Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб লাল শাক চাষ পদ্ধতি || লাল শাকের জমি তৈরি ও বীজ বপন লাল শাকের পরিচর্যা ও সেচ লাল শাকের চাষে সার প্রয়গ в хорошем качестве

লাল শাক চাষ পদ্ধতি || লাল শাকের জমি তৈরি ও বীজ বপন লাল শাকের পরিচর্যা ও সেচ লাল শাকের চাষে সার প্রয়গ 5 лет назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



লাল শাক চাষ পদ্ধতি || লাল শাকের জমি তৈরি ও বীজ বপন লাল শাকের পরিচর্যা ও সেচ লাল শাকের চাষে সার প্রয়গ

#লাল_শাক #চাষ_পদ্ধতি || #লাল_শাকের_জমি_তৈরি ও #বীজ_বপন লাল #শাকের_পরিচর্যা ও #সেচ, লাল শাকের #চাষে সার প্রয়োগ, লাল শাক রোপণের সময়, লাল শাক চাষের মাটি, লাল শাকের লালশাক Amaranthus gangeticus লালশাক সবার কাছেই প্রিয় একটি পুষ্টিকর শাক। এটা দেখতে যেমন সুন্দর তেমন খেতেও সুস্বাদু। সারা বছরই এ শাক পাওয়া যায়। মাটি বেলে দোঁ-আশ থেকে এঁটেল দোঁ-আশ মাটি এবং যেখানে পানি জমে না এমন জমিই চাষের জন্য সবচেয়ে উপযোগী। জাত আলতা পেটি ২০, রক্ত লাল, বারি লালশাক ১, ললিতা, রক্তরাঙ্গা, পিংকি কুইন, রক্তজবা ও স্থানীয় জাত। সময় সারা বছরই লাল শাক আবাদ করা যায়। তবে ভাদ্র-পৌষ পর্যন্ত বেশী চাষ হয়। বীজবপন ছিটিয়ে অথবা লাইনে বীজ বোনা যায়। বীজের পরিমাণ এক শতকে হেক্টর প্রতি সারিতে ১০০ গ্রাম ১-১.৫ কেজি ছিটিয়ে ১৫০ গ্রাম ২-২.৫ কেজি বীজবপন পদ্ধতি জমি ভাল করে চাষ ও মই দিয়ে সমান করার পর ১ ভাগ বীজের সাথে ৯ ভাগ শুকনা ছাই মিশিয়ে হালকা ভাবে ছিটিয়ে লাল শাকের বীজ বুনতে হয়। লাইন করে অথবা সারি করে বুনতে হলে ১৫ থেকে ২০ সেন্টমিটার দূরে দূরে কাঠি দিয়ে ১.৫ থেকে ২.০ সেন্টিমিটার পর্যন্ত গভীর করে বীজ বুনতে হয়। পরে তা মাটি দিয়ে ঢেকে দিতে হবে। সারের পরিমাণ সার এক শতকে হেক্টর প্রতি গোবর ৪০ কেজি ১০ টন ইউরিয়া ৫০০ গ্রাম ১২৫ কেজি টিএসপি ৩০০ গ্রাম ৭৫ কেজি এমওপি ৪০০ গ্রাম ১০০ কেজি সার প্রয়োগের নিয়ম সব সার বীজ বোনার আগেই মাটির সাথে ভালভাবে মিশিয়ে দিতে হবে। পরিচর্যা ঘন জায়গা থেকে চারা তুলে পাতলা করে দিতে হবে। ছিটিয়ে বোনা হলে প্রতি বর্গমিটারে ১০০ থেকে ১৪০ টি গাছ রাখতে হবে। সারিতে বোনা হলে প্রতি লাইনে ৫ সেন্টিমিটার দূরে দূরে গাছ রাখতে হয়। ৪-৫ দিন পর পর সেচ দিতে পারলে ভাল। তাছাড়া পরিস্কার করে সময়মত মাটি আলগা করে দিতে হবে। ফসল সংগ্রহ বীজ বোনার ৩০ থেকে ৪০ দিনের মধ্যে শাক খাওয়ার উপযুক্ত হয়। একসাথে শাক সংগ্রহ না করে ধীরে ধীরে সংগ্রহ করা ভালো। ফলন প্রতি শতকে ৩০-৪০ কেজি, হেক্টর প্রতি ৫-৬ টন।

Comments