У нас вы можете посмотреть бесплатно যশোরে যুবলীগ কর্মী ইয়াসিন হত্যার রহস্য উদঘাটন এবং আসামী গ্রেপ্তার || District Police Jashore или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
যশোরে যুবলীগ কর্মী ইয়াসিন হত্যার রহস্য উদঘাটন এবং আসামী গ্রেপ্তার || District Police Jashore যশোরে ইয়াসিন হত্যার ১২ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন করলো ডিবি, গ্রেফতার-৪, হত্যাকাজে ব্যবহৃত গাছি দা, চাকু, মোবাইল জব্দ। ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ ইং ১৬/০২/২০২২ তারিখ রাত অনুমান ১৯:৪৫ ঘটিকার সময় যশোর কোতয়ালী মডেল থানাধীন শংকরপুর চোপদারপাড়া সাকিনে চোপদারপাড়া ব্রাদার্স ক্লাবের মধ্যে স্থানীয় যুবলীগ কর্মি ইয়াসিন আরাফাতকে অজ্ঞাতনামা কতিপয় দুস্কৃতকারীরা ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করে। ইয়াসিন আরাফাতের পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। ঘটনাটি সম্পূর্ন ক্লুলেস ও চাঞ্চল্যকর হওয়ায় তাৎক্ষনিকভাবে জেলার উর্দ্ধতন পুলিশের কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করে এবং জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম ঘটনার রহস্য উদঘাটন ও জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে কোতয়ালী থানা পুলিশসহ জেলা গোয়েন্দা শাখাকে কঠোর নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার মহোদয়ের দিক-নির্দেশনায় ওসি কোতয়ালী ও ওসি, ডিবি যশোর জনাব রুপন কুমার সরকার, পিপিএম দের সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক শহিদুল ইসলামের নেতৃত্বে এসআই মফিজুল ইসলাম, পিপিএম, এসআই ইদ্রিসুর রহমানদের সমন্বয়ে একটি চৌকশ টিম তদন্তে নেমে মামলার রুজু হওয়ার পূর্বেই ইং ১৭/০২/২০২২ তারিখ সকাল ০৮:০০ ঘটিকার সময় খুলনা খানজাহান আলী থানাধীন শিরোমনি লিন্ডা ক্লিনিক থেকে ঘটনায় জড়িত প্রধান আসামী স্বর্ণকার রানা ও তার ভাই রুবেল হোসেনকে আটক করে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। পরে মামলার রুজু হওয়ার পর গ্রেফতারকৃতদের তথ্য মোতাবেক পুনরায় খুলনা শিরোমনি এলাকায় অভিযান পরিচালনা করে ইং ১৭/০২/২০২২ তারিখ রাত ২২:০০ ঘটিকার সময় ঘটনায় জড়িত আরো ২ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি ও দেখানো মতে যশোর কোতোয়ালী থানাধীন নাজির শংকরপুর চাতালের মোড় এলাকা হইতে ২টি বার্মিজ টিপ চাকু ও ঘটনাস্থলের আশপাশ ড্রেন হতে ১টি গাছি দা, ১টি চাপাতি, আসামীদের ব্যবহৃত বস্ত্র, সেন্ডেল জব্দ করা হয়। ঘটনা সংক্রান্তে ভিকটিমের স্ত্রী শাহানা আক্তার নিশা বাদী হয়ে এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং-৯৭, তাং-১৭/০২/২০২২ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পূর্ব শত্রুতার জের ও মাদক বিক্রি এবং চাঁদাবাজিতে আধিপত্য বিস্তার ও রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারনে এজাহারনামীয় আসামীসহ অন্যান্য অজ্ঞাতনামা আসামীরা পরস্পর যোগসাজসে পূর্ব পরিকল্পিতভাবে অত্র মামলার ভিকটিম ইয়াসিন আরাফাতকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দা দ্বারা কুপিয়ে ও চাকু দ্বারা শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত করে হত্যা করে। গ্রেফতারকৃত আসামীর নাম ঠিকানাঃ ১। মোস্তাফিজুর রহমান @ স্বর্ণকার রানা (৩৮), ২। মোঃ রুবেল হোসেন (৩৫), ৩। মোঃ হাফিজুর রহমান (২৩), সর্বপিতা-মোঃ তোরাব আলী বিশ্বাস, সাং-শংকরপুর চোপদারপাড়া আকবরের মোড়, বারেক সড়ক, থানা-কোতয়ালী, জেলা-যশোর। ৪। মোঃ আঃ কাদের @ শান্ত (২২), পিতা- মোঃ রেজাউল ইসলাম, ভুতপূর্ব অস্থায়ী ঠিকানা-শংকরপুর চোপদারপাড়া আকবরের মোড় আবু হোসেন ম্যানেজারের বাসার ভাড়াটিয়া বর্তমান ঠিকানা- ঈশ্বরদী, পাবনা ( ভাসমান)। উদ্ধারকৃত আলামতঃ ১। ১টি গাছি দা ২। ২টি বার্মিজ চাকু। ৩। ১টি চাপাতি। ৪। ২টি মোবাইল সেট। ৫। আসামীদের পরিধেয় সেন্ডেল ও শীতের টুপি। tag:"Keyword" "যুবলীগ নেতা ইয়াসিনকে কুপিয়ে হত্যা" "যুবলীগ নেতা ইয়াসিন হত্যা : দুই খুনি খুলনা থেকে আটক" "সন্ত্রাসী টুনি শাওন হত্যা রহস্য" "যুবলীগ নেতা ইয়াসিন আরাফাত খুন" "যশোরে যুবলীগ নেতা ইয়াসিন আরাফাত" "ইয়াসিনকে কুপিয়ে হত্যা" "যুবলীগ নেতা" "ইয়াসিন আরাফাত" "হত্যা" "ইয়াসিন আরাফাত খুন" "কুপিয়ে হত্যা" "রহস্য উদঘাটন" "রহস্য উদঘাটন সবসময়" "হুজুর ইয়াছিন মাডার" "district police jashore" "bangladesh police" "jessore db police" "bd police news"