У нас вы можете посмотреть бесплатно মসজিদুল হারামের জুম্মার খুতবা | ৩ জানুয়ারি ২০২৬ | শায়খ ড. ইয়াসির আল-দাওসারি или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
নূরের দিশা #Noorer Disha Masjidul Haram Khutbah Jumma Khutbah Jumma Khutbah Masjidul Haram Makkah Jumma Khutbah Friday Khutbah Makkah Masjid Al Haram Khutbah Bangla জুম্মার খুতবা মসজিদুল হারামের খুতবা ইসলামিক খুতবা বাংলা Islamic Bangla Khutbah Khutbah Bangla Makkah Khutbah 2026 Jumma Khutbah January 2026 #বাংলা অনুবাদ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা তাঁরই প্রশংসা করি, তাঁরই সাহায্য চাই, তাঁরই নিকট ক্ষমা প্রার্থনা করি। আমরা আমাদের নফসের অনিষ্ট ও আমাদের কর্মের কুপরিণতি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ যাকে হিদায়াত দেন, তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না; আর যাকে তিনি পথভ্রষ্ট করেন, তাকে কেউ সঠিক পথ দেখাতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি—আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি একক, তাঁর কোনো শরিক নেই। এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি—মুহাম্মাদ ﷺ আল্লাহর বান্দা ও রাসূল। হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং মুসলমান না হয়ে যেন মৃত্যু না আসে। হে মানবজাতি! তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, তারপর তার থেকে তার সঙ্গিনী সৃষ্টি করেছেন এবং তাঁদের দু’জন থেকে অসংখ্য নর-নারী বিস্তার করেছেন। তোমরা আল্লাহকে ভয় করো—যাঁর নামে তোমরা একে অপরের নিকট দাবি করো এবং আত্মীয়তার বন্ধন রক্ষা করো। নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর সদা পর্যবেক্ষণকারী। হে মুমিনগণ! আল্লাহকে ভয় করো এবং সোজা ও সত্য কথা বলো। তাহলে তিনি তোমাদের আমল সংশোধন করবেন, তোমাদের গুনাহ ক্ষমা করবেন। আর যে আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে—সে মহাসাফল্য অর্জন করে। অতঃপর— নিশ্চয়ই সর্বশ্রেষ্ঠ বাণী আল্লাহর কিতাব, সর্বোত্তম পথনির্দেশ মুহাম্মাদ ﷺ–এর পথনির্দেশ, আর সর্বনিকৃষ্ট বিষয় হলো দ্বীনে নতুন সংযোজন; প্রতিটি বিদ‘আত পথভ্রষ্টতা। হে মুসলমানগণ! কুরআনের একটি সূরা এমন আছে, যা ইসলামের সর্বোচ্চ লক্ষ্য ও মহান উদ্দেশ্যসমূহকে ধারণ করেছে। এটি নবীদের সত্যতার সাক্ষ্য দেয়, কাফির ও বিভ্রান্তদের সন্দেহের জবাব দেয়, পুনরুত্থান ও হিসাবের প্রমাণ সুস্পষ্ট দলিলসহ প্রতিষ্ঠা করে এবং মৃত্যু ও বিচারদিনের ভয়াবহ দৃশ্য মানুষের সামনে তুলে ধরে— যাতে তা হয় বিবেকবানদের জন্য উপদেশ ও স্মরণ। সে সূরাটি হলো—সূরা ক্বাফ। আজ আমরা এর আয়াতসমূহের সঙ্গে অবস্থান করব, এর অর্থ ও উদ্দেশ্য গভীরভাবে অনুধাবন করব। আল্লাহ বলেন— “নিশ্চয়ই এতে উপদেশ রয়েছে তার জন্য, যার অন্তর আছে অথবা যে মনোযোগ দিয়ে শোনে।” রাসূলুল্লাহ ﷺ প্রায়ই এই সূরার মাধ্যমে মানুষকে উপদেশ দিতেন— ঈদ, জুমা ও বড় বড় সমাবেশে। উম্মে হিশাম (রাযি.) বলেন— “আমি সূরা ক্বাফ শিখেছি রাসূলুল্লাহ ﷺ–এর মুখ থেকেই। তিনি প্রতি জুমার খুতবায় এটি পাঠ করতেন।” (সহিহ মুসলিম) হে মুমিনগণ! এই সূরার শুরুতেই আল্লাহ রহস্যময় বিচ্ছিন্ন অক্ষর দ্বারা সূচনা করেছেন— যার প্রকৃত অর্থ আল্লাহই ভালো জানেন। এরপর তিনি মহিমান্বিত কুরআনের শপথ করেছেন এবং কাফিরদের বিস্ময় প্রকাশ করেছেন— যখন তাদের মধ্য থেকেই একজন সতর্ককারী আসলেন এবং তারা পুনরুত্থান অস্বীকার করল। আল্লাহ বলেন— “ক্বাফ। শপথ মহিমান্বিত কুরআনের। বরং তারা বিস্মিত হয়েছে—তাদের মধ্য থেকেই একজন সতর্ককারী এসেছে বলে।” আল্লাহ আকাশ ও পৃথিবীর সৃষ্টি, মৃত ভূমিকে জীবিত করা, পূর্ববর্তী জাতিদের ধ্বংসের ইতিহাস এবং মানুষের অন্তরের গোপন কথাও জানার মাধ্যমে পুনরুত্থানের বাস্তবতা স্পষ্ট করেছেন। তিনি বলেন— “আমি মানুষ সৃষ্টি করেছি এবং তার অন্তরে যা কুমন্ত্রণা দেয়, তা আমি জানি। আমি তার ঘাড়ের শিরার চেয়েও নিকটবর্তী।” এটি মানুষকে সদা আল্লাহভীতিতে থাকার আহ্বান জানায়। কারণ তার প্রতিটি কথা ও কাজ লিপিবদ্ধ হচ্ছে— ডান ও বাম পাশে নিয়োজিত ফেরেশতাদের দ্বারা। এরপর আসে মৃত্যুর কঠিন মুহূর্ত— যে মৃত্যু থেকে মানুষ পালাতে চেয়েছিল, কিন্তু পালাতে পারেনি। তারপর কিয়ামতের ভয়ংকর দৃশ্য— যেদিন প্রত্যেক আত্মার সঙ্গে থাকবে একজন চালক ও একজন সাক্ষী। যেদিন বলা হবে— “আজ তোমার দৃষ্টি প্রখর।” জাহান্নামের দৃশ্য— যা বারবার বলবে, “আরো আছে কি?” অপরদিকে মুত্তাকিদের জন্য জান্নাত— নিরাপত্তা ও চিরশান্তির আবাস। সেখানে থাকবে এমন নিয়ামত— যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো মানুষের হৃদয়ে কল্পনাও আসেনি। আর সর্বশ্রেষ্ঠ নিয়ামত— আল্লাহর মহিমান্বিত চেহারা দর্শন এবং তাঁর নৈকট্য লাভ। হে আল্লাহর বান্দাগণ! আল্লাহ আমাদের ও আপনাদের কুরআনের মাধ্যমে বরকত দান করুন। #আমীন