У нас вы можете посмотреть бесплатно কোন্নগর শকুন্তলা রক্ষাকালী পুজো ২০২৫ Konnagar Shakuntala Kali Puja 2025 Shakuntala Kali Puja 2025 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
কোন্নগর শকুন্তলা রক্ষাকালী পুজো ২০২৫ 🌺🌺🌺 কোন্নগরের জাগ্রত দেবী শকুনতলা কালী, ভক্তদের আকাঙ্ক্ষা মেটানোয় দেবী বাংলার ঐতিহ্যশালী দৈব আরাধনার কেন্দ্রগুলোর অন্যতম কোন্নগরের শকুনতলা কালীমন্দির। গত ১৩০ বছর ধরে এই তীর্থস্থান কোন্নগরের সীমা ছাড়িয়ে দূর-দূরান্তের ভক্তদের জীবনে জড়িয়ে গিয়েছে। আজ যেখানে মন্দির, কথিত আছে বহু বছর আগে, সেখানে একটি বড় গাছ ছিল। তাতে শকুন বসত। সেই থেকে এই জায়গার নাম শকুনতলা বলে পরিচিত হয়। আর, এই এলাকার পুজো শকুনতলা কালীপুজো নামে পরিচিত হয়ে ওঠে! স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস দেবী শকুনতলা কালী অত্যন্ত জাগ্রত। তিনি ভক্তদের খালি হাতে ফেরান না। অনাড়ম্বর এই মন্দিরের গঠনশৈলী একদম সাদামাটা। নাট মন্দিরটি বিরাট বড়। তার মাঝখানে একটি হাঁড়িকাঠ। গর্ভ গৃহে রয়েছে একটি শ্বেত পাথরের বেদী। এই বেদীর নীচে আবার তিন কোণা লাল রঙের এক বেদি আছে। শকুনতলা কালী আসলে রক্ষাকালী পুজো। এখানকার পুজোর বিশেষত্ব, একইদিনে সূর্যোদয়ের পর দেবীর মূর্তি তৈরি শুরু হয়। সন্ধ্যার মধ্যে মূর্তি তৈরি শেষ করে শুরু হয় পুজো। রাতভর পুজো চলার পর, সূর্যোদয়ের আগে প্রতিমার নিরঞ্জন হয়। প্রতিবছর বৈশাখ মাসে শুক্লা চতুর্থীতে হয় দেবীর পুজো। বছরের বাকি সময়টা গর্ভগৃহে দেবীর বেদীতেই পুজো অর্পণ করেন ভক্তরা। শনি ও মঙ্গলবার বেদীতে আরতি হয়। সারাবছর ফাঁকা থাকলেও বাৎসরিক পুজোর সময় এখানে গিজগিজে ভিড় হয়। সন্ধ্যা ৬টা ৩০ থেকে ৭টা ৩০-এর মধ্যে দেবীকে মন্দির প্রাঙ্গণে নিয়ে আসা হয়। কাঁধে করে আনা হয় দেবীকে। এখানে পুজো দিয়ে উপকৃত হননি, অথবা মনস্কামনা পূরণ হয়নি, এমন ভক্ত খুঁজে পাওয়া কঠিন। দূর-দূরান্ত থেকে ভক্তরা আসেন বাৎসরিক পুজোর দিন। বাৎসরিক পুজোর একসপ্তাহ আগে থেকেই বেদীতে জল ঢালার লাইন পড়ে যায়। আর, পুজোর সময় তো রাতভর লাইনে দাঁড়িয়ে পুজো দেন ভক্তরা। এই সময় মন্দির সংলগ্ন মাঠে মেলা বসে। একসপ্তাহ ধরে মেলা চলে। Disclaimer- Copyright Disclaimer under section 107 of the Copyright Act of 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. ● Facebook Page Link - https://m.facebook.com... ● Facebook Link - https://www.facebook.c... ● Instagram Id - arpanmukherjee74g ● Like comment share & Subscribe Now ○●Thank You For Watching Our Vlog