У нас вы можете посмотреть бесплатно কেমন আছে হারিয়ে যাওয়া জাকজমকপূর্ণ নগরী পানাম সিটি || Panam City || Vlogger Abdullah Nasher || или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর পানামনগর। বড় নগর, খাস নগর, পানাম নগর - প্রাচীন সোনারগাঁর এই তিন নগরের মধ্যে পানাম ছিলো সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে, যা বাংলার বার ভূইয়াঁদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁর ১০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে এই নগরী গড়ে ওঠে। পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে ৫২টি বাড়ি উল্লেখযোগ্য।পানাম সড়কের উত্তর পাশে ৩১টি আর দক্ষিণ পাশে ২১টি বাড়ি রয়েছে। বাড়িগুলোর অধিকাংশই আয়তাকার, উত্তর-দক্ষিণে বিস্তৃত, উচ্চতা একতলা থেকে তিনতলা। বাড়িগুলোর স্থাপত্যে ঔপনিবেশিকতা ছাড়াও মোঘল, গ্রিক এবং গান্ধারা স্থাপত্যশৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্পকুশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। প্রতিটি বাড়িই ব্যবহারোপযোগিতা, কারুকাজ, রঙের ব্যবহার, এবং নির্মাণকৌশলের দিক দিয়ে উদ্ভাবনী কুশলতায় ভরপুর। ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই-লোহার তৈরি ব্র্যাকেট, ভেন্টিলেটর আর জানালার গ্রিল। মেঝেতে রয়েছে লাল, সাদা, কালো মোজাইকের কারুকাজ। প্রায় প্রতিটি বাড়িতেই খিলান ও ছাদের মধ্যবর্তী স্থানে নীল ও সাদা ছাপ দেখা যায়।এছাড়া বাড়িগুলোতে নকশা ও কাস্ট আয়রনের কাজ নিখুঁত। কাস্ট আয়রনের এই কাজগুলো ইউরোপের কাজের সমতূল্য বলে বিশেষজ্ঞদের অভিমত। এর সাথে আছে সিরামিক টাইল্সের রূপায়ণ। প্রতিটি বাড়িই অন্দরবাটি এবং বহির্বাটি -এই দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। বেশিরভাগ বাড়ির চারদিকের ঘেরাটোপের ভিতর আছে উন্মুক্ত উঠান। পানাম নগরীর পরিকল্পনাও নিখুঁত। নগরীর পানি সরবাহের জন্য দুপাশে ২টি খাল ও ৫টি পুকুর আছে। প্রায় প্রতিটি বাড়িতেই আছে কুয়া বা কূপ। নগরীকে জলাবদ্ধতামুক্ত রাখতে করা হয়েছে খালের দিকে ঢালু। প্রতিটি বাড়ি পরস্পর থেকে সম্মানজনক দূরত্বে রয়েছে। নগরীর যাতায়াতের জন্য রয়েছে এর একমাত্র রাস্তা, যা এই নগরীর মাঝখান দিয়ে বয়ে গেছে এপাশ-ওপাশ। নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও আছে মন্দির, গীর্জা, মঠ, গোসলখানা, নাচঘর, পান্থশালা, চিত্রশালা, খাজাঞ্চিখানা, দরবার কক্ষ, গুপ্ত পথ, বিচারালয়, পুরনো জাদুঘর। এই ভিডিওতে দেখবেন পানাম নগরের টিকে থাকা বাড়ি গুলো এবং এই নগরের ইতিহাস। আশাকরি ভিডিওটি ভালো লাগবে।।এই রকম আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।। #panamcity #sonargaon #vloggerabdullahnasher =================================== Hit the bell 🔔 so you never miss the updates!💖 আমার চ্যানেলে নতুন হলে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকার।।❤️❤️ একটি অসাধারণ শিক্ষামূলক পার্ক || CCDB: • একটি অসাধারণ শিক্ষামূলক পার্ক || CCDB ||এম... কবি সিরাজুল ইসলাম সম্পর্কে ইউটিউবে সর্ব প্রথম পুর্নাঙ্গ ভিডিও : • বাংলাদেশের সবচেয়ে অবহেলিত কবি || তাঁর সম্প... লালবাগ কেল্লা : • লালবাগ কেল্লার অজানা ইতিহাস।। বর্তমান প্রব... পল্লী কবিকে নিয়ে প্রথম পর্ব: • পল্লী কবি জসিমউদ্দীনের বাড়ি।।Polli Kobi।।V... পল্লী কবিকে নিয়ে দ্বিতীয় পর্ব: • পল্লী কবি জসিমউদ্দীনের বাড়ি ভ্রমণ করলে আপন... আন্ধার কোঠার সম্পূর্ণ ভিডিও : • রহস্যময় স্থাপনা আন্ধার কোঠা।। কেমন দেখতে এ... কলাকোপার জমিদার বাড়ি : • চাইলেই প্রবেশ করা যায় না যেই জমিদার বাড়িতে... Facebook Page : / 1ahbmedvuk Facebook Profile : / 16nst2gxnv #পানাম_নগর #পানাম_সিটি #travel #banglavlog