У нас вы можете посмотреть бесплатно 👉 মোনাফেক কাকে বলে? | মুনাফিকদের লক্ষণ | ইসলামী শিক্ষা | Munafiq in Islam Bangla или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
“মোনাফেক বা মুনাফিক সেই ব্যক্তি, যে মুখে ইসলাম বা ঈমানের দাবি করে কিন্তু অন্তরে অবিশ্বাস লুকিয়ে রাখে। রাসুলুল্লাহ ﷺ বলেছেন — “মুনাফিকের তিনটি লক্ষণ আছে: কথা বললে মিথ্যা বলে, অঙ্গীকার করলে ভঙ্গ করে, আমানত রাখলে খিয়ানত করে।” এই ভিডিওতে সংক্ষেপে জানুন — মোনাফেক কাকে বলে এবং কিভাবে তার চরিত্রে তা প্রকাশ পায়। 📚 ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন ইসলামী জ্ঞান। #ইসলামীভিডিও #মোনাফেক #Munafiq #IslamicVideoমুনাফিক” (منافق) বা বাংলায় “মোনাফেক” শব্দটি এসেছে আরবি “নিফাক” (نفاق) শব্দ থেকে, যার অর্থ — ভেতরে এক, বাইরে আরেক। 🌙 ইসলাম অনুযায়ী মুনাফিক কাকে বলে: মুনাফিক হলো সেই ব্যক্তি, যে মুখে ইসলাম বা ঈমানের দাবি করে, কিন্তু অন্তরে অবিশ্বাস বা কপটতা লুকিয়ে রাখে। অর্থাৎ — সে মুসলমানের মতো কথা বলে, নামাজ পড়ে, রোযা রাখে — কিন্তু মনে ইসলাম বা আল্লাহর প্রতি সত্যিকার বিশ্বাস থাকে না। 📜 কুরআনের বর্ণনায় (সূরা আল-বাকারা ২:৮-১০): “মানুষের মধ্যে এমনও কেউ আছে, যারা বলে— আমরা আল্লাহ ও পরকাল বিশ্বাস করি; অথচ তারা বিশ্বাসী নয়। তারা আল্লাহ ও মুমিনদের ধোঁকা দিতে চায়, কিন্তু তারা নিজেদেরই ধোঁকা দেয়— তা তারা বোঝে না।” ⚖️ রাসুলুল্লাহ ﷺ বলেছেন (সহীহ বুখারী ও মুসলিম): “মুনাফিকের তিনটি লক্ষণ আছে — ১️⃣ সে কথা বললে মিথ্যা বলে, ২️⃣ অঙ্গীকার করলে ভঙ্গ করে, ৩️⃣ আমানত রাখলে খিয়ানত করে।” অন্য এক হাদীসে যোগ হয়েছে — ৪️⃣ “ঝগড়া করলে সীমা অতিক্রম করে।” 🧭 সহজভাবে বলা যায়: মুনাফিক তার চরিত্রে প্রকাশ পায় — 👉 মিথ্যাচারে, 👉 বিশ্বাসঘাতকতায়, 👉 মুখে এক, মনে আরেক হওয়ায়। বাহ্যিকভাবে ধার্মিক মনে হলেও, তার চরিত্র, কাজ ও আচরণে ধরা পড়ে তার কপটতা।