У нас вы можете посмотреть бесплатно মিরাকুলান ব্যবহার কখন কীভাবে ? রেজাল্ট আসবে কয়েকগুণ বেশি গাছ থাকবে সতেজ সবুজ ফলন্ত। или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
মিরাকুলান(miraculan) গাছে কখন প্রয়োগ করবো না, আর কখন গাছে প্রয়োগ করবো। মিরাকুলান ব্যবহার কখন কীভাবে ? রেজাল্ট আসবে কয়েকগুণ বেশি গাছ থাকবে সতেজ সবুজ ফলন্ত। "পুষ্টিমৌল" / মিরাকুলান কি এবং কেন ব্যবহার করা উচিৎ Miraculan কখন ব্যবহার করব | Triacontanol 0.05% EC | PGR | গাছের ভিটামিন _________________________________________________ মিরাকুলান হল একটি পিজিআর, এর টেকনিক্যাল হল- Triacontanol 0.05% EC। বাণিজ্যিক নাম : ০.০৫% ই.সি. - মিরাকুলান (ডাও), ফ্রিগোল্ড ই. সি. (কৃষি রসা.), অ্যাচিভার (হার্বি, ইন্ডি), পি. সি. বুম (পা. কেমি.), হিটকুলান (হিন্দ, পালভা.), ইউনিগোল্ড (ইউনি. এগ্রো.), নিরাকুলান (ইনসেক্টি), প্রগতি (পিক)। মিরাকুলান (Miraculan) কার্বোহাইড্রোটের আত্তীকরণ বৃদ্ধি করে। প্রতিকূল পরিবেশে সালোকসংশ্লেষ প্রক্রিয়া চালু রাখে। ফসলের উৎসেচকের ক্রিয়া বৃদ্ধি করে। সেই সঙ্গে রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। উৎপন্ন ফসলের গুণমান ভাল হয়। বীজ, পাতা ও ফুলের কুঁড়ির ঘুমন্ত দশা (Dormancy) কমিয়ে দেয় এবং বীজের অঙ্কুরোাম বৃদ্ধি করে। 🌴মিরাকুলানের কাজ কি? 1.গাছের বৃদ্ধি করা, মানে রেগুলেটেড কাজটি করে থাকে। 2.গাছের পাতার ক্লোরোফিল বাড়াতে সাহায্য করে। 3.গাছের কার্বন ডাই-অক্সাইড শোষণের হারকে বৃদ্ধি করে। 4.এছাড়াও এর আরও অনেক কাজ আছে, যেমন- গাছের খাবার জোগান দেওয়া, গাছের ফল-ফুল বৃদ্ধিতে সহায়ক হওয়া। 5.অনেক সময় গাছে প্রচুর পরিমানে ফুল এলেও, কোনো ফুলে টিকছে না বা সমস্ত ফুল ঝরে পড়ে যাচ্ছে বা ফুল কখনও সঠিকভাবে ফলে রূপান্তরিত হচ্ছে না। তো এই সমস্যা থেকে আপনি চিরতরে মুক্তি পেতে পারেন এই মিরাকুলান প্রয়োগের মাধ্যমে। 6.এর আরেকটি প্রধান কাজ হল- গাছের সেলকে বৃদ্ধি করা। গাছের বৃদ্ধিতে অনেক বড় ভূমিকা পালন করে এই Triacontanol, মানে আমরা যাকে মিরাকুলান বলে থাকি। 🌿মিরাকুলান ব্যবহারের নিয়ম কি? মাত্রা: ১৫০-২৫০ মিলি/হে.। প্রতি লিটার জলে ২ মিলি। ডোজের যদি কথা বলি, তো 1.5ml মিরাকুলান, প্রতি লিটার জলে গুলে গাছে স্প্রে করা উচিত। এটি ব্যবহার সময় খেয়াল অবশ্যই রাখবেন, একে আপনারা তিন থেকে চার বারের বেশি ব্যবহার করবেন না। কারণ এর বেশি ব্যবহারে, এর বিপরীত প্রতিক্রিয়া লক্ষ করা যায়। আর একটি কথা খেয়াল রাখবেন, জমিতে সার প্রয়োগ করার 20 দিন পরে একে ব্যবহার করবেন, এবং 25 থেকে 30 দিনের গ্যাপ রেখে একে ব্যবহার করবেন। 🌿কোন কোন গাছে প্রয়োগ করবেন : আলু, বেগুন, টমাটো, লঙ্কা ও অন্যানা সবজি, ধানসহ অন্য ভণ্ডুলশস্য, ডালশস্য, তৈলবীজ, চা, ফলগাছ, বাগিচা ফসল, তুলো, আখ, ফুল, পাতাবাহার। _______________________________________________ এই ভিডিওর মাধ্যমে মিরাকুলান এর সঠিক ব্যবহার সম্পর্কে আলোচনা করেছি। মিরাকুলান, গাছে মিরাকুলান কখন স্প্রে করবো না আর কখন স্প্রে করবো, উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক, গাছের ফুল পাতা ঝরে যাচ্ছে, গাছের ফুল ফল ঝরে পড়ে যাচ্ছে, গাছে ফুল আসে না, miraculan, PGR #মিরাকুলান এমন কিছু গাছ আছে বা এমন কিছু সময় আছে যেখানে প্রয়োগ করা উচিত না। #উদ্ভিদের_বৃদ্ধি_নিয়ন্ত্রক ( #PGR) ________________________________________________ KEYWORDS: Agri tech Bangla, Agri tech Bengal, Agriculture, Agritechbangla, Bengali, Herbicide, Miraculan plant growth regulator, Pgr plant growth regulator, field work, fungicide, fungus, how to grow potatoes, how to use miraculan plant growth regulator, miraculan plant growth regulator dose, pesticides uses, pgr, plant growth regulator, plant growth regulators, potato, অধিক ফলন, আলু গাছের পাতা কুঁকড়ে, আলু গাছের ভিটামিন, আলুর ফলন বৃদ্ধির উপায়, পোকা দমন, ফসল, মিরাকুলান, মিরাকুলান এর ব্যবহার ========================================= #PGR #subscribe #phography #flowers #gardeningtips #gardening #garden #love #viralvideo #nature #miraculan #triacontanol #pgr #মিরাক্যুলান #উদ্ভিদবৃদ্ধিনিয়ন্ত্রক #agritechbangla #dowagroSciences #miraculan #triacontanol #pgr #agritechbangla #dowagroSciences _________________________________________________ 💛 আমার ফেসবুক পেজ : https://www.facebook.com/profile.php?... 💛 আমার উটিউব লিংক: / @pabitraprasadguha আমার আগের কিছু ভিডিওর লিংক দিলাম, আন্তরিক অনুরোধ রইল ভিডিও গুলো পুরোটা দেখে লাইক, কমেন্ট ও শেয়ার করার ।🙏 I have given the link of some of my previous videos, it is my earnest request please watch the full video and touch like, comment and share it.🙏 • আর কখনো ফেলে দেবেননা শুকনো বাসি পুজোর ফুল ... • সর্ষের খোলার পাওয়ার ২০ গুণ বাড়িয়ে তুলুন... • শুকনো পাতা ও ফুল ব্যবহারে মাটির উর্বরতা ৫ ... • টবের পুরোনো মাটি উত্তম উর্বর হবে দুটি বাতি... • কলার খোসা দিয়ে গাছের অপরিহার্য্য তরল জৈব ... • পেঁয়াজের খোসা দিয়ে তরল সার ও কীটনাশক প্র... • ফেব্রুয়ারী মাসে ব্ল্যাক বেরী গাছের পরিচর্... • নিজস্ব ছাদবাগনে ঘরোয়া পদ্ধতিতে মিশ্র চাষ ... • ছাদবাগানে আমলকী চাষ, মার্চ মাসের জরুরী পরি... • আমের গুঁটি দাঁড়াবেই 200 % করে দেখুন এই 3ট... • আম গাছে মুকুল আসার পরবর্তী পরিচর্যা ১০০ % ... • লিচু গাছের ফুল আসার আগে ও পরবর্তী পরিচর্যা... • পেয়ারা গাছে ডাল ভরা ফুল ফলানোর ৩ টি কৌশল ... • ফেব্রুয়ারী মাসে ব্ল্যাক বেরী গাছের পরিচর্... • চেরী ফলের পরিচর্যা How to care about Cherry 🍒 • লেবু গাছে ফুল আসার পরবর্তী পরিচর্যা Caring... • মালটা লেবু গাছে ফুল আসার পরবর্তী A to Z পর... • লেবু গাছে একটি গুটিও ঝরবে না ২০০% গ্যারান্... • মালটা লেবুর ফুল আসার পরবর্তী পরিচর্যা, মিস... • মালটা, কমলা, পাতি,কাগজী লেবু গাছে প্রচুর ফ... • লেবু গাছে ফুল আসারপর যে যে পরিচর্যা করতেই ... • আম গাছে মুকুল আসার পরবর্তী পরিচর্যা ১০০ % ... ________________________________________________ Copyright Disclaimer: - Under section 107 of the copyright Act 1976, allowance is mad for FAIR USE for purpose such a as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statues that might otherwise be infringing. Non- Profit, educational or personal use tips the balance in favor of FAIR USE. __________________________________