У нас вы можете посмотреть бесплатно একতারের বেহালায় ছড়িয়ে চলেছেন সুরের স্নিগ্ধতা | shilpi salauddin ar ak tarer behala | ek tarer behala или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
মাটি-বাঁশের একতারের বেহালায় ছড়িয়ে চলেছেন সুরের স্নিগ্ধতা। যেই সুরে মন হয়ে ওঠে অনাবিল-বর্ণিল। সালাহ্উদ্দিনের লম্বা চুল আর লম্বাটে মুখের সুরেলা ভঙিমা সুরকে করে তুলেছে আরও আকর্ষণীয়। শুক্রবার (১ জুলাই) বিকেলে রথখোলা থেকে রথ টানের মধ্য দিয়ে শুরু হয় এর আনুষ্ঠানিকতা। আর এই রথযাত্রার অনুষ্ঠানে দেখা যায় একতারের বাংলা বেহালার জাদুকর সালাউদ্দিনকে। বংশগতভাবে রপ্ত করা এই বাদ্যযন্ত্রটি তার ৪০ বছরের সঙ্গী। বাবা মনু মিয়ার কাছ থেকে বেহালা বাজাতে শিখেছেন তিনি। মাটি বাঁশের সাহায্যে সালাউদ্দিন এই বেহালা নিজেই বানিয়েছেন, নাম দিয়েছেন ‘বাংলা বেহালা।’ যার মূল কাঠামো বাঁশের। তার এক প্রান্তে মাটির ছোট পাত্রের ওপর চামড়ার পাতলা আবরণে। বাঁশের ছড়ে শক্ত করে বাঁধা একমাত্র প্লাস্টিকের সুতা। এর ছড়ে অন্য সকল বেহালার মতোই একইরকম, ঘোড়ার লেজের লম্বা লোম ব্যবহার করা হয়ে থাকে। মিরপুরের বাসিন্দা সালাউদ্দিন রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বাদ্যযন্ত্রটি বিক্রি করেন। এটা যেমন তার পেশা ঠিক তেমনই তার নেশা। বেহালা বিক্রির উপরই নির্ভর করে তার পরিবারের রুটি-রুজি। সালাহ্উদ্দিন বলেন, আমি ৪০ বছর ধরে এই বাদ্যযন্ত্রটি বিক্রি করে আসছি। আমার বাবা এই বাদ্যযন্ত্রগুলো তৈরি করতো। পাকিস্তান আমলে রথ মেলায় আমার বাবা বেহালা বাজাতো এবং বিক্রি করতো। আমার বাবা ছোট বেলায় দেখাইছে এই রথ মেলা। তখন একতারের বেহালা বিক্রি করতাম ৫ টাকা করে। এখন ১০০ থেকে ২০০ টাকা, কোন কোন সময় ১০০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। #shilpi_salauddin #nagin_sur_ak_tarer_behala #salauddin