У нас вы можете посмотреть бесплатно সোনারগাঁও জাদুঘর । বড় সরদার বাড়ি Sonargaon Museum সোনারগাঁও জাদুঘর নারায়ণগঞ্জ 🇧🇩 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
সোনারগাঁও জাদুঘর । বড় সরদার বাড়ি Sonargaon museam সোনারগাঁও জাদুঘর নারায়ণগঞ্জ। সোনারগাঁও জাদুঘর ভ্রমণ: প্রাচীন বাংলার স্থাপত্য ও শিল্পের সাক্ষী | Sonargaon Museum | Boro Sordar Bari এই বাড়িটি নির্মাণ করেছিলেন ঐশ্বর্যকান্ত সাহা সরদার" নামের একজন ধনী ব্যবসায়ী। তার নামানুসারেই এটি বড় সরদারবাড়ী নামে পরিচিতি পায়।এর প্রধান ফটক দিয়ে ভেতরে পা রাখলেই চোখে পড়ে এক বিশাল আঙিনা। এই প্রবেশ পথটি যে কারও দৃষ্টি আকর্ষণ করবে, তা বলাই বাহুল্য।আঙিনার চারপাশ ঘিরে রয়েছে বিভিন্ন কক্ষ ও বারান্দা। এখানে মোট দুটি ভবন রয়েছে, এবং উভয় ভবনই দোতলা। ভেতরে প্রবেশ করে প্রথমে আমি ভেবেছিলাম হয়ত এখানে একটিমাত্র ভবন আছে। কিন্তু প্রথম ভবনের ভেতর দিয়ে কিছুটা হেঁটে যাওয়ার পরই দ্বিতীয় ভবনটি আমার দৃষ্টিআকর্ষন করে বাড়ির স্থাপত্যশৈলী সত্যিই দেখার মতো। দেয়ালগুলোতে প্রাচীন কারুকার্য খোদাই করা আছে, যা সে সময়ের শিল্পকলার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ৮৫টি রুম সহ সম্পূর্ণ ভবনের আয়তন ২৭ হাজার ৪০০ বর্গফুট। ধারণা করা হয় এই বাড়িটি প্রায় ৬০০ বছরের পুরনো ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ায় পর বাংলাদেশ সরকার এটি অধিগ্রহণ করে।২০১২ সালের দিকে কোরীয় বহুজাতিক কোম্পানি ইয়ংওয়ান করপোরেশন ২০ লক্ষ ডলার ব্যয়ে সর্দার বাড়িটি যথাযথ ভাবে সংরক্ষণের উদ্যোগ নেয়।নওগাঁ ও পাহাড়পুর থেকে অভিজ্ঞ ১৫০ জন রাজমিস্ত্রি নিয়ে আসা হয়েছিলো এই সর্দার বাড়িটিকে সংস্কার করানোর জন্য। তাদের দক্ষ হাতের ছোঁয়ায় ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে প্রায় পূর্বাবস্থায় ফিরিয়ে আনা হয়েছে বড় সর্দার বাড়িটি। সোনাগাজার জাদুঘর প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকে প্রতিদিন সকাল 9 টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে যারা ইতিহাসকে ভালোবাসেন ঐতিহ্যকে ভালোবাসেন তারা আসতে পারেন ফ্যামিলি নিয়ে শোনাগা জাদুঘর ও বড় সরদার বাড়ি ............ • বাংলার তাজমহল । রাজমনি পিরামিড Tajmahal Ba... . . • No Copyright Music | Most Relaxing Flute M... . NCm no copyright music