У нас вы можете посмотреть бесплатно জিআই (GI) পণ্য কি? Govt. জবের পরীক্ষায় জিআই পণ্য থেকে ১০০% আসবেই!GI Product of Bangladesh. или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
জিআই পণ্য থেকে সরকারি জবের পরীক্ষায় বারাবার প্রশ্ন আসতে দেখা যাচ্ছে। 🥰আমি দুইটা স্পেশাল ট্রিক্স বানিয়েছি আপনাদের জন্য । আর জিআই পণ্যের নাম কখনোই পরীক্ষার হলে ভুল হবে না।☺🤗💖💖 সরকারি জব পরীক্ষায় প্রচুর আসে জিআই পণ্যের নাম। এজন্য আমি স্পেশাল ভাবে দুইটা ট্রিক্স সাজিয়েছি । যার যেটা ভাল লাগে সে সেভাবেই মনে রাখবেন। 💖 প্রথমত ঐ একটা কবিতার মাধ্যমে আপনারা আই পণ্যের নাম মনে রাখতে পারেন।😍 যাদের কবিতার ছন্দ মনে থাকে না তাদের জন্য জোক্স বা কৌতুক আকারে জি আই পণ্যের নাম তুলে ধরার চেষ্টা করেছি। 🥰 যার যে ট্রিক্স বা কৌশল ভাল লাগে সেটাই ফলো করতে পারেন। 😍😍 কারো যদি কোন কঠিন টপিক্স মনে না থাকে বা মনে রাখতে কষ্ট হয় আমাকে কমেন্ট বক্স এ জানাতে পারেন। আমি উক্ত বিষয়ে নির্ভেজাল ও সহজ শর্টকার্ট প্রদান করার চেষ্টা করবো । 🥰 আজকের ক্লাসটা কেমন লাগল জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পেলে আমি আরও বেশি অনুপ্রেরণা পাই । আশা রাখি অনলনাইন শিক্ষালয়ে আপনাদের জন্য আরও অনেক বেশি থেকে বেশি চমৎকার ক্লাস উপহার দিতে পারবো। 🥰 জব প্রস্তুতিতে নিয়মিত লাইভ ক্লাসের জন্য আমাদের ফেইসবুক পেইজ এ ফলো করুন এবং লাইক দিয়ে অনলাইন শিক্ষালয়ের সঙ্গেই যুক্ত থাকুন। আমাদের ফেসবুক পেইজঃ / mehedi8236 (আমাদের এই পেইজে সরাসরি লাইভ ক্লাস হয়) অনলাইন শিক্ষালয়ের ফেইসবুক গ্রুপঃ https://www.facebook.com/groups/39716... অনলাইন শিক্ষালয় ইউটিউব চ্যানেলের প্রিয় সৈনিকদের প্রতি শুভকামনা রইল। আমার জন্যও দোয়া রাখবেন । 😊😊 মেহেদী হাসান সজীব আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়।