У нас вы можете посмотреть бесплатно শিবগঞ্জ বগুড়া ভ্রমণ গাইড || Shibganj Bogura Travel Guide или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
শিবগঞ্জ বগুড়া ভ্রমণ গাইড || Shibganj Bogura Travel Guide #শিবগঞ্জ #মহাস্থানগড় শিবগঞ্জ উপজেলা বাংলাদেশের বগুড়া জেলার অন্তর্গত একটি উপজেলা। বাংলার প্রাচীন পুন্ড্র জনপদের রাজধানী পুন্ড্রনগর (বর্তমান নাম মহাস্থানগড়) এই উপজেলাতেই অবস্থিত। এটি বগুড়া শহর থেকে উত্তর পশ্চিম দিকে অবস্থিত। এর মোট আয়তন প্রায় ৩১৫.৩৩ বর্গ কিলোমিটার। এ উপজেলার উত্তরে গাইবান্ধা জেলা, ,দক্ষিনে বগুড়া সদর উপজেলা ও কাহালু উপজেলা ও দুপচাঁচিয়া উপজেলা ,পূর্বে সোনাতলা উপজেলা ও গাবতলী উপজেলা এবং পশ্চিমে কালাই উপজেলাও ক্ষেতলাল উপজেলা। বগুড়া জেলা শহর হতে ১৯ কিমিঃ উত্তরে গাংনই নদীর তীরে অবস্থিত। অবশ্য শিবগঞ্জ মূল করতোয়া নদীর তীরে অবস্থিত। উপজেলার নাম করণঃ কথিত আছে যে, শিবগঞ্জ উপজেলা হিন্দু অধ্যুষিত এলাকা । পূর্বে এ এলাকায় হিন্দুদের পুজাপার্বনে অসংখ্য শিবমন্দির ছিল। শিবমন্দিরকে কেন্দ্র করে বন্দর-গঞ্জ গড়ে উঠে। এরই ফলশ্রূতিতে এ উপজেলার নাম শিবগঞ্জ করা হয়েছে । উপজেলার ভৌগলিক অবস্থানঃ শিবগঞ্জ উপজেলাটি বগুড়া জেলার ১২টি উপজেলার মধ্যে বৃহৎ উপজেলা । আয়তন ৩১৫ কিমিঃ । বগুড়া জেলা শহর হতে ১৯ কিমিঃ উত্তরে গাংনই নদীর তীরে অবস্থিত । এ উপজেলার উত্তরে গাইবান্ধা জেলা, ,দক্ষিনে বগুড়া সদর কাহালূ ও দুপচাঁচিয়া উপজেলা ,পূর্বে সোনাতলা ও গাবতলি উপজেলা এবং পশ্চিমে কালাই ও ক্ষেতলাল উপজেলা । বর্তমান উপজেলার ইতিহাসঃ বাংলাদেশের প্রাচীন সভ্যতার যে ইতিহাস পাওয়া যায় সেখানে বগুড়ার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ন ও তাৎপর্যবহ । আড়াই হাজার বছরের পুরোনো এই সভ্যতার নাম ছিল পুন্ড্রবর্ধন। বর্তমানে বৃহত্তর রাজশাহী, বগুড়া, দিনাজপু, রংপুর নিয়ে গঠিত প্রাচীন পুন্ড্র জনপদের রাজধানী ছিল পুন্ড্রনগর যার বর্তমান নাম মহাস্থানগড়। মৌর্য ও গুপ্ত যুগেও পুন্ড্রনগর ছিল মৌর্য ও গুপ্ত অধিকৃত বাংলার রাজধানী । খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী থেকে খ্রিস্টিয় ১৫শ শতাব্দির মধ্যে এ নগর এক সমৃদ্ধশালী জনপদরূপে গড়ে উঠে। বেশ কয়েক শতাব্দি জুড়ে এই স্থান মৌর্য ,গুপ্ত, পাল, সেন এবং অন্যান্য হিন্দু সামন্ত রাজাদের প্রশাসনিক কেন্দ্র ছিল । পরবর্তীতে এ নগরি থেকেই সর্ব প্রথম এ অঞ্চলে ইসলামের প্রচার শুরূ হয় । দ্বাদশ শতাব্দির প্রথমার্ধে হযরত শাহসুলতান বলখি মাহিসওয়ার ( রহঃ ) পুন্ড্রবর্ধনের রাজা পরশুরামকে পরাস্ত করে এ অঞ্চলে ইসলামের নিশান স্থাপন করেন । উপজেলার ঐতিহ্য ১.। আড়াই হাজার বছরের প্রাচীন ইতিহাস ২। কোটকটি ৩। মাংস ও আলুর ঘাটি ৪। সামাজিক সম্প্রীতি ৫। সকল ধর্মের শান্তিপূর্ণ সহবস্থান দর্শনীয় স্থানঃ মহাস্থানগড়, পুন্ড্রবর্ধন প্রাচীনতম নগরী[৩] সরকার মহল, দেউলি ইউনিয়ন প্রত্নতাত্ত্বিক জাদুঘর, মহাস্থান হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (র:) এর মাজার শরীফ ভাসু বিহার বিহার ধাপ বিউটি ওয়াটার পার্ক শীলাদেবীর ঘাট গোবিন্দ ভিটা ও পরশুরামের প্রাসাদ জিয়ৎ কূপ ও মানকলির কুন্ড মসলা গবেষণা কেন্দ্র উল্লেখযোগ্য ব্যক্তি সম্পাদনা প্রফুল্ল চাকী (১৮৮৮-১৯০৮), ব্রিটিশ বিরোধী আন্দলনের নেতা। এম. আর. আখতার মুকুল (১৯২৯-২০০৪), লেখক এবং সাংবাদিক। মোজাফফর হোসেন (১৯৪৩-২০১৮), প্রাদেশিক পরিষদের সদস্য, প্রথম জাতীয় সংসদ সদস্য, তৃতীয় জাতীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী। মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশী রাজনীতিবিদ, সভাপতি-নাগরিক ঐক্য