У нас вы можете посмотреть бесплатно অধ্যায় 2 মাধ্যমিক ক্লাস টেন গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য এক নজরে или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
37. ১৮১৭ খ্রিস্টাব্দে আধুনিক পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল, তবে এই কলেজে সকল ধর্মের ছাত্রদের (বিশেষত সম্ভ্রান্ত হিন্দু পরিবারের) প্রবেশাধিকার ছিল। (মাধ্যমিক ২০২২,২০২৪) 38. 'নব্য বেদান্তবাদ' প্রচার করেন- স্বামী বিবেকানন্দ। (পর্যদ টেস্ট পেপার ২০২৩) 39. কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন- ডা:এম.জে.ব্রামলে। (মাধ্যমিক ২০১১/টেস্ট পেপার ২০২২) 40. প্রথম বাঙালি নারী কাদম্বিনী গাঙ্গুলী মেডিকেল কলেজে ভর্তির অনুমতি পান। 41. কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস। (পর্ষদ টেস্ট পেপার ২০২৩) 42. আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়- ১৮১৫ খ্রিস্টাব্দে। (পর্ষদ টেস্ট পেপার ২০২৩) 43. ১৮১৫ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন। (পর্ষদ নমুনা প্রশ্ন) 44. কলকাতা বিশ্ববিদ্যালয়কে স্বদেশী যুগের ছাত্ররা 'গোলদিঘির গোলামখানা' বলে ব্যঙ্গ করত। (টেস্ট পেপার ২০২৩) 45. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর বা আচার্য হলেন লর্ড ক্যানিং। (পর্ষদ টেস্ট পেপার ২০২৩) 46. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য-স্যার জেমস উইলিয়াম কোলডিল (১৭৫৭-৫৯খ্রি):। (টেস্ট পেপার ২০২২) 47. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বি.এ. পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল-১৮৫৮ খ্রিস্টাব্দে। (মাধ্যমিক ২০১৯) 48. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম এম.এ. পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল-১৮৬১ খ্রিস্টাব্দে। 49. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা গ্রাজুয়েট কাদম্বিনী গাঙ্গুলী। (মাধ্যমিক ২০১১) 50. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক দেলওয়ার হোসেন আহমেদ। (মাধ্যমিক ২০২২) 51. নব্যবঙ্গ আন্দোলনের প্রাণপুর ছিলেন- ডিরোজিও। (পর্যদ টেস্ট পেপার ২০২২, ২০২৩,২০২৪) 52. ১৮৮০ খ্রিস্টাব্দে 'নববিধান' প্রতিষ্ঠা করেছিলেন- কেশবচন্দ্র সেন। মোধ্যমিক ২০১৭, ২০২০) 53. ১৮৭২ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার 'তিন আইন' পাস করে। এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল- বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ ও অসবর্ণ বিবাহ আইনসিদ্ধ করা। (মাধ্যমিক ২০১৮ এবং পর্ষদ নমুনা প্রশ্ন) 54. দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মসমাজে যোগ দেন- ১৮৩৩ খ্রিস্টাব্দে। (মাধ্যমিক ২০২০) 55. রামমোহন রায়ের পরবর্তীকালে ব্রাহ্মসমাজ পরিচালনা করেন- দেবেন্দ্রনাথ ঠাকুর। (মাধ্যমিক ২০২২) 56 ক্যালকাটা স্কুল বুক সোসাইটির সাথে যুক্ত ছিলেন- ডেভিড হেয়ার। (পর্ষদ টেস্ট পেপার ২০২৩) 57. রাজা রামমোহন রায় একেশ্বরবাদ প্রচারের উদ্দেশ্যে ১৮২৮ খ্রিস্টাব্দে 'ব্রাহ্মসভা' প্রতিষ্ঠা করেন। এই 'ব্রাহ্মসভা' ১৮৩০ খ্রিস্টাব্দে 'ব্রাহ্মসমাজ' নাম ধারণ করে।