У нас вы можете посмотреть бесплатно মোহনপুর আত্রাই নদীর তীরে পর্যটক ও দর্শনার্থীর র্ভীড় ।Mohonpur Rubber Dam । bridge। dinajpur ।Lsmithu или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
মোহনপুর রাবার ড্যামে তথা আত্রাই নদীর তীরে ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা থেকে র্ভীড় জমাচ্ছে পর্যটক ও দর্শনার্থীরা । দিনাজপুর শহর হইতে ১৭ কি:মি: দক্ষিত পুর্বে অবস্থিত মোহনপুর রাবার ড্যাম।এটি দিনাজপুর থেকে ঢাকা যাওয়ার পথে মূল সড়কের সাথেই অবস্থিত। বোরো মৌসুমে পানির স্তর নিচে নেমে যাওয়ায় আবাদ নিয়ে দূশ্চিন্তায় থাকতেন দিনাজপুর সদর ও চিরিরবন্দর উপজেলার কয়েক হাজার কৃষক। দেড় থেকে দুশ ফিট গর্ত করে পাম্পের সাহায্যে জামিতে পানি দিতে হত তাদের। কিন্তু আত্রাই নদীতে রাবার ড্যাম নির্মাণ হওয়ায় সেই চিত্র এখন পাল্টে গেছে। রাবার ড্যাম থেকে সেচ সুবিধা নিতে কৃষকদের দিতে হচ্ছে না কোনো অতিরিক্ত খরচ। এতে আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা। উৎপাদন হচ্ছে প্রায় সাত হাজার মেট্রিক টন অতিরিক্ত খাদ্যশস্য। এছাড়া এই প্রকল্পের মাধ্যমে আত্রাই ও কাকড়া নদীর ৪৪ কিলোমিটার দীর্ঘ পানিতে মাছ চাষের সুযোগ সৃষ্টি হয়েছে। দিনাজপুর শহর থেকে ১৮ কিলোমিটার পূর্বে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের সদর উপজেলার শংস্করপুর ইউনিয়নের মোহনপুর আত্রাই নদীর উপর নির্মিত রাবার ড্যামটি ২০১৩ সালের ২২ অক্টোবর উদ্বোধন করা হয়। ১৩৫ মিটার দীর্ঘ এই রাবার ড্যামটি দিনাজপুর সদর ও চিরিরবন্দর উপজেলাবাসীর জন্য আশির্বাদ বয়ে এনেছে। মোহনপুর আত্রাই নদীর উপর এই রাবার ড্যাম নির্মাণ হওয়ায় সদর উপজেলার শংস্করপুর, শেখপুরা, ফাজিলপুর, শশরা, উথরাইল ইউনিয়ন এবং চিরিরবন্দরের সাইতারা, আব্দুলপুর, ভিয়াইল এবং আউলিয়া পুকুর ইউনিয়নের হাজার হাজার হেক্টর জমি সেচ সুবিধার আওতায় এসেছে। এতে উপকৃত হয়েছেন দুই উপজেলার হাজার হাজার পরিবার। র্বতমানে মোহনপুর রাবার ড্যামে তথা আত্রাই নদীর তীরে ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা থেকে র্ভীড় জমাচ্ছে পর্যটক ও দর্শনার্থীরা, রুপান্তরিত হয়েছে বিনোদন কেন্দ্র হিসেবে। #lsmithu blog #mohonpur #dinjpur #funny #bangladesh #viralvideo2025 #rubberdam #bridge #mohonpurRiver Ls Mithu youtub. 💡 সাবস্ক্রাইব করুনঃ / Ls Mithu youtub ...........::.......... Social Media links: Facebook: Ls Mithu For any business enquiry : ☎️ Contact: +8801738170756 📮 postbox. [email protected]