У нас вы можете посмотреть бесплатно Kuakata tour guide.কুয়াকাটা ভ্রমণ গাইড ২০২৫.সাগরকন্যা কুয়াকাটা কিভাবে যাবেন,কোথায় থাকবেন,কি দেখবেন। или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
কুয়াকাটা সমুদ্র সৈকত কুয়াকাটা সমুদ্র সৈকতের অবস্থান পটুয়াখালী (Patuakhali) জেলার কলাপাড়া থানার লতাচাপলি ইউনিয়নে। প্রায় ১৮ কিলোমিটার দীর্ঘ এই কুয়াকাটা সমুদ্র সৈকত (Kuakata Sea Beach) থেকে একই সাথে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যায়। এই বৈশিষ্ট কুয়াকাটাকে সকল সমুদ্র সৈকত থেকে অনন্য করেছে। পরিচ্ছন্ন বেলাভূমি, অনিন্দ্য সুন্দর সমুদ্র সৈকত, দিগন্তজোড়া সুনীল আকাশ এবং ম্যানগ্রুভ বন কুয়াকাটাকে দিয়েছে ভিন্ন মাত্রা। পর্যটকদের কাছে কুয়াকাটা সাগরকন্যা হিসেবে পরিচিত। ভ্রমণ গাইডের আজকের পর্বে থাকছে কুয়াকাটা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, আশেপাশের দর্শনীয় স্থান গুলো কিভাবে ঘুরে দেখবেন, কম খরচে ভ্রমণের পরিকল্পনা কিভাবে সাজাবেন; এই সব কিছুর বিস্তারিত তথ্য। #কুয়াকাটার হোটেল ও রিসোের্ট কক্সবাজারের মত এত আবাসিক হোটেল রিসোর্ট না থাকলেও কুয়াকাটায় আপনার বাজেট অনুযায়ী হোটেল/রিসোর্ট পেয়ে যাবেন। মোটামুটি বাজেটের হোটেলে থাকতে আপনার খরচ হবে ২০০০-৩০০০ টাকা। কম বাজেটে থাকার জন্যে দুইজনের জন্য রুম পেয়ে যাবেন ১০০০ – ২০০০ টাকায়। বাজেট যদি আপনার সমস্যা না হয় তাহলে চলে যেতে পারেন শিকদার রিসোর্ট এর মত অভিজাত রিসোর্টে। কুয়াকাটায় খুব ভালো মানের সি-ভিউ হোটেল নেই। তবে জিরো পয়েন্টের বা পাশেই পর্যটক মার্কেটের গলিতে মোটামুটি মানের কিছু সি-ভিউ হোটেল পাবেন। থাকতে খরচ হবে সিজন অনুযায়ী ১৫০০-৩০০০ টাকা। ছুটির দিন গুলোতে হোটেল রুম পেতে একটু সমস্যা হলেও বাকি সময় কুয়াকাটায় হোটেল রুম সেখানে গিয়েই যাচাই করে নিতে পারবেন। তবে ছুটির দিনে অথবা পরিবার নিয়ে গেলে আগে থেকেই বুকিং করে যাওয়া ভালো হবে। একটা ধারণা পাবেন এখান থেকে। #কুয়াকাটা ভ্রমণ খরচ • ঢাকা টু কুয়াকাটা বাস: ৭৫০টাকা (নন-এসি), ১১০০ টাকা (এসি) • কুয়াকাটা হোটেল: মোটামুটি মানের হোটেলে ডাবল বেড ভাড়া ১৫০০-২০০০ টাকা • মোটরসাইকেল ভাড়া: দুজনের জন্যে, দুই দিন ১০০০-১৫০০ টাকা • সকালের খাবার: দুই দিন দুই বেলা, জনপ্রতি ১০০-২০০ টাকা • দুপুরের খাবার: দুই দিন দুই বেলা, জনপ্রতি ৩০০-৪০০ টাকা • রাতের খাবার: দুই দিনের রাতের খাবার, জনপ্রতি ৩০০-৪০০ টাকা • অন্যান্য খরচ: ৫০০ টাকা #ভ্রমণ সতর্কতা কুয়াকাটা সমুদ্র সৈকতে নামার আগে সেই জায়গাটি নিরাপদ কিনা তা অবশ্যই জেনে সমুদ্রে নামবেন। নির্ধারিত জায়গা ছাড়া সমুদ্রে নামবেন না। খাওয়া দাওয়া কিংবা বাইক ভাড়া, যে কোন কিছুতে দরদাম ঠিক #কুয়াকাটা সমুদ্র সৈকত #travel #বাংলাদেশ #চট্টগ্রামের #কক্সবাজার #পটুয়াখালী #সুন্দরবন #blog #vlog #minivlog #long #longvideo #bashirtruenewstravel