У нас вы можете посмотреть бесплатно একদিনের পঞ্চগড় ভ্রমণ | Panchagarh Tourist Places | Tetulia | বাংলাবান্ধা জিরো পয়েন্ট | কাঞ্চনজঙ্ঘা или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#Maverick_Mithun (M Square) একদিনের পঞ্চগড় ভ্রমণ | Panchagarh Tourist Places | Tetulia | বাংলাবান্ধা জিরো পয়েন্ট গত ০৭ নভেম্বর বৃহস্পতিবার, ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে রাত ৮ টায় পঞ্চগড় গামী দ্রুতযান এক্সপ্রেস এ চড়ে আমরা রওনা হই পঞ্চগড়ের উদ্দেশ্যে। যদিও আমাদের ট্রেন ১৭ মিনিট লেট করে ৮ টা ১৭ মিনিটে ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। পরদিন অর্থাৎ ৮ নভেম্বর শুক্রবার সকাল ৭টা ১২ মিনিটে প্রায় ১১ ঘন্টা ট্রেন ভ্রমণ করে আমরা পঞ্চগড় রেলওয়ে স্টেশনে পৌঁছাই। ট্রেন থেকে নেমে ওভারব্রিজ দিয়ে আমরা স্টেশনের বাইরে আসি এবং রেলস্টেশন থেকে জনপ্রতি ১০ টাকা অটো ভাড়ায় পঞ্চগড় বাসস্ট্যান্ড চলে আসি। পঞ্চগড় বাসস্ট্যান্ডের পাশে একটি খাবার হোটেল থেকে সকালের নাস্তা খেয়ে জনপ্রতি ৩০ টাকা করে ভাড়ায় চলে যাই পঞ্চগড়ের প্রথম স্পট শাহী মসজিদ দেখতে। শাহী মসজিদ যাওয়া এবং পুনরায় শাহী মসজিদ থেকে পঞ্চগড় বাসস্ট্যান্ড পর্যন্ত আসতে মোট খরচ হয় ৬০ টাকা। পঞ্চগড় থেকে পুনরায় অটো ঠিক করে আমরা চলে যাই মহারাজার দিঘী দেখতে। মহারাজার দিকি দেখা শেষ করে চলে আসি পঞ্চগড়ের বোর্ডবাজার এর কাছে। যেটা পঞ্চগড় বাসস্ট্যান্ড থেকে 13 কিলোমিটার দূরে। এবং এটি পঞ্চগড় তেতুলিয়া সড়কে অবস্থিত। বোর্ড বাজার থেকে ৪০০ টাকায় অটো রিজার্ভ করে আমরা চলে যাই সোজা বাংলাবান্ধা জিরো পয়েন্টের কাছে। বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে বাসযোগে জনপ্রতি ৩০ টাকা ভাড়ায় আমরা চলে যাই তেতুলিয়া বাজারে। তেতুলিয়া বাজারের তেঁতুল গাছের গাছের থেকে দুপুরের খাবার খাই। দুপুরের খাবারের মূল্য তালিকা নিচে দিয়ে দিলাম ভাত ২০ টাকা পাঁচ রকমের ভর্তা ২০ টাকা, গরুর মাংস ১৪০ টাকা, গরুর কালো ভুনা ১৮০ টাকা, খাসির মাংস ১৫০ টাকা, মুরগির মাংস ১২০ টাকা, ডাল ২০ টাকা, দুপুরের খাবার খেয়ে বাংলা হোটেলের নিচ থেকে অটো রিজার্ভ করে আমরা চলে যাই কাজী এন্ড কাজী টি এস্টেট এবং তেতুলিয়ার লোকাল স্পট গুলো দেখতে। সম্পূর্ণ অটো (রিজার্ভ) ভাড়া নেয় ৬৫০ টাকা করে। কাজী অ্যান্ড কাজী টি এস্টেট তেতুলিয়া বাজার থেকে খানিকটা দূরে অবস্থিত হওয়ায় সেখানে যেতে আমাদের প্রায় ৪০ মিনিটের মত সময় লাগে। কাজী অ্যান্ড কাজী টি এস্টেটে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে এবং তেতুলিয়ার কয়েকটি লোকাল স্পট দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে। আমাদের দুর্ভাগ্য হলো আমরা তেতুলিয়ার ডাকবাংলো থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা পাইনি। ভাগ্য খুব বেশি ভালো না হলে কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যায় না। তবে আমরা চলে আসার পর দিন যারা তেতুলিয়া থেকে গিয়েছিলেন তারা সকালবেলা কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়েছেন। তাই আমার পরামর্শ থাকবে পঞ্চগড় গেলে অবশ্যই দুইদিন থাকবেন তাহলে সবগুলো স্পট দেখে আসতে পারবেন। সাধারণত অক্টোবর মাসের শেষের দিকে এবং নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। যাই হোক সন্ধ্যার পর আমরা বাসযোগে চলে আসি পঞ্চগড় বাসস্ট্যান্ডে। বাস ভাড়া নেই জনপ্রতি ৮০ টাকা করে। বাসস্ট্যান্ডে নেমে সেখানে রাতের খাবার খাই। রাতের খাবারে আমরা খাই ভাত, সবজি, মুরগির মাংস আর খাসির মাংস। মুরগির মাংস ১৩০ টাকা করে আর খাসির মাংস নেয় ১৪০ টাকা প্রতি প্লেট। এখানে খাসির মাংস বেশ সস্তা বলেই মনে হয়েছে। রাতের খাবার খেয়ে জনপ্রতি দশ টাকা করে ভ্যান হারায় আমরা চলে আসি পঞ্চগড় রেলওয়ে স্টেশনে এবং রাত নয়টা দশ মিনিটের একতা এক্সপ্রেস ট্রেনে করে ফিরে যাই ঢাকা অভিমুখে। #পঞ্চগড় ভ্রমণ #বাংলাবান্ধা #বাংলাবান্দা_বর্ডার #তেতুলিয়া_ডাকবাংলো #তেতুলিয়া_থেকে_কাঞ্চনজঙ্ঘা #মহানন্দা_নদী #বাংলাবান্ধা_জিরো_পয়েন্ট #শাহী_মসজিদ #মহারাজার_দিঘী #কাজী_এন্ড_কাজী_টি_এস্টেট #আনন্দধারা_রিসোর্ট #ভারত_বাংলাদেশ_চা_বাগান #সমতল_ভূমির_চা_বাগান #পঞ্চগড়_জেলা #কাঞ্চনজঙ্ঘা #হলুদ_বাঁশের_ঝাড় #Panchagarh_tour #Panchagarh_tourist_places #Tetulia_zero_point #Tetulia_tourist_places #Panchagarh #Panchagarh_travel #Banglabandha_Border Email: [email protected] Facebook: / debasis.chakraborty.94 Facebook Page: / maverick.mithun1986 Instagram: / debasismithun / Music Credit : YouTube Audio Library =============================== Thanks all.