У нас вы можете посмотреть бесплатно Satsang@10thSept, 2019 – ওগো অপরূপ – Ogo Aparupa – with lyrics или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Video of Satsang held on 10th September, 2019 at Natmandap (Infront of Philanthrophy), Satsang Ashram, Deoghar. Lyrics – Sree Sree Dada Music – Pt. Balaram Das ওগো অপরূপ, তোমার স্বরূপ না বুঝে রুপেতে মজেছি। যা চ্ছিল আমার প্রিয়, আপনার, সকলই চরণে দিয়েছি ॥ ওই মনমোহন রূপঢি ধরে, আছো ভুবন আলো করে, সেই আলো রে পরাণ ভরে নয়নে আমার ভরেছি॥ তুমি দিলে আমায় মোহিত করে তাই তোমারে হিয়ায় ভরে বন্দী আমি করেছি ॥ (আমার) সকল ব্যথা হরণ করে দিলে তুমি পূর্ণ ক'রে, ওগো, তোমায় ম্মরণ ক'রে সুখে জীবন ভরেছি। কঠিন কারাগার এ' ভব সংসার, ঝঞ্জা-ব্যাকুল ভব-পারাবার, তোমার অভয় চরণ ধ'রে এ' দুঃখ সাগর তরেছি॥ পূর্ণ তুমি, তাই তো ধ'রে সকল অভাব পূর্ণ করে ভালবাসায় পূর্ণ ক'রে দিয়েছো, পূর্ণ হয়েছি॥ ওগো, চাওয়ার আমার আর কিছু নাই। ওই রাতুল পায়ে মিলছে ঠাঁই। তোমায় পেয়ে, তোমার হয়ে চাওয়ার আমার আর কিছু নাই। শুধু, চিরদিন যেন অমলিন রয় স্মৃতি, - - আমি পেয়েছি। প্রভু, তোমারেই চেয়ে, তোমারেই হয়ে জীবন পূর্ণ করেছি॥