У нас вы можете посмотреть бесплатно বর্গী আক্রমণের হাত থেকে বাঁচতে থরে থরে সোনা লুকানো থাকতো মন্দিরের গর্ভগৃহে । Kamarpukur travel guide или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
কামারপুকুর : কামারপুকুর রামকৃষ্ণ মিশন এবং মঠ কামারপকুর নামক গ্রামে অবস্থিত। কামারপুকুর গ্রামটি হুগলী জেলার আরামবাগ সাব ডিভিশনের গোঘাটের ২ নং ব্লকে অবস্থিত। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জণ্মস্থান হিসাবে বিখ্যাত। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের আর্বিভাব এবং তাঁর শিষ্য ও ভক্তদের এই পুণ্য স্থানে যাতায়াতের জন্য এই স্থানটি তীর্থস্থান হয়ে উঠেছে। সমগ্র পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ভক্ত বৃন্দ আসেন এই স্থান পরিদর্শনের জন্য এবং নিজেদের আধ্যাত্মিক উন্নতি ঘটান। ঠাকুর শ্রীরামকৃষ্ণের বাস-ঘর : একসময়ে কামারপুকুরের প্রাঙ্গনের পশ্চিম দিকের দক্ষিণ মুখী ঘরে ঠাকুর বাস করতেন, বর্তমানে সেটি মন্দির প্রাঙ্গনের একটি অংশ। একদা ঠাকুর মা সারদা কে বলেছিলেন “আমার মৃত্যুর পরে, তুমি কামপারপুরে থাকবে, সবুজ শাক সব্জী চাষ করবে, সহজ ভাবে জীবন যাপন করবে এবং ঈশ্বরের নাম নিয়ে তোমার দিন কাটাবে। ভক্তরা তোমার জন্য যে ব্যবস্থাই করুক না কেন তা ভালবেসেই করবে, কামারপুকুর তোমার নিজের বাড়ি তাকে ধংস্ব হতে দিও না”। তাই অনেক আর্থিক অনটন সত্ত্বেও ঠাকুরের মৃত্যুর পর মা কামারপুকুরের বাড়িতেই তাঁর জীবন অতিবাহিত করেন। কিভাবে পৌঁছাবেন পূণ্যস্থান কামারপুকুরে (পথনির্দেশ) : ট্রেনে করে কামারপুকুর - 1.কামারপুকুরের নিকটতম রেল স্টেশনের নাম গোঘাট। হাওড়া থেকে সরাসরি গোঘাট লোকালে করে গোঘাট স্টেশনে নেমে বিভিন্ন প্রকার গাড়ী (যেন টোটো,ভ্যান প্রভৃতি) পাওয়া যায় সরাসরি কামারপুকুর মঠে পৌঁছে দেবে। 2.গোঘাট পর্যন্ত ট্রেনের সংখ্যা কম তাই আপনারা হাওড়া থেকে আরামবাগ লোকালে করে আরামবাগ স্টেশনে নেমে সেখান থেকে কামারপুকুরের অনেক বাস পাবেন। 3. আরও একটু দূরবর্তী স্টেশনের নাম তারকেশ্বর কিন্তু এখানে ট্রেনের সংখ্যা আরামবাগ বা গোঘাট স্টেশনের থেকে অনেক বেশী। হাওড়া থেকে তারকেশ্বর লোকালে তারকেশ্বর স্টেশনে নেমে পাশেই তারকেশ্বর বাস স্ট্যাণ্ড সাখান থেকে পেয়ে যাবেন কামারপুকুরের বাস। বাসে করে কামারপুকুর ঃ 1.কলকাতার ধর্মতলা বাসস্ট্যাণ্ড থেকে বিভিন্ন প্রকার বেসরকারি এবং সরকারি (সি.এস.টি.সি / এস.বি.এস.টি.সি) বাস আছে কামারপুকুর যাওয়ার জন্য। 2.তারকেশ্বর থেকে বাসে আরামবাগ হয়ে কামারপুকুর। আরামবাগ থেকে বাস, বিভিন্ন প্রকার প্রাইভেট গাড়ী পাওয়া যায় কামারপুকুর যাওয়ার জন্য। 3.বিষ্ণুপুর থেকে কামারপুকুর বাস পাওয়া যায়। বর্ধমান থেকে বাসে করে আরামবাগ, আরামবাগ থেকে বাসে কামারপুকুর। দূর্গাপুর থেকে বাসে বাঁকুড়া, বাঁকুড়া থেকে বাসে কামারপুকুর। মেদিনীপুর থেকে বাসে রামজিবনপুর/খিরপাই রোড/ইন্দাস রোড/কতুলপুর সেখান থেকে বাসে কামারপুকুর। কলকাতা থেকে কামারপুকুরের দূরত্ব ১০৫ কি.মি। প্রাইভেট গাড়ীতে করে কামারপুকুর যেতে গেলে ৩-৩.৩০ ঘণ্টা সময় লাগবে। মন্দির পরিদর্শন করার সময়সীমা - এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল: ৪.০০ -১১.৩০ বিকাল: ৪.০০- ৯.০০ অক্টোবর থেকে মার্চ সকাল: ৪.৩০ -১১.৩০ বিকাল: ৩.৩০- ৮.৩০ অফিস খোলা এবং বন্ধের সময়সীমা সকাল: ৯.৩০ -১১.৩০ বিকাল: ৪.০০- ৫.০০ টোটো করে ঘোরার নাম্বার - 8637873251 (কচি) ঘোরার গাইড - 9775282027 (বাপির চায়ের দোকান , জয়া দি ) ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রম ( দেরে গ্রাম ) বুকিং নাম্বার - 9933069036 / 9434620875 / 8512935008 রামকৃষ্ণ মঠের ঠিকানা To The President P.O-Kamarpukur Dist-Hoogly, West Bengal India PIN-712612 রামকৃষ্ণ মিশনের ঠিকানা To The Secretary P.O-Kamarpukur Dist-Hoogly, West Bengal India PIN-712612 দূরভাষ (+91)7872800844 (+91)03211-244221 রামকৃষ্ণ মঠের অতিথি নিবাস(গেস্ট হাউস) যে সমস্ত ভক্তরা গেস্ট হাউসে থাকতে চান তাঁরা টেলিফোনে অথবা ই-মেলের মাধ্যমে গেস্ট হাউসে থাকার অনুমতি চাইতে পারেন, আপনার প্রস্তাব অনুমোদিত হলে চিঠির মাধ্যমে আপনাকে জানানো হবে। গেস্ট হাউসের জন্য ভক্তরা মঠের অফিসে সকাল ৯.৩০ – ১১.৩০ পর্যন্ত অথবা বিকাল ৪.০০-৫.০০ পর্যন্ত যোগাযোগ করতে পারেন। উৎসব অথবা ছুটির দিনে গেস্ট হাউসে থাকতে চাইলে রামকৃষ্ণ মঠের অধ্যক্ষের সঙ্গে তিন মাস আগে যোগাযোগ করতে হবে। দুটি, তিনটি অথবা পাঁচটি বেড যুক্ত রুম অথবা ভক্তবৃন্দরা অনেকে একসঙ্গে থাকলে ডরমেটরি( dormitories) পেতে পারেন। পর্যটকদের জন্য মঠের পাশাপাশি অনেক হোটেল পাওয়া যায়। যোগাযোগ করুন Ramakrishna Math & Ramakrishna Mission P.O. Kamarpukur Dt.Hooghly 712 612 Phone: 03211 – 244221 & 03244 – 244763