У нас вы можете посмотреть бесплатно যমুনাবতী || শঙ্খ ঘোষ||Jomunaboti || Sankha Ghosh|| কন্ঠে - শুভ্রা মন্ডল или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
এই কবিতার সৃষ্টি কথাটি রয়েছে কবি শঙ্খ ঘোষের ' কবিতার মুহূর্তে ' গ্রন্থে। ভারতের স্বাধীনতার বয়স তখন মাত্র চার বছর (১৯৫১ সাল)। তখন প্রায় না বুঝেই এক ভুখা মিছিলের শরীক হতে গিয়ে উত্তরবঙ্গের এক কিশোরী পুলিশের গুলিতে প্রাণ হারায়।সেই ভয়ঙ্কর ঘটনার অভিঘাত কবিকে স্তব্ধ করে দেয়।আবার একদিন এই শহরের এক অঞ্চলে নিত্য সংসারের কর্মযজ্ঞে আগুন দেয়া উনুনের ধোঁয়া দেখতে দেখতে সেই স্তব্ধতা কবির কলমে বাক্ময় হয়। সৃষ্টি হয় যমুনাবতী..... যমুনাবতী – শঙ্খ ঘোষ One more unfortunate Weary of breath Rashly importunate Gone to her death. নিভন্ত এই চুল্লীতে মা একটু আগুন দে আরেকটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নোটন নোটন পায়রাগুলি খাঁচাতে বন্দী দু’এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন দি’। হায় তোকে ভাত দিই কী করে যে ভাত দিই হায় হায় তোকে ভাত দেব কী দিয়ে যে ভাত দেব হায় নিভন্ত এই চুল্লী তবে একটু আগুন দে – হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে। দু’পারে দুই রুই কাৎলার মারণী ফন্দী বাঁচার আশায় হাত-হাতিয়ার মৃত্যুতে মন দি’। বর্গী না টর্গী না, যমকে কে সামলায়! ধার-চকচকে থাবা দেখছ না হামলায়? যাস্ নে ও-হামলায়, যাস্ নে।। কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে, জ্বলে না- মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না- চলল মেয়ে রণে চলল। বাজে না ডম্বরু, অস্ত্র ঝন্ ঝন্ করে না, জানল না কেউ তা চলল মেয়ে রণে চলল। পেশীর দৃঢ় ব্যথা, মুঠোর দৃঢ় কথা, চোখের দৃঢ় জ্বালা সঙ্গে চলল মেয়ে রণে চলল। নেকড়ে-ওজর মৃত্যু এল মৃত্যুরই গান গা- মায়ের চোখে বাপের চোখে দু-তিনটে গঙ্গা। দূর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী জাগে ধক্ ধক্, যজ্ঞে ঢালে সহস্র মণ ঘি। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে বিষের টোপর নিয়ে। যমুনাবতী সরস্বতী গেছে এ পথ দিয়ে দিয়েছে পথ, গিয়ে। নিভন্ত এই চুল্লীতে বোন আগুন ফলেছে । Greta Sting by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 licence. https://creativecommons.org/licenses/... Source: http://incompetech.com/music/royalty-... Artist: http://incompetech.com/ #jomunabotikobita #sankhaghosh #vukhamichil #1951 #freedomstruggle #bengalipoemrecitation #One more unfortunate @MunmunMukherjee1 @BratatiParampara @BratatiHaldar @pritipandit_bangla_kobita