У нас вы можете посмотреть бесплатно ধর্ষণে অভিযুক্ত আন্দামানের প্রাক্তন মুখ্যসচিব | Rape Case | National News | Aaj Tak Bangla или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#rape #rapecase #nationalnews #aajtakbangla #aajtak ফের পুলিশি হেফাজতে ধর্ষণে অভিযুক্ত আন্দামানের প্রাক্তন মুখ্যসচিব জিতেন্দ্র নারায়ণ। বুধবার স্থানীয় একটি আদালত জিতেন্দ্রকে ২৫ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ আদালতের। আগেই পুলিশের তরফে তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানানো হয়েছিল। সেই আবেদন মঞ্জুরও হয়। এত দিন তিনি বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন। পুলিশের তরফে জানানো হয়েছে জিতেন্দ্র এবং ধর্ষণ-কাণ্ডে আরও দুই অভিযুক্তকে একসঙ্গে বসিয়ে জেরা করতে চায় সিট। বুধবার সরকার পক্ষের আইনজীবী সুমিত কর্মকার এবং অভিযুক্তদের দুই আইনজীবী ফটিকচন্দ্র দাস ও রাকেশ পাল গোবিন্দের সওয়াল জবাব শুনে মুখ্য বিচারবিভাগীয় আদালতের বিচারক অয়ন মজুমদার এই নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, অক্টোবরের গোড়ায় জিতেন্দ্র এবং ঋষির বিরুদ্ধে ২১ বছরের এক মহিলা ধর্ষণের অভিযোগ উঠে। একই সঙ্গে জিতেন্দ্রর বিরুদ্ধে একাধিক মহিলাকে যৌন ব্যবসায় জোর করে নামানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এরপরেই দুই উচ্চপদস্থ আমলার বিরুদ্ধে গুরুতর অভিযোগের ভিত্তিতে আন্দামান ও নিকোবর পুলিশের কাছে রিপোর্ট চেয়ে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রক। সরকারি পদের অপব্যবহার করেছেন জিতেন্দ্র, এমনই রিপোর্টে উল্লেখ করা হয়েছে বলে সূত্রে খবর। এর পরেই তাঁকে সাসপেন্ড করা হয়। Follow Us on: Facebook: / aajtakbangla Twitter: / aajtakbangla Instagram: / aajtakbangla