У нас вы можете посмотреть бесплатно Canada Immigration Alert! ৭০০ অবৈধ শ্রমিক, ৪.৫ লক্ষ ডলার জরিমানা । SakibCanada или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Canada Immigration Alert! ৭০০ অবৈধ শ্রমিক, ৪.৫ লক্ষ ডলার জরিমানা । SakibCanada অটোয়োর তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪.৫ লক্ষ ডলার জরিমানা : ৭০০ অবৈধ বিদেশি শ্রমিক নিয়োগের অভিযোগে অটোয়ার তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ৭০০-রও বেশি বিদেশি নাগরিককে অবৈধভাবে নিয়োগ দেওয়ার দায়ে দোষী সাব্যস্ত হয়েছে। ক্যানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (CBSA) জানিয়েছে, প্রতিষ্ঠানগুলোকে মোট ৪ লাখ ৫০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। CBSA এক বিবৃতিতে জানিয়েছে, CDA Landscape Services প্রতিষ্ঠানটি ২০টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে একাই ৪ লাখ ডলার জরিমানা দিয়েছে। অপর দুই প্রতিষ্ঠান TDA Landscape Services এবং SDA Services—প্রতিটিকে ২৫ হাজার ডলার করে জরিমানা করা হয়েছে, কারণ তারা দুটি করে অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে। ২০১৯ সালে একটি মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ঘটনায় এক বিদেশি নাগরিক গ্রেপ্তার হওয়ার পর থেকে এই তদন্ত শুরু হয়। CBSA ও অন্টারিও প্রাদেশিক পুলিশ (OPP) যৌথভাবে তদন্ত চালিয়ে জানতে পারে, দক্ষিণ ও পূর্ব অন্টারিও এবং গ্রেটার টরন্টো এলাকায় একটি বিশাল অবৈধ শ্রমিক নেটওয়ার্ক সক্রিয় রয়েছে। তদন্তে ৭০০-রও বেশি বিদেশি নাগরিক শনাক্ত করা হয়, যারা কোনো ধরনের কর্মসংস্থান অনুমতি ছাড়াই এসব কোম্পানিতে কাজ করছিলেন। CBSA জানায়, এদের মধ্যে কয়েকজনকে ক্যানাডা থেকে বহিষ্কার করা হয়েছে কারণ তারা অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য “inadmissible” হিসেবে বিবেচিত হয়েছে। CBSA’র ইন্টেলিজেন্স অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার ভাইস প্রেসিডেন্ট আ্যারন ম্যাকক্রোরি বলেন, “এই মামলার অভিযোগ ও সাজা আমাদের অভিবাসন ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখার প্রতিশ্রুতির প্রতিফলন।” ২০২৪ সালে CBSA জানিয়েছে, তারা ১৬,৪৭০ জন বিদেশি নাগরিককে ক্যানাডা থেকে বহিষ্কার করেছে এবং ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরে এই সংখ্যা ২০ হাজারে উন্নীত করার লক্ষ্য রয়েছে। ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডার (IRCC) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে অস্থায়ী বিদেশি কর্মসূচির নিয়ম লঙ্ঘনের দায়ে বিভিন্ন নিয়োগকর্তার ওপর ৪.১ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে, যা ২০২৩ সালের তুলনায় ৫৫ শতাংশ বেশি। গত বছর ১৫৪টি প্রতিষ্ঠানকে গড়ে ২৬,৯১৭ ডলার করে জরিমানা করা হয়েছে, যা ২০২৩ সালের গড় ১৩,৯১৭ ডলারের প্রায় দ্বিগুণ। তবে CBSA জানায়নি, এই ৭০০ বিদেশি শ্রমিক অস্থায়ী বিদেশি কর্মসূচির (Temporary Foreign Worker Program) আওতায় নিয়োগ পেয়েছিলেন কিনা। #CanadaImmigration #IllegalWorkersCanada #CBSA #OttawaNews #CanadaNewsBangla #ForeignWorkers #TemporaryForeignWorkerProgram #IRCC #CanadaJobs #ImmigrationCanada #CanadianLaw #BanglaNews #CanadaBangla #CBSAInvestigation #DeportationCanada #CanadaVisaNews #CanadaEmployment #CanadianPolitics #OttawaUpdates #BangladeshiInCanada