সংগীত শিল্পী। বর্তমানে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা)-এর নজরুল-সংগীত বিষয়ের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।