У нас вы можете посмотреть бесплатно NIEO কি? What is NIEO? New International Economic Order কি? অনার্স ৩য় বর্ষ, রাষ্ট্রবিজ্ঞান, NUBD или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
NIEO কি? What is NIEO? New International Economic Order কি? অনার্স ৩য় বর্ষ, রাষ্ট্রবিজ্ঞান, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর। NIEO কি? NIEO- হলো একটি নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা। এর পূর্ণরূপ হলো “The New International Economic Order.” N = New (নতুন) I = International (আন্তর্জাতিক) E = Economic (অর্থনৈতিক) O = Order (ব্যবস্থা) NIEO)হলো, ১৯৭০ এর দশকে আত্মনির্ভরশীল অর্থনীতির মাধ্যমে অর্থনৈতিক উপনিবেশবাদ এবং নির্ভরশীলতা নিরসনের লক্ষ্যে উন্নয়নশীল দেশগুলির দ্বারা উত্থাপিত কিছু প্রস্তাব। তাদের ভাস্য ছিলো, বর্তমান আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা যখন প্রবর্তিত হয়েছিলো তখন বেশিরভাগ উন্নয়নশীল দেশ ছিলো পরাধীন বা কোন উন্নত রাষ্ট্রের কলোনী। ফলে বর্তমান অর্থনৈতিক ব্যবস্থার সাথে তারা খাপ খাওয়াতে পারছেনা। উন্নত দেশগুলোর জাতীয় আয় উন্নয়নশীল দেশগুলোর জাতীয় আয়ের চেয়ে দ্বিগুন হারে বাড়তে থাকে। কিন্তু পরবর্তীতে তারা স্বাধীনতা লাভ করলেও অর্থনৈতিকভাবে দুর্বল থাকার কারণে বিভিন্ন উন্নত দেশের কাছে অর্থনৈতিক সাহায্যের জন্য মুখাপেক্ষি হতে হয়। যার ফলশ্রুতি হিসেবে নব্য সাম্রাজ্যবাদ নীতির জন্ম হয়। এর ফলে মূলত সৃষ্টি হচ্ছে অর্থনৈতিক বৈষম্য। কিন্তু প্রত্যেক রাষ্ট্রই অর্থনৈতিকভাবে উন্নত হতে চায়। সেই চাহিদা থেকেই উন্নয়নশীল বা অনুন্নত রাষ্ট্রগুলো তাদের ঔপনিবেশিক অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য এমন একটি আন্তর্জাতিক বা আন্তরাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থা প্রত্যাশা করছিলো যাতে সকল রাষ্ট্রের জাতীয় আয়ে একটি সামঞ্জস্য সৃষ্টি হয়। এজন্য তারা "সহায়তা নয় বাণিজ্য" এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে NIEO বাণিজ্য, শিল্পায়ন, কৃষি উৎপাদন, অর্থায়ন এবং প্রযুক্তি হস্তান্তরে পরিবর্তনের আহ্বান জানিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ঔপনিবেশিক যুগের অবসানের পরে বিশ্বে বিভিন্ন স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। কিন্তু একসময় এইসব রাষ্ট্রগুলো লক্ষ্য করে যে তারা শুধুমাত্র রাজনৈতিকভাবেই স্বাধীন হয়েছে কিন্তু তারা অর্থনৈতিকভাবে এখনো পরাধীন বা পরনির্ভরশীলই রয়ে গেছে। বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থায় তাদের এই অর্থনৈতিক নির্ভরশীলতা থেকে উত্তরণের সম্ভাবনা নেই। তারা বিভিন্নভাবে বিদেশী উন্নত রাষ্ট্রের সাহায্যের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। ১৯৬৪ সালের শুরুর দিকে United Nations Conference on Trade and Development (UNCTAD), গ্রুপ-৭৭ বা জি-৭৭ Group of 77 এবং Non-Aligned Movement (NAM), প্রতিষ্ঠার পর তা নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার আলোচনা করার জন্য একটি কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ১৯৭৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ "একটি নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার ঘোষণাপত্র" এবং এ সম্পর্কিত কর্মসূচী গ্রহণ করে। এর ফলে অনুন্নত রাষ্ট্রগুলির মধ্যে সৃষ্টি হওয়া এই অনুভূতিকে আনুষ্ঠানিকভাবে রূপ দেয়া হয়। তার কয়েক মাস পরে জাতিসংঘের সাধারণ পরিষদ "রাষ্ট্রগুলির অর্থনৈতিক অধিকার ও কর্তব্যের সনদ" গ্রহণ করে। তারপর থেকে, NIEO বাস্তবায়নের জন্য অনেক সভা অনুষ্ঠিত হয়েছে। ২০১৮ সালে, জাতিসংঘের সাধারণ পরিষদ "একটি নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার দিকে" প্রস্তাবটি গ্রহণ করে, যা "সমস্ত রাষ্ট্রের মধ্যে ন্যায়বিচার, সার্বভৌম সমতা, আন্তঃনির্ভরতা, সাধারণ স্বার্থ, সহযোগিতা এবং সংহতির নীতির উপর ভিত্তি করে একটি নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা সৃষ্টির প্রয়োজনীয়তা" পুনর্ব্যক্ত করে। কিন্তু তার অব্যবহিত পরেই মার্কিন যুক্তরাষ্ট্র ও কিছু উন্নত দেশ এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে। NIEO- এর মূল লক্ষ্য: • বিশ্বব্যাপী বিদ্যমান অর্থনৈতিক সম্পর্কের ভারসাম্যহীনতা দূর করা। • উন্নয়নশীল দেশগুলোর জন্য ন্যায্য বাণিজ্য শর্তাবলী নিশ্চিত করা। • প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করা। • উন্নয়নশীল দেশগুলোর জন্য পর্যাপ্ত উন্নয়ন সহায়তা নিশ্চিত করা। • উন্নত দেশগুলোর শুল্ক হ্রাস করে উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষা করা। NIEO- এর উদ্দেশ্য: উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা, অর্থনৈতিক উপনিবেশবাদ এবং নির্ভরশীলতা দূর করা, বিশ্বব্যাপী অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন আনা. NIEO-এর মূলনীতি: • সকল জাতি সার্বভৌম এবং সমান। • জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার। • কোনও দেশ অন্য জাতির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না। • সকল সদস্য দেশের মধ্যে শান্তিপূর্ণ সহযোগিতা থাকা উচিত। মূলতঃ NIEO হল উন্নয়নশীল দেশগুলোর একটি সম্মিলিত প্রচেষ্টা, যা বিশ্ব অর্থনীতির বিদ্যমান কাঠামোতে পরিবর্তন এনে তাদের অর্থনৈতিক স্বাধীনতা ও উন্নয়নের জন্য একটি নতুন দিকনির্দেশনা তৈরি করতে চেয়েছিল। Photos are taken from Google images. Images are used for educational purpose only. Please don't keep copyright strike as the video is made only for educational purpose under section 107 of the copyright act 1976. Any objection you want to raise against this video, please inform us. We must edit or delete this video. Thanks to all.