У нас вы можете посмотреть бесплатно ১৪০ কোটি টাকা হারানোর শঙ্কায় ইউনূস ও তার মিত্ররা ! হ্যাঁ ভোটের প্রচার নিয়ে তোপের মুখে আলী রীয়াজ ! или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
১৪০ কোটি টাকা হারানোর শঙ্কায় ইউনূস ও তার মিত্ররা ! হ্যাঁ ভোটের প্রচার নিয়ে তোপের মুখে আলী রীয়াজ ! দর্শক, ২৮ শে জানুয়ারি আমাদের ভিডিও’র শিরোনাম ছিল – ‘হ্যাঁ’ ভোটের মিশন : আমলাদের জেল আতঙ্ক ! মুখোমুখি ইসি ও সরকার ! ওই ভিডিওতে আমরা বলেছিলাম – সরকার ও সরকারের উপদেষ্টারা আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও হাঁসজারু সংবিধানের খসড়ার উদ্ভাবক আলী রীয়াজ প্রকাশ্যে হ্যাঁ ভোটের প্রচারে যে কোমড় বেঁধে মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছেন সেটি আইনত দণ্ডনীয় অপরাধ। ওই ভিডিওর প্রচারের এক দিনের মধ্যে ঘুম ভেঙ্গেছে নির্বাচন কমিশনের – চোখ কচলে তারা জারি করেছে নির্দেশনা, সরকারকে দেয়া চিঠিতে দিয়েছে মহা হুংকার। নির্বাচন পরিচালনার জন্য দণ্ডমুন্ডের দায়িত্বপ্রাপ্ত সংস্থাটি বলছে, ‘হ্যাঁ’ বা ‘না’ এর পক্ষে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রচার চালানোর কোনো সুযোগ নেই। যদি চালায় সেটি হবে ‘দণ্ডনীয় অপরাধ’। ইসির এমন চিঠির পর হাঁসজারু সংবিধানের প্রবক্তা আলী রীয়াজ নিজেদের অপরাধ ডাকতে সুর পাল্টে ফেলছেন। আগে তিনি দাবি করেছিলেন, বড় বড় আইনজীবী আর সংবিধান বিশেষজ্ঞরা রায় দিয়েছেন – হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাতে কোনো বাধা নেই। কিন্তু ইসির চিঠির পর তিনি বলছেন, আইন বিশেষজ্ঞদের সাথে কথা বলে বিস্তারিত জানাবেন। অধ্যাপক আলী রীয়াজ যতই নতুন কোনো ব্যাখ্যা খুঁজুক না কেন, সূত্রগুলো বলছে, ইতিমধ্যে দণ্ডযোগ্য অপরাধে জড়িয়ে গেছে অধ্যাপক ইউনূস প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের অনেক কর্তাব্যক্তিই। প্রশ্ন উঠেছে, সরকারের শীর্ষপর্যায় থেকে শুরু করে মাঠপর্যায়ের যেসব কর্মকর্তা দেড় মাস ধরে যে – আইন লঙ্ঘন করলেন, তার প্রতিকার কীভাবে হবে? সেই সঙ্গে কোটি কোটি টাকার মচ্ছবের দায় চাপবে কাদের ঘাড়ে? সূত্রগুলো বলছে, সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ এবং শাস্তি দাবি করে শিগগিরই রিট দায়ের হতে পারে উচ্চ আদালতে। হ্যাঁ ভোটের প্রচারে সরকার যে ছয় মন্ত্রণালয়কে ১৪০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে তা নিয়ে পড়েছে মহাবিপদে। ইসির চিঠি পাওয়ার পর সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা, যারা এতদিন হ্যাঁ ভোটের প্রচারে আদাজল খেয়ে নেমেছিল – তারা এখন এমন অজ্ঞতার জন্য অধ্যাপক রীয়াজকে দায়ী করছেন, খুঁজছেন আইনি জটিলতা থেকে পার পাওয়ার পথ। ২৮শে জানুয়ারির ভিডিওর লিঙ্ক: • ‘হ্যাঁ’ ভোটের মিশন : আমলাদের জেল আতঙ্ক ! ম... গণভোট, হ্যাঁ ভোট, না ভোট, নির্বাচন কমিশন, আলী রীয়াজ, সংবিধান, জুলাই সনদ, সংস্কার, প্রথম আলো, বনিক বার্তা, সমকাল, প্রধান উপদেষ্টা, ইউনূস, প্রেস সচিব, অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, বাংলাদেশ, নির্বাচন, খবর, রাজনীতি, কাজী রুনা, Referendum, YES Vote, Gonovote, No Vote, Politics, Election Commission, Ali Riaz, Prothom Alo, Bonik Barta, Samakal, Chief Advisor, Press Secretary, Constitution, July Charter, Reforms, Interim Government, Government Servants Conduct Rules, Caretaker Government, Bangladesh, Elections, News, Kazi Runa,