Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



মাছের রাজা ইলিশ | নতুন গান | Ilish Song | Macher Raja Ilish | Saimum Kids | সাইমুম শিল্পীগোষ্ঠী

গান: মাছের রাজা ইলিশ কথা:সালাহ্ উদ্দিন সিদ্দিক সুর: মাসুদ রানা ✅✅লিরিক্স✅✅ মাছের রাজা ইলিশ আহা ইলিশ মাছের রাণী ইলিশ নামটি শুনলে আসে জিভের ডগায় পানি।। ইলিশ ভাজা হলে ঘরে জানে পাড়ার লোকে ভেসে ভেসে গন্ধটা যায় পৌঁছে সবার নাকে।। ভাজা মাছের গন্ধ শোঁকেই ভরে যায় মনখানি।। ডিমটা তাহার খুব সুস্বাদু মাথাটা মচমচে খেতে বসলে মন কি কারো ভরে দু'একপিচে?? আচমকা এক স্বাদযে লাগে ইলিশ মাছের ঝোলে সরষে ইলিশ খেলে প্রাণটা সতেজ করে তোলে।। পদ্মা নদীর ইলিশ মানেই মজা করে খানি।। -------------------------------- শিল্পী: আজমিন নূরী তালহা বিন শরিফ জাওয়াদ আব্দুল্লাহ তাহমিদ আবরার আব্দুল্লাহ ফারহান শাহী ফাহিম আবরার রাফি নাঈম ইসলাম সাবিত মুনিম আহমেদ রাজ আল জাওয়াদ তাশফিন আহমাদ জুহাইম মাহমুদুর রহমান আবরান আলতি সাদিদুর রহামান জিহাদ খান অডিও: হ্যাভেন স্টুডিও কম্পোজার: সালমান সাদিক সাইফ ব্যবস্থাপনা: হাদিউজ্জামান বুলবুল ফয়সাল আহমেদ মোরশেদুল ইসলাম নিয়ামুল হোসাইন রাফি পাটোয়ারী নাজমুল বিন আশশাব তৌহিদ আলম মন্ডল বিপ্লব হোসেন হাসান আল বান্নাহ মুহিউদ্দীন আযাদ কে এম সাব্বির তালহা সিফাত শিশু সমন্বয়ক: আল মাহমুদ রাআদ ইজামা আইটি ব্যবস্থাপনা: সাইফুল মামুন নিয়ামুল হাছান বিশেষ কৃতজ্ঞতা: মঞ্জুরুল ইসলাম জাহিদুল ইসলাম এ. আর. আজাদ আহমাদ তাওফিক এবং সাইমুমের সাবেক পরিচালকবৃন্দ চিত্র নির্দেশনা ও সম্পাদনা: এইচ আল হাদী পরিচালনা সহকারী: জাহিদুল ইসলাম পরিচালনা: আতিক তাশরীফ পরিবেশনায়: সাইমুম কিডস্ প্রযোজনায়: সাইমুম শিল্পীগোষ্ঠী Copyright © 2024 ‪@SaimumShilpigosthi‬ All Rights Reserved.

Comments