У нас вы можете посмотреть бесплатно দেওয়ালে নোনা কেন হয়..? এর প্রতিরোধ বা প্রতিকার কি..? Wall Damp Solution || ONE Traders или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
প্রতি বর্ষাতেই অনেক বাড়িওয়ালা অভিযোগ জানান যে, তাদের বাড়ির দেয়ালে নোনা ধরছে, প্লাস্টার খসে পড়ছে কিংবা দেয়াল ফুলে রং উঠে যাচ্ছে। এরকম কেন হয় এবং এর সমাধান কি? এটা নিয়েই আজকের আলোচনা। প্রথমেই আসি, কেন বিল্ডিং এর দেয়ালে নোনা ধরে? সাধারণতঃ মাটিতে বা নির্মাণ সামগ্রীতে বিভিন্ন লবন সমূহ যেমন-সোডিয়াম সালফেট, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম সালফেট, সোডিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম সালফেট ইত্যাদির উপস্থিতি থাকলে নোনা সৃষ্টি হয়ে থাকে। এছাড়াও আরও কিছু কারনে নোনা সৃষ্টি হয়ে থাকে। যেমনঃ এডমিক্সার ব্যবহার না করলে। মেঝে ও দেয়ালে সঠিক ভাবে সিক্ততা নিরোধক স্তর না বসানোর ফলে। সুষ্ঠ পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে। পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের সুযোগ না থাকলে। গাঠনিক ত্রুটিজনিত কারনে। বাড়ী তৈরীর সময় স্বল্প পোড়ানো ইট ব্যবহৃত হলে। বাড়ী তৈরীর উপকরণ যেমন- ইট, বালি,সিমেন্ট, পানি প্রভৃতির মধ্যে লবনের পরিমান ২.৫% এর বেশী হওয়ার কারনে। প্লাষ্টারের নিচে পানির লাইনের অবস্থান হলে। দেয়ালের যে সব অংশে রোদ কম পড়ে সেসব জায়গা অপেক্ষাকৃত ঠান্ডা থাকায় বাতাসের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বিন্দু বিন্দু পানিরূপে দেয়ালে জমা হতে থাকে এবং প্লাষ্টার বা ইটের অভ্যন্তরে যে সব লবন থাকে তা দ্রবীভূত করে নোনা ধরায় সাহায্য করে। অনেক সময় বাড়ির ছাদে ফাটল ধরে পানি চুঁইয়ে ঘরের ভিতরে ছাদের অংশে বা দেয়ালে ড্যাম্প ধরে। এ ক্ষেত্রে দেওয়াল ক্ষতিগ্রস্থ হওয়ার হাত থেকে বাঁচাতে ছাদের ওই ফাটল মেরামত করা জরুরি। ঘরের দেয়ালে পানি চুঁইয়ে পড়ার কারণ খুঁজে বের করতে হবে আর যত দ্রুত সম্ভব সেই সমস্যার সমাধান করতে হবে। সাধারণত ছাদে বাগান থাকলে বা কোনো কারণে পানি জমলে ছাদের সরাসরি নিচের ফ্লোর এবং শুধু একতলা ও দোতলার দেয়ালগুলো স্যাঁতসেঁতে হয়৷ মাঝখানের ফ্ল্যাটগুলোর দেয়াল আবার স্বাভাবিক থাকে৷ এর কারণ হলো পানির উৎসটা সব সময় নিচের দিকে নেমে আসে৷ বহুতল ভবনের ক্ষেত্রে পানি দেয়ালের ভেতর দিয়ে এসে নিচতলা বা দোতলার দেয়ালগুলো স্যাঁতসেঁতে করে তোলে৷ এ জন্য যেসব বাড়ির ছাদে স্থায়ী বাগান আছে, তারা ড্যাম প্রুফিং/ ওয়াটারপ্রুফিং এডমিক্সার কেমিক্যাল ব্যবহার করে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন৷ এটি বাজারে এখন বেশ সহজলভ্য। বাইরের দেয়ালকে ঝড়-বৃষ্টি মোকাবিলা করতে হয়। তাই বাইরের দেয়ালে ব্যবহার করুন অ্যাক্রেলিক ইমালশন। দেয়ালের জন্য সাধারণত ডিসটেম্পার ও প্লাস্টিক পেইন্ট এই দুই ধরনের রং ব্যবহার করা যায়। সাধারণত পুরনো বাড়ির ক্ষেত্রে বাইরের দেয়াল তিন বছর পর পর রং করা উচিত। ভেতরের দেয়ালের রং সাধারণত পাঁচ বছর পর্যন্ত উজ্জ্বল থাকে। দেয়ালের রং খুব ভালোভাবে শুকিয়ে গেলে সিলার ব্যবহার করতে পারেন। এতে দেয়াল যেমন নোনা ধরা থেকে বাঁচবে, তেমনি মসৃণ ও রং দীর্ঘদিন ভালো থাকবে। স্বল্প খরচে দেশের যে কোন প্রান্তে আমাদের ড্যাম্প প্রুফিং/ ওয়াটারপ্রুফিং এডমিক্সার পাওয়া যাচ্ছে। আপনার স্বপ্নের নির্মানকে ড্যাম্প প্রুফ এবং দীর্ঘস্থায়ী করতে সিমেন্টের সাথে অবশ্যই এডমিক্সার ব্যবহার করতে ভুলবেন না। 𝗢𝗡𝗘 𝗧𝗿𝗮𝗱𝗲𝗿𝘀 we provide building chemical & materials ম্যানেজারঃ 01845711819 হটলাইনঃ 01718022029 লক্ষ্মীপুর অফিসঃ দেলোয়ার হোসেন সুপার মার্কেট, (দোকান নং ৩,৪) দক্ষিণ তেমুহনী, সদর, লক্ষ্মীপুর। ডিপো হাউজঃ মাহতাব হাজ্বী জামে মসজিদ মার্কেট (দোকান নং ৪) মোবারক কলোনি, সমশেরাবাদ,সদর,লক্ষ্মীপুর। Youtube: ONE Traders E-Mail: [email protected] Page: / onetraders.lax