У нас вы можете посмотреть бесплатно Rapid pass card registration | Rapid Pass A to Z | র্যাপিড পাস | how to get rapid pass card или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
এক র্যাপিড পাসে সব গণপরিবহনের ভাড়া | Rapid Pass A to Z | র্যাপিড পাস | how to get rapid pass card ১. র্যাপিড পাস ক্রয় : ডাচ্-বাংলা ব্যাংকের নিন্মবর্ণিত শাখা/উপ-শাখা থেকে র্যাপিড পাস ক্রয় করা যাবে :- ১) সোনারগাঁও জনপদ শাখা, উত্তরা ২) উত্তরা শাখা, উত্তরা ৩) রবীন্দ্র সরণি শাখা ৪) পল্লবী শাখা, মিরপুর ৫) মিরপুর শাখা, মিরপুর ৬) মিরপুর সার্কেল-১০ শাখা ৭) ইব্রাহিমপুর শাখা, ক্যান্টনমেন্ট ৮) শেওড়াপাড়া শাখা, মিরপুর ৯) কর্পোরেট শাখা, মতিঝিল ১০) ইন্দিরা রোড শাখা, ফার্মগেট ১১) খালপাড় উপ-শাখা, উত্তরা ১২) তালতলা উপ-শাখা, আগারগাঁও ১৩) সচিবালয় ফাস্ট ট্র্যাক, বাংলাদেশ সচিবালয় ১৪) ফার্মগেট উপ-শাখা, ফার্মগেট ১৫) কাওরান বাজার শাখা, কাওরান বাজার ১৬) গ্রীন রোড শাখা, পান্থপথ ১৭) এলিফ্যান্ট রোড শাখা ১৮) সেগুনবাগিচা উপ শাখা, সেগুনবাগিচা ১৯) বঙ্গবন্ধু এভিনিউ শাখা, গুলিস্তান ২০) মতিঝিল বৈদেশিক বাণিজ্য শাখা, গুলিস্তান ২১) শান্তিনগর শাখা, শান্তিনগর ২২) নিউ মার্কেট শাখা, নিউ মার্কেট ২৩) সাতমসজিদ রোড শাখা, ধানমন্ডি ২৪) ধানমন্ডি শাখা, মিরপুর রোড ২৫) নিউ ইস্কাটন মাকা, ইস্কাটন, মগবাজার ২৬) শ্যামলী শাখা, শ্যামলী ২৭) খিলগাঁও শাখা, তালতলা, খিলগাঁও ২৮) আর.কে.মিশন রোড উপ-শাকা, মতিঝিল ২৯) রামপুরা শাখা, রামপুরা ৩০) বিজয়নগর শাখা, বিজয়নগর ৩১) বসুন্ধরা শাখা, বসুন্ধরা ৩২) তেজগাঁও শাখা, নাবিস্কো, তেজগাঁও ৩৩) মগবাজার শাখা, মগবাজার ৩৪) মুগদা উপ শাখা, মুগদা *এছাড়াও দিয়াবাড়ি ও আগারগাও মেট্রো রেল স্টেশন এর DBBL এর বুথ থেকে র্যাপিড পাস ক্রয় করা যাবে। র্যাপিড পাস নিবন্ধন: ১। কার্ড নিবন্ধনের জন্য কার্ড ব্যবহারকারীকে নির্ধারিত ফরমে আবেদন জমা দিতে হবে। এক্ষেত্রে যেখান থেকে কার্ড ক্রয় করা হয়েছে সেখানে পূরণকৃত আবেদন ফরম জমা দিতে হবে। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হতে সর্বনিন্ম দুই কার্যদিবস লাগবে। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে রিফান্ড এবং রি-ইস্যু সংক্রান্ত কোন দাবী গ্রহণ করা হবে না। ২। র্যাপিড পাস কার্ড নিবন্ধন বাঞ্ছনীয় নয় তবে একমাত্র নিবন্ধিত কার্ড ব্যবহারকারীগণ নিন্মলিখিত সুবিধা ভোগ করবেন : ক) রিফান্ড : যদি কোন নিবন্ধিত ব্যবহারকারী কার্ড ফেরত দিতে মনঃস্থির করেন, সেক্ষেত্রে অপারেটর সত্যতা যাচাই সাপেক্ষে রিফান্ড ফি বাবদ ২০/- টাকা কেটে নিয়ে একই দিনে কার্ডের মূল্য (জমা ও রিচার্জ) ফেরত দিবেন। খ) ‘ক্ষতিগ্রস্থ’ কার্ড পুন প্রদান: ব্যবহারকারী ক্ষতিগ্রস্থ কার্ড অপারেটরকে ফেরত দিয়ে পুনঃ প্রদান ফি বাবদ ২০০/- টাকা প্রদান সাপেক্ষে নতুন কার্ড নিতে পারবেন। সেক্ষেত্রে অপারেটর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে নতুন প্রদানকৃত কার্ডে পূর্বের ব্যালেন্স স্থানান্তর করে দিবেন। গ) হারানো কার্ড পুন প্রদান: ব্যবহারকারী নতুন কার্ডের জন্য ২০০/- টাকা জমা ফি এবং ২০০/- টাকা পুন প্রদান ফি প্রদান করবেন। অপারেটর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে নতুন প্রদানকৃত কার্ডে পূর্বের ব্যালেন্স স্থানান্তর করে দিবেন। ঘ) হারানো কার্ড ফেরত : ব্যবহারকারী হারানো কার্ড ফেরত পেলে অপারেটরকে জমামূল্য ফেরত প্রদানের জন্য দিবেন। অপারেটর সত্যতা যাচাই সাপেক্ষে কার্ড নিষ্ক্রিয় করে রিফান্ড ফি বাবদ ২০/- টাকা কেটে নিয়ে একই দিনে কার্ডের মূল্য ফেরত দিবেন। ঙ) ‘খ’ এবং ‘গ’-তে বর্ণিত প্রক্রিয়া সম্পাদন করতে এক কার্য দিবস প্রয়োজন হবে। ফলে অপারেটর ব্যবহারকারীকে স্মারক নম্বর সম্বলিত একটি ভাউচার প্রদান করবেন এবং পরবর্তী কার্যদিবসে ব্যবহারকারী সেই ভাউচার প্রদর্শন করে নতুন কার্ড গ্রহণ করবেন। চ) রিচার্জ এবং কার্ডের মেয়াদ : কার্ড এর লাইফ টাইম ( নিবন্ধনকৃত কার্ড ভেঙে/ হারিয়ে গেলে নুতুন কার্ড পাওয়া যাবে। নতুন কার্ডে পূর্বের কার্ডের রিচার্জকৃত টাকা যুক্ত করে দেওয়া হবে। ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ সবার প্রতি রইলো অসংখ্য ভালোবাসা । চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ 🔔🔔 Subscribe My Channel : / @androidlecturebd ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ✔✔ LIKE FACEBOOK PAGE: / androidlecturebd ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ My Personal Facebook: / mdasad6452 ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ Me On Instagram : / mdasad2723 ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ Our Facebook Group: / androidlecturebd ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ 👉Join Our Teligram: https://t.me/androidlecturebdhelp ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ Thanks for watching my video and subscribing to my channel. ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ Time stamp: 00:00 About Rapid pass card 00:56 What is Rapid pass card 02:46 How to get a Rapid pass card 04:10 How to recharge Rapid pass card 04:48 How to online registration for rapid pass card 07:12 Rapid card registration status check 08:33 Important Talk about Rapid pass #BanglaReview #Android_lecture_BD