У нас вы можете посмотреть бесплатно জমির হিসাব।। শতাংশ, কাঠা, বিঘা ও একর অনুযায়ী জমির হিসাব ।। Calculation of land ।। সহজ আইন ।। или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
প্রিয় দর্শক, এই পর্বে আমি আলোচনা করেছি শতাংশ, কাঠা, বিঘা ও একর অনুযায়ী জমির হিসাব। বাংলাদেশে ভূমি সংক্রান্ত যাবতীয় দলিল লিখন, সরকারি হিসাব ও অফিসের কাজে ব্যবহার্য দুই প্রকার পরিমাপ হলো শতাংশের হিসাব ও কাঠা'র হিসাব। এই দুইয়ের মধ্যে সম্পর্ক এই যে, এক একরের এক শত ভাগের এক ভাগকে বলা হয় "এক-শতাংশ" জমি। অধিকতর প্রচলিত শব্দবন্ধ হলো "এক ডেসিমাল জমি"। অন্যদিকে কাঠার উর্ধ্বতর একক হলো "বিঘা" এবং বিঘা'র উর্ধ্বতর একক হলো "একর।" ২০ কাঠা সমান এক বিঘা জমি এবং তিন বিঘা সমান এক একর জমি। এই পরিমাপ সর্বজনীন, এবং "প্রমিত মান" (Standard Measurement) হিসেবে সরকারীভাবে অনুমোদিত তবে আন্তর্জাতিক প্রয়োজনে কখনো কখনো সরকারী কাগজে হেক্টর ব্যবহার করা হয়ে থাকে। কাঠা বিঘা একর অনুযায়ী জমির হিসাব। ১ কাঠা = ১৬ ছটাক ১ কাঠা = ১.৬৫ শতাংশ ১ কাঠা = ১৬৫ অযুতাংশ ১ বিঘা = ৩৩ শতাংশ ১ বিঘা = ২০ কাঠা ১ একর = ১০০ শতাংশ ১ একর = ৬০.৬ কাঠা ১ একর = ৩.০৩ বিঘা টিকা: একশত শতাংশ বা, এক হাজার সহস্রাংশ বা, দশ হাজার অযুতাংশ = ১ একর। দশমিক বিন্দুর (.) পরে চার অঙ্ক হলে অযুতাংশ পড়তে হবে। ছটাক কাঠা বিঘা অনুযায়ী জমির হিসাব। ১ ছটাক = ২০ গন্ডা ১ ছটাক = ৪৫ বর্গফুট ১ কাঠা = ১৬ ছটাক ১ কাঠা = ৭২০ বর্গফুট ১ বিঘা = (৮০ হাত×৮০ হাত) ৬৪০০ বর্গহাত ১ বিঘা = ২০ কাঠা ১ বিঘা = ৩৩,০০০ বর্গলিঙ্ক ১ বিঘা = ১৪,৪০০ বর্গফুট জমির আঞ্চলিক হিসাব। বাংলাদেশে এবং বাংলাদেশের আশেপাশের ভারতের বিভিন্ন অঞ্চলভেদে বিভিন্ন প্রকারের মাপ ঝোক প্রচলিত রয়েছে। এগুলো হলো কানি-গন্ডা, বিঘা-কাঠা ইত্যাদি। অঞ্চল ভেদে এই পরিমাপগুলো আয়তন বিভিন্ন রকমের হয়ে তাকে। বিভিন্ন অঞ্চলে ভূমির পরিমাপ বিভিন্ন পদ্ধতিতে হলেও সরকারি ভাবে ভূমির পরিমাপ একর, শতক পদ্ধতিতে করা হয়। সারাদেশে একর শতকের হিসাব সমান। কানি: কানি দুই প্রকার। যথা - (ক) কাচ্চা কানি (খ) সাই কানি কাচ্চা কানি: ৪০ শতকে এক কাচ্চা কানি। কাচ্চা কানি ৪০ শতকে হয় বলে একে ৪০ শতকের কানিও বলা হয়। সাই কানি: এই কানি কোথাও ১২০ শতকে ধরা হয়। আবার কোথাও কোথাও ১৬০ শতকেও ধরা হয়। কানি গন্ডার সাথে বিভিন্ন প্রকারের পরিমাপের তুলনা: ১ গন্ডা = ৪ কড়া ১ গন্ডা = ৮৬৪ বর্গফুট ১ কড়া = ২১৬ বর্গফুট ১ কানি = ২০ গন্ডা ১ কানি = ১৭২৮০ বর্গফুট ২ কানি ১০ গন্ডা = ১ একর ১ কানি = ১৭২৮০ বর্গফুট ১ কানি = ১৯৩৬ বর্গগজ ১ কানি = ১৬১৯ বর্গমিটার ১ কানি = ৪০,০০০ বর্গ লিঙ্ক ১ একর = ১০ বর্গ চেইন ১ একর = ১০০ শতক ১ একর = ৪,০৪৭ বর্গমিটার ১ একর = ৩ বিঘা ৮ ছটাক #জমির হিসাব #কতশতাংশ=১কাঠা Contact Information- Phone No- 01671-043256 Email- [email protected] Face book Page Link- / shohozain Instagram Link- / advocatelemon Twitter Link- / advocatelemon