У нас вы можете посмотреть бесплатно সাঈদ আহমাদের সময়ের সেরা প্রতিবাদী গজল | আমি চাই - Ami Chai | Sayed Ahmad Kalarab или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
সাঈদ আহমাদের সময়ের সেরা প্রতিবাদী গজল | আমি চাই - Ami Chai | Sayed Ahmad Kalarab Song : Ami Chai Singer : Sayed Ahmad Lyric & Tune : Aynuddin Al Azad RH.Sayed Ahmad Sound Design : Abir Hasan Video : Tawhid Jamil Supervision : Muzahidul Islam Management : Murshed Siraji Lyric : আমি চাই আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাচুক সবে আমি চাই নুনভাত হলে সকলেই পাক সমানভাবে আমি চাই ঐ পশুদের শাস্তি দিতে কলমের খোচায় যারা ঘুষ নিতে চায় দুহাত পেতে আমি চাই শিক্ষাঙ্গনে শুনবোনা গুলির হুংকার আমি চাই নেতাদের থেকে মুক্তি পাবে শিক্ষার দ্বার আমি ছাত্ররা সব রাজনীতিকে দুরে ঠেলে নিজেদের গড়ে তুলুক মানুষের মতো মানুষ করে আমি চাই করবো শোধন স্কুল কলেজ ভার্সিটিকে যেখানে শিক্ষার নামে আকাম চলে গাছতলাতে আমি চাই উচ্ছেদ করে শেষ করি ঐ বালাখানা যেখানে গরীব দুখির এতোটুকু ঠাঁই হবেনা। আমি চাই উলংগ বেহায়াপনার ঐ ঘাটিকে উচ্ছেদ করে সেথায় বসবো সিজদা, তিলাওয়াতে আমি চাই সভ্য হয়ে বজ্রকন্ঠে যুবসমাজ সত্যের ঝান্ডা হাতে বিজয়গানে তুলুক আওয়াজ আমি চাই মায়ের জাতী রাত দুপুরে ঘুরবে স্বাধীন বখাটের লোলুপ দৃষ্টি ভয়াল থাবা হবে বিলীন আমি চাই গভীর রাতে বাসায় ফিরতে একটি বাবা পাবেনা সন্ত্রাসী আর ডাকাতদলের হিংস্র থাবা আমি চাই মুসলমানের টাই খুলে দাও তাসবীহ হাতে আমি চাই ভন্ডামী সব দুর হয়ে যাক মাজারেতে আমি চাই এক কবরে করতে দাফন পীর মুরিদী হাদিয়ার বস্তা নিয়েই আছে যারা নিরবধি আমি চাই মদের আসর নেশার থালায় লাথি দিয়ে ফিরে আয় মদীনার সেই দিন বদলের শপথ নিয়ে আমি চাই কান্নার রোল আসবেনা আর কারো কানে আমি চাই মাতবে ধরা শান্তি সুখের গানে গানে