У нас вы можете посмотреть бесплатно এক বীরাঙ্গনা নারির ভালোবাসার ইতিহাস । হেতমপুর রাজবাড়ী বীরভূম।Hetampur или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#historical #hetampur #banglavlog শান্তিনিকেতন থেকে মাত্র 40কিলোমিটার দূরে চারপাশ আলো করে দাঁড়িয়ে রয়েছে হেতমপুর রাজবাড়ি। রাজবাড়িটি একটি দুর্গের আকারে ৯৯৯ টি দরজা নিয়ে নির্মিত হয়েছিল যার ফলে নাম হয়েছিলো হেতামপুর হাজারদুয়ারী।স্থাপত্যশৈলীর বিভিন্ন স্টাইলে হেতমপুরে রয়েছে অনেক আকর্ষণীয় পোড়ামাটির মন্দির। হেতমপুর রাজবাড়ি সিউড়ি থেকে প্রায় ১.৫ ঘন্টা দূরে অবস্থিত। NH19 ধরে কলকাতা থেকে হেতমপুর পৌঁছাতে প্রায় ৫ ঘন্টা সময় লাগে। হেতমপুরের ইতিহাস জড়িয়ে আছে হেতম খানের সাথে, যিনি রাঘব রায়কে পরাজিত করেছিলেন। হেতমপুর ছিল তখন রাজনগরের পাঠান রাজাদের অধীনস্থ একটি গড় অর্থাৎ সেনানিবাস। তার অধিপতি ছিলেন হাতেম খাঁ । তা আমিনা ও ওসমান হেতমপুরে এসে নিজেদের পরিচয় দিলেন ‘শেরিনা বিবি ও হাফেজ খাঁ’ নামে। হেতমপুর গড়ের প্রতিষ্ঠাতা হাতেম খাঁ-র কোনও পুত্র-কন্যা তখন জীবিত ছিল না। হাফেজ ও শেরিনাকে তিনি পিতৃস্নেহে আশ্রয় দিলেন। মৃত্যুকালে হাতেম খাঁ তাঁর সব সম্পত্তি তাঁদের দিয়ে গেলেন। এরপর হাফেজ খা ও সেরিনা বিবি রাজা রানি মতো বাস করতে লাগলেন। এরপর এল ১৭৪২ খ্রিস্টাব্দ। মারাঠা বর্গির আক্রমণে অস্থির বাংলা। এদিকে ফকিরের ছদ্মবেশে আমিনার খোঁজে একসময় হেতমপুরে দেখা গেল মুঘল সেনাপতি হোসেন খাঁ-কে। হোসেন খাঁ হাত মেলায় বর্গিদের সঙ্গে। ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে বর্গিবাহিনী একদিন রাতে হঠাৎ আক্রমণ করল হেতমপুর গড়। দু’পক্ষের তুমুল যুদ্ধে নিহত হলেন হাফেজ। বীরাঙ্গনা শেরিনা ঘোড়ায় চেপে যুদ্ধ চালালেন। শেষমেশ প্রণয়প্রার্থী হোসেনকে সামনে দেখে একমাত্র শিশুপুত্রকে কোলে নিয়ে গড়ের ছাদ থেকে লাফ দিলেন নিচে দিঘিতে। দিঘির জলে একটা প্রবল আলোড়ন উঠল। আর তাতেই তলিয়ে গেলেন শেরিনা। এভাবেই চলে গেলেন বীরাঙ্গনা শেরিনা। হেতমপুরের পূর্বদিকে আজও রয়েছে সতী শেরিনার সমাধি। তার ফলকে খচিত ‘‘বাদশা দুহিতা শা আমিনা বা শেরিণা বিবির সমাধি-মন্দির। এই বীরাঙ্গনা বর্গীদের সহিত যুদ্ধ করিয়াছিলেন।’’ পথচলতি মানুষজন সেই বীরাঙ্গনার উদ্দেশে প্রণাম জানান। আর তার কিছুটা দূরেই রয়েছে ‘হাফেজ খাঁ-র বাঁধ’। বিশাল লম্বা শুকনো মরা দিঘি। ঠিকমত সংস্কার হলে সারা বছর জল থৈথৈ করবে এই বাঁধে। কিন্তু না, কোনও উদ্যোগ নেই। সংস্কারের অভাবে কেঁদেই চলে হাফেজ খাঁ-র বাঁধ। হেতমপুরের রাঙামাটির ধূধূ প্রান্তরে হাফেজ-শেরিনা একে অপরের জন্য আজও যেমন কেঁদেই চলেন বিরহ-বেদনায়। শেরিনা ঘুমিয়ে থাকেন কবরে। শুধুমাত্র ভরা বর্ষায় হাফেজ খাঁ বাঁধের জল শেরিনা বিবির কবরের পাশে এসে হাজির হয়। তারপর যেন কবি বিদ্যাপতির ভাষায় আক্ষেপ করেন, ‘এ সখি হামারি দুখের নাহি ওর।/ এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর’। সত্যিই প্রেমের মৃত্যু নেই! হাফেজ-শেরিনার অমর প্রেমের স্মৃতি নিয়ে বীরভূমের হেতমপুর এখনও জেগে। ক্রমে বিকেল ঘনিয়ে সন্ধ্যে হয়ে আসছে। একটা হালকা নীল আলো ছড়িয়ে পড়েছে রাজবাড়ির সর্বত্র জুড়ে। ডানদিকের দেওয়াল ধরে হাঁটছি, হঠাৎ চি চি শব্দ করে দুটো চামচিকে উড়ে গেল পাশ দিয়ে। ঝি ঝি পোকা ডাকতে শুরু করেছে জঙ্গলের আনাচকানাচ থেকে। দোতলার পিলারগুলোর দিকে তাকিয়ে মনে হল, এই বাড়িটার কোন একটা ঘরে হয়ত জলসা হত এককালে। যেন দেওয়ালে কান পাতলে এখনো সেসব উচ্ছল মুহূর্তের ইতিহাস, ফিসফিসিয়ে কথা বলবে #bangladesh #historical #kolkata #banglavlog #historicalplace #historicalplace #bolpur #historical #historical history #blackhistorymonth #blackhistory #arthistory #womenshistorymonth #naturalhistorymuseum #historymemes #americanhistory #naturalhistory #blackhistory365 #historyofart #fashionhistory #livinghistory #makinghistory #ancienthistory #familyhistory #militaryhistory #historyinthemaking #knowyourhistory #historynerd #historychannel #indianhistory #musichistory #ww2history #ushistory #instahistory #historybuff #historyvikings #historyfacts #historylover #makehistory #historylesson #africanhistory #thisdayinhistory #worldhistory #fiftyshades_of_history #historygeek #historylovers #museumofnaturalhistory #lovehistory #loveforhistoricalplaces #lovestory contact socal ______ Facebook I'd _____https://www.facebook.com/badsha.sk.12... Instagram id ____ https://instagram.com/rk_badsha_.01?i...