У нас вы можете посмотреть бесплатно তারুয়া সমুদ্র সৈকত | ঢাল চর, ভোলা | Tarua Sea Beach | Dhal Chor, Bhola | Hasan Mahmud. или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইট ইস্যু এর কারনে ভিডিওতে থাকা অডিও চলে গেছে। যার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত। আমার ফেসবুক পেইজে ভিডিওটা ভয়েস সহ আছে চাইলে সেখান থেকে দেখতে পারেন। ভিডিও লিংক - https://fb.watch/dMEW2EtdSZ/ তারুয়া সমুদ্র সৈকত বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত বিশেষ করে তারুয়া সমুদ্র সৈকত বাংলাদেশের দ্বীপ জেলা ভোলার পাশেই একটি বিচ্ছিন্ন দ্বীপ নিয়ে গঠিত। বঙ্গোপসাগরের পাশে বর্তমানে খুবই সুন্দর সমুদ্র সৈকত এর অপর নাম হল ঢালচর। বাংলাদেশের দক্ষিণবঙ্গের বঙ্গোপসাগরে অবস্থিত। বাংলাদেশের বর্তমান তারুয়া সমুদ্র সৈকত বাংলাদেশের সবচাইতে সুন্দর সমুদ্রসৈকত পর্যটন হটস্পট নামে পরিচিতি লাভ করেছে। তারুয়া সমুদ্র সৈকত দক্ষিণ অঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ পর্যটন স্পট। বিশেষ করে সমুদ্র সৈকতের পাশে বঙ্গোপসাগরের পাশে হওয়ায় সমুদ্র সৈকতের অপরূপ সৌন্দর্য এবং অপরূপ প্রকৃতি আপনাকে মুগ্ধ করে দিতে পারবে। তাছাড়া তারুয়া সমুদ্র সৈকতে লাল কাঁকড়া স্বর্গরাজ্য যেখানে আপনি একবার গেলে আপনার এবং আপনার সম্পূর্ণ মুক্ত বাতাসে আত্মহারা হয়ে যাবেন। তাই কখনো আপনি যদি তারুয়া সমুদ্র সৈকত আসতে পারেন আপনি এখানকার পরিবেশ এবং এখানকার আবহাওয়া আপনাকে সত্যি মুগ্ধ করবে। এখানকার সমুদ্রসৈকতে এত সুন্দর যে বাংলাদেশের যদি ২য় কোন সমুদ্র সৈকত থাকে তাহলে এই সমুদ্র সৈকত যায়গা করে নিতে পারবে। তবে এখন থেকেই তারুয়া পর্যটন স্পটটি যদি উন্নয়ন করা হয় তাহলে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ পর্যটন স্পট হিসেবে পরিচিতি লাভ করতে পারে। আপনি যদি কখনো আসেন অবশ্যই শীতকালে আসার চেষ্টা করবেন। কেননা এখানে সব সময় ভ্রমনে আশা ঠিক হবে না। তাই আপনি কখন আসলে অবশ্যই চেষ্টা করবেন বর্ষাকাল বাদে আসতে। এখানকার পরিবেশ আপনাকে স্বাগত জানাবে। আপনি যদি কখনো নিরিবিলি সময় কাটাতে চান তাহলে অবশ্যই তারুয়া সমুদ্র সৈকত ভ্রমন করে আসতে পারেন। তথ্যঃ গুগল। তারুয়া সৈকত যাওয়ার উপায় এবং খরচঃ তারুয়া সমুদ্র সৈকত যেতে হলে প্রথমেই আসতে হবে ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় । বিভিন্ন উপায়ে চরফ্যাশন আসা গেলেও সব থেকে ভালো উপায় হলো বেতুয়াগামী লঞ্চ । প্রতিদিন ঢাকার সদরঘাট থেকে চরফ্যাশন ( বেতুয়া ) এর উদ্দেশ্যে বেশ কিছু লঞ্চ ছেড়ে যায় ।তাদের মধ্যে কর্ণফুলী , টিপু , তাশরিফ উল্লেখযোগ্য । লঞ্চ গুলো সন্ধ্যা ৭ থেকে ৮ টা নাগাদ ছাড়ে। ডেকের ভাড়া ২৫০-৩০০(কম বেশি হতে পারে) টাকা, সিংগেল কেবিন ১২০০-১৪০০(কম বেশি হতে পারে), ডাবল কেবিন ২২০০-২৪০০(কম বেশি হতে পারে) টাকা। রাতে লঞ্চেই খেতে পারেন। খাবার মোটামুটি ভালোই আছে। খাবার অর্ডার করার সময় দাম জিজ্ঞেস করে নিয়েন। বেতুয়া পৌছাবেন আনুমানিক ভোর ৫ টায়। সম্ভব হলে লঞ্চ থেকে ৬ টায়, মানে আলো ফোটার পর বের হন। বেতুয়া ঘাট থেকে অটো নিয়ে চলে যান চর ফ্যাশন বাস টার্মিনালে, অটো ভাড়া জনপ্রতি ৩০/৪০ টাকা, সময় লাগবে ২০/২৫ মিনিট। চর ফ্যাশন থেকে আপনি চর কচ্ছপিয়া যাওয়ার জন্য বাসে উঠে পরুন। সময় লাগবে ১ ঘন্টা থেকে ১ ঘন্টা ৩০ মিনিটের মত আর ভাড়া গুনতে হবে ৬০-৭০(কম বেশি হতে পারে) টাকার মত। বেতুয়া থেকে সরাসরি কচ্ছপিয়া ঘাটে মোটরসাইকেল যাওয়া যায় ভাড়া ২৫০-৩০০ টাকা।এক বাইকে ২জন যেতে পারবেন। চর কচ্ছপিয়া থেকে ট্রলারে করে যেতে চর কুকরি মুকরি, ভাড়া ৪০ টাকা। তবে লোকাল ট্রলারে যেতে চাইলে সকাল ১১:৪৫ এর মধ্যে ঘাটে থাকতে হবে। চর কুকরি মুকরিতে পৌছানোর পরে ট্রলারে করে ঢাল চর যাওয়ার ব্যবস্থা করতে পারবেন খুব সহজেই। এছাড়া কচ্ছপিয়া ঘাট থেকে বিকেল ৩টায় সারাদিনে মাত্র ১টি লঞ্চ ঢালচরের উদ্দেশ্যে ছেড়ে যায়। ভাড়া জনপ্রতি ৭০টাকা। আপনি চাইলে কচ্ছপিয়া ঘাট থেকে নৌকা নিয়ে ২.৩০ ঘন্টায় তারুয়া/ঢাল চর। নৌকা ভাড়া ৩৫০০-৪৫০০ টাকা। থাকার ব্যবস্থাঃ সোনিয়া রিসোর্ট তারুয়া সি-বিচ এর একমাত্র রিসোর্ট। তাদের রুম গুলা ভালই। এক রুমে ৩ জন থাকা যায় যদিও রুম গুলা ২ জন থাকার জন্য। ভাই মোঃ হাসান(০১৭৩৫২৫৪১৮০) এই রিসোর্ট দেখাশুনা করে। খুবই ভালো মনের মানুষ। অনেক হেল্পফুল একজন মানুষ। তারুয়া গিয়ে থাকতে চাইলে হাসান ভাইয়ের সাথে আগে যোগাযোগ করে যাওয়াই ভালো। এই রিসোর্ট এর পাশেই খাবার দোকান আছে। সেখানে সকাল, দুপুর ও রাতে খাবার ব্যবস্থা আছে। আপনি যদি স্পেশাল কিছু খেতে চান তাহলে আগেই তাদের বলতে হবে তাহলে তারাই সব ব্যবস্থা করে দিবে। এইখানে বিদ্যুৎ এর ব্যবস্থা নেই। কিন্তু খাবার দোকানে সন্ধ্যায় জেনারেটর এর ব্যবস্থা আছে। ২ - ৩ ঘন্টা চালু থাকে সন্ধ্যা থেকে। আর এই রিসোর্ট মনে হয় শুধু শীতের মৌসুমেই খোলা থাকে। তবে যাবার আগে অবশ্যই খোজ খবর নিয়ে যাওয়াই ভালো। . . . Hey friends, thanks a lot for watching my video. If you like my video don't forger to subscriber & hit the bell icon. My Facebook Page: 👇 / mahmudhasan729 My Instagram account : 👇 / hasan_mahmud_729 Check out Other Videos :👇 –––––––––––––––––––––––––––––-- চর কুকরি মুকরি - • Char Kukri Mukri,Charfasson,Bhola.(চর... বাপ্তা জামে বুড়ির মসজিদ - • বাপ্তা জামে বুড়ির মসজিদ, ভোলা। ভাঙ্গা... মুসা খান মসজিদ - • মুসা খান মসজিদ। Musa Khan Masjid | ৩৪... হযরত হাজী খাজা শাহবাজ খান সমাধি - • হযরত হাজী খাজা শাহবাজ খান সমাধি। Grav... হযরত হাজী খাজা শাহবাজ খান মসজিদ - • হযরত হাজী খাজা শাহবাজ খান মসজিদ | Haz... হাটিকুমরুল নবরত্ন মন্দির - • হাটিকুমরুল নবরত্ন মন্দির, সিরাজগঞ্জ। ... বাঘা শাহী মসজিদ - • বাঘা শাহী মসজিদ | Bagha Sahi Masjid |... হাসন রাজার জাদুঘর - • হাসন রাজার জাদুঘর, সুনামগঞ্জ, সিলেট। ... জমিদার যদুনাথ রায় / ভাগ্যকুল জমিদার বাড়ি - • জমিদার যদুনাথ রায় / ভাগ্যকুল জমিদার ... –––––––––––––––––––––––––––––-- . . #bangladesh #taruaseabeach #dhalchar #tarua #seabeach #charfassion #bhola #explore_Bangladesh #travel #naturelover #netgeotravel #beautyofbangladesh #beautifulbangladesh #naturalbangladesh #visitebangladesh #bangladeshi #shorts #short #shortvideo #shortsvideo #youtubeshorts #youtube #Hasan_Mahmud 👷🏼♂️