У нас вы можете посмотреть бесплатно সূরা হাদীদের ৩ নম্বর আয়াতের ৩ টি আজীব ফজিলত или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
প্রথম ফায়দা: ১০০০ আয়াত অপেক্ষাও উত্তম হযরত ইরবায ইবনে সারিয়াহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) শয়নের পূর্বে ঐ সূরাগুলো পাঠ করতেন যেগুলোর শুরুতে سَبَّحَ বা يُسَبِّحُ রয়েছে। এবং বলতেনঃ “এগুলোর মধ্যে এমন একটি আয়াত রয়েছে যা হাজার আয়াত হতেও উত্তম।” এ হাদীসে যে আয়াতটির প্রতি ইঙ্গিত করা হয়েছে, আল্লাহ তা'আলাই খুব ভাল জানেন, আয়াতটি হলোঃ هُوَ الْاَوَّلُ وَ الْاٰخِرُ وَ الظَّاهِرُ وَ الْبَاطِنُ وَ هُوَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ অর্থাৎ “তিনিই আদি, তিনিই অন্ত, তিনিই ব্যক্ত, তিনিই গুপ্ত এবং তিনি সর্ব বিষয়ে সম্যক অবহিত।” দ্বিতীয় ফায়দা: বিভিন্ন সন্দেহের, ঈমানের দুর্বলতা ও শয়তানের ওসওয়াসা ইত্যাদির প্রতিকার হযরত আবু যামীল (রাঃ) হতে বর্ণিত আছে যে, তিনি হযরত ইবনে আব্বাস (রাঃ)-কে জিজ্ঞেস করেনঃ “আমার মনে এক সন্দেহ বা খা আছে, কিন্তু মুখে তা আনতে ইচ্ছা হচ্ছে না। তাঁর একথা শুনে হযরত ইবনে আব্বাস (রাঃ) মুচকি হেসে বললেন, সম্ভবতঃ এটা এমন সন্দেহ হবে যা থেকে কেউই বাঁচতে পারেনি। এমন কি কুরআন কারীমেও রয়েছেঃ فَاِنْ كُنْتَ فِیْ شَكٍّ مِّمَّاۤ اَنْزَلْنَاۤ اِلَیْكَ فَسْئَلِ الَّذِیْنَ یَقْرَءُوْنَ الْكِتٰبَ مِنْ قَبْلِكَ لَقَدْ جَآءَكَ الْحَقُّ مِنْ رَّبِّكَ অর্থাৎ “তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তাতে যদি তোমার সন্দেহ হয়, তাহলে তোমার পূর্বে যারা কুরআন পড়ে তাদেরকে জিজ্ঞেস কর। অবশ্যই তোমার কাছে তোমার প্রতিপালকের নিকট হতে সত্য এসেছে।” (১০:৯৪) তারপর তিনি বলেনঃ “যখন তোমার মনে কোন সন্দেহ আসবে তখন هُوَ الْاَوَّلُ وَالْاٰخِرُ ـ ـ ـ -এ আয়াতটি পড়ে নিয়ো।” (এটা ইমাম আবু দাউদ (রঃ) বর্ণনা করেছেন) তৃতীয় ফায়দা : একই সাথে এটি ঘুমের দোয়া ঋণ থেকে মুক্তির দোয়া এবং দারিদ্রতা থেকেও মুক্তির দোয়া হযরত সুহায়েল (রঃ) হতে বর্ণিত আছে যে, হযরত আবু সালেহ (রঃ) স্বীয় পরিবারের লোককে এই দু'আ শিক্ষা দিতেন এবং বলতেন যে, যখন তারা শয়ন করবে তখন যেন ডান পাশে শুয়ে এ দু'আটি পড়ে নেয়।" (এটা ইমাম মুসলিম (রঃ) স্বীয় সহীহ গ্রন্থে বর্ণনা করেছেন) হযরত আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন যে, রাসূলুল্লাহ (সঃ)-এর নির্দেশক্রমে তার জন্যে কিবলামুখী করে বিছানা বিছিয়ে দেয়া হতো। তিনি তাঁর ডান হস্ত-তালুর উপর মাথা রেখে আরাম করতেন। তারপর আস্তে আস্তে কিছু পাঠ করতেন। কিন্তু শেষ রাত্রে উপরোক্তে দু'আটি উচ্চস্বরে পড়তেন। তবে শব্দগুলোতে কিছু হেরফের রয়েছে।” (এ হাদীসটি হাফিয আবু ইয়ালা (রঃ) বর্ণনা করেছেন) (ফাতহুল ক্বাদীর) নবী করীম (সাঃ) তাঁর কন্যা ফাতিমা (রাঃ) কে এই দু'আটি পাঠ করতে তাকীদ করেছিলেনঃ اَللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ السَّبْعِ وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ، رَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْءٍ، مُنْزِلَ التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ وَالْفُرْقَانِ، فَالِقَ الْحَبِّ وَالنَّوَى، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ كُلِّ شَيْءٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ، أَنْتَ الْأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْءٌ، وَأَنْتَ الْآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٌ، وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ، وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَيْءٌ، اقْضِ عَنَّاالدَّيْنَ وَأَغْنِنِا مِنْ الْفَقْرِ অর্থাৎ, হে আল্লাহ! হে আকাশ মন্ডলী, পৃথিবী ও মহা আরশের অধিপতি। হে আমাদের ও সকল বস্তুর প্রতিপালক! হে তাওরাত, ইনজীল ও ফুরকানের অবতারণকারী! হে শস্যবীজ ও আঁটির অঙ্কুরোদয়কারী! আমি তোমার নিকট প্রত্যেক অনিষ্টকারীর অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি- যার ললাটের কেশগুচ্ছ তুমি ধারণ করে আছ। হে আল্লাহ! তুমিই আদি তোমার পূর্বে কিছু নেই। তুমিই অন্ত তোমার পরে কিছু নেই। তুমিই ব্যক্ত (অপরাজেয়), তোমার ঊর্ধ্বে কিছু নেই এবং তুমিই (সৃষ্টির গোচরে) অব্যক্ত, তোমার নিকট অব্যক্ত কিছু নেই। আমাদের তরফ থেকে আমাদের ঋণ পরিশোধ করে দাও এবং আমাদেরকে দারিদ্র্য থেকে মুক্তি দিয়ে সচ্ছল (অভাবশূন্য) করে দাও। আলোচ্য এই দোয়াটি আমরা বিভিন্ন অনিষ্ট থেকে বাঁচার জন্য ঘুমের দোয়া হিসেবে , দরিদ্রতা বিমোচনের জন্য এবং ঋণ থেকে মুক্তির জন্য আমল করতে পারি। Sahih Muslim, 2713 a,Hadith 6551 Jami` at-Tirmidhi, 3481 ----------------------------------------------------------------------------------------------------- কোন সাহাবীকে জ্বীনেরা হত্যা করেছিল এবং কেন ? - • কোন সাহাবীকে জ্বীনেরা হত্যা করেছিল এবং ক... টয়লেটে জ্বীন || আলোচনা ও করণীয় - • টয়লেটে জ্বীন || আলোচনা ও করণীয় | Jinn an... ------------------------------------------------------------------------------------------------------------------- #সূরা হাদীদ #ইসলামী আলোচনা, # কুরআন ও হাদিস, #কুরআন ,#হাদিস, #কুরআন ও বিজ্ঞান, #ইসলাম ও বিজ্ঞান, #দোয়া ,#টয়লেটে জ্বীন, #দোয়া সকাল সন্ধ্যার দোয়া #সকাল সন্ধ্যার যিকির#নবীজীর সকাল সন্ধ্যার দোয়া ও যিকির #হাদীসে বর্ণিত যিকির #সকালের দোয়া" #দুয়া""#এসো নবীদের পথে #শ্রেষ্ঠ দোয়া #ওয়াজ #ছোটদোয়া #ছোটদোয়ারআমল #ছোটদোয়ারফজিলত #ছোট দোয়া সমূহ, #ছোট দোয়া কুনুত, #ছোট দোয়া মাসুরা #ছোট মোনাজাতের দোয়া #নামাজেরছোটদোয়া #ইসলামিক_ভিডিও #ইসলামিকছোট দোয়া" #কোর'আনে প্রযুক্তি #কোরানের ক্যলকুলেশন #গানিতিক কোরান #ওয়াজ" #waz bangla #waz mahfiln #newwaz #bangla waz new #choto dua bangla #choto dua namaz #Dua""best dua #morning dua #jin, #jinn, #jinny #shoitan, #khobis, #toilet, #dua of toilet #Islami aalochana , #Quran, #hadith, #Quran And Science, #Islam #Islam ------------------------------------------------------------------------------------------------------------------ My portfolio : https://seotanvirbd.com/ Facebook profile : / seotanvirbd Facebook Group: / 561951122032242 Facebook Page: https://www.facebook.com/profile.php?... Linkedin profile: / seotanvirbd