У нас вы можете посмотреть бесплатно আত্মহত্যাকারী কি চিরস্থায়ী জাহান্নামী? ড. মুহাম্মাদ সাইফুল্লাহ মাদানী | Masjid As Siddique Complex или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
বর্তমানে নিজেদের জীবনের তুলনায় দুনিয়ার চাকচিক্য সৌন্দর্যকে অগ্রাধিকার দেবার একটা প্রবণতা বেড়ে যাচ্ছে। এবং যেহেতু আল্লাহ্র প্রতি তাদের তাওয়াককুল ও ঈমান, দ্বীনের বিষয়ের জ্ঞান তাদের নেই তাই তারা নিজেকে নিজেই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমার ছাত্রবস্থায় এক ব্যাক্তি যিনি একটি গোষ্ঠীর সাথে দাওয়াতি কাজ করতেন, পাঁচ ওয়াক্ত নামায মসজিদে পড়তেন, এবং সে কারো সাথে ধকাবাজি প্রতারণা ইত্যাদির রেকর্ড নেই। কিন্তু হটাত তিনি আত্মহত্যা করেন। এর ground আমাদের কাছে স্পষ্ট। দ্বীনের জ্ঞান, আল্লাহ্ রব্বুল আলামীনের পরিচয় যদি জানা না থাকে , তিনি যে আমাদের উপর প্রতিনিয়ত কত রহম করে যাচ্ছেন তা যদি আমাদের জানা না থাকে, জীবন যে কতবড় নিয়ামত, এটার যে কি মুল্য এটা যদি আমরা বুঝতে না পারি , তাহলে এই ধৃষ্টতাপূর্ণ কাজ আমাদের হবেই। এখন এমন কোন দিন নেই যে দিন এরকম একটা না একটা এরকম ঘটছে না । তবে এই ব্যাপারটি আমরা এজন্য বলছি না যে, আত্মহত্যা থেমে যাবে। বরং চলতেই থাকবে। কিন্তু এখন এটা নিয়ে ভাইরাল হওয়া শুরু হয়েছে, এবং এটা নিয়ে আমাদের ফেসবুকের মুফতিরা একটি বিভ্রান্তি সৃষ্টি করছেন, ফতোয়া দিয়ে মানুষদেরকে বরবাদ করে দিচ্ছেন । ঢালাও ভাবে চিরস্থায়ী জাহান্নামী বলে দিয়েছেন, কাকে কীভাবে কোথায় যে কন ব্যাক্তিকেই জাহান্নামে পাঠানোর দায়িত্ব আপনাদের কে দিয়েছে? একটা বিষয় সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান যাদের আছে, তারা সে বিষয়ে বক্তব্য দিবেন । সুরা নিসায় ২৯ এবং ৩০ নং আয়াতে কি এসেছে। "(وَ لَا تَقۡتُلُوۡۤا اَنۡفُسَکُمۡ ؕ اِنَّ اللّٰهَ کَانَ بِکُمۡ رَحِیۡمًا ﴿۲۹ ... " "﴾وَ مَنۡ یَّفۡعَلۡ ذٰلِکَ عُدۡوَانًا وَّ ظُلۡمًا فَسَوۡفَ نُصۡلِیۡهِ نَارًا ؕ وَ کَانَ ذٰلِکَ عَلَی اللّٰهِ یَسِیۡرًا ﴿۳۰" "...এবং নিজেদেরকে হত্যা করো না ; নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। " আর যে কেউ সীমালংঘন করে অন্যায়ভাবে তা করবে, অবশ্যই আমরা তাকে আগুনে পোড়াবো; এসব আল্লাহর পক্ষে সহজ।" [সূরা নিসা ৪:২৯,৩০] হজরত জাবের ইবনে সামুরা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলের (সা.) সামনে আত্মহত্যাকারী এক ব্যক্তির লাশ আনা হয়, রাসুল (সা.) তার জানাজা পড়েননি। তথ্যসূত্র- (সহিহ মুসলিম- ২২৫৮) কিন্তু সাহাবায় কিরাম গণ রসূল (সাঃ) এর সামনেই তার জানাজা পড়েছিলেন। সুতরাং আত্মহত্যাকারী কাফির বা মুরতাদ নয়। সে ইসলাম থেকে বের হয়ে যাবেন না। সে সর্বাবস্থায় চিরস্থায়ী জাহান্নামী নয়। তার অপরাধ হচ্ছে কবীরা গুনাহ। পরে রসূল (সাঃ) এর সাহাবা কেরামগণ তাঁর সামনেই তার জন্য রহ্মত ও মাগফেরাতের দুয়া করেছিলেন। অর্থাৎ তার সন্তান গণ, ওয়ারিস গণ তার জন্য রহমত ও মাগফেরাতের দোয়া করতে পারবে, ভালো কাজ (সদকায় জারিয়া) করতে পারবে। এটা জায়েজ, সে আত্মহত্যা করার কারণে যে সে জাহান্নামী, এবং কোন দয়ার প্রয়োজন নেই, ব্যাপারটা এরকম ন্য। তবে রসূল (সাঃ) যে তার জানাজার সালাত আদায় করেন নি এটা কারণ হিসেবে ছিল যেন উম্মত বুঝতে পারে আত্মহত্যার ভয়াবহতা কেমন। এটা মারাত্মক কবীরা গুনাহ । যদি এই লোকটা চিরস্থায়ী জাহান্ননামী হত তাহলে রসূল (সাঃ) বলতেন, যে এর জানাজার কোন লাভ নেই। আরেকটি হাদীস সহীহ বুখারী ও মুসলিমের মধ্যে আছে এরুপ, যে এক দলের ব্যাপারে বলেছেন "خالدًا مخلدًا فيها أبدًا" ‘কেউ আত্মহত্যা করলে সে চিরস্থায়ীভাবে জাহান্নামে শাস্তি ভোগ করবে’। এটা হচ্ছে ঐ ব্যাক্তিদের ব্যাপারে, যারা আল্লাহ্ রব্বুল আলামীনের ব্যাপারে অসন্তুষ্ট হয়ে প্রকাশ করে আল্লাহ্র বিধান লঙ্ঘন করে অসন্তস্টি প্রকাশ করেছে। কারণ এই অসন্তস্টি প্রকাশ করাটা কুফুরি। আর কেউ কুফুরী করে আত্মহত্যা করে থাকে তাহলে সে অবশ্যই চিরস্থায়ী জাহান্নামী হবে। নিয়মিত আপডেট পেতে লাইক, সাবস্ক্রাইব ও ফলো এবং ভিজিট করুন- আমাদের মাসজিদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট লিংক নিম্নে দেয়া হলোঃ ► Facebook Page: / masjidassiddique ► Facebook Group: / masjidassiddique ► Youtube Channel : / masjidassiddiquecomplexshantinagar ► Website: http://www.masjidassiddique.com/ মাসজিদ আস সিদ্দিক (রাঃ) কমপ্লেক্স, ৩৮/৬ শান্তিনগর, (ইস্টার্ন প্লাস মার্কেটের পিছনে) ঢাকা-১২১৭, বাংলাদেশ। Copyright @ Masjid As Siddique Complex, Shantinagar, 2020. Any illegal reproduction of this content in any form will result in immediate action against the person concerned