У нас вы можете посмотреть бесплатно Haranor Kichhu Nei(হারানোর কিছু নেই)|Video Song |Debdeep, Anindya,Sreya,Saurav |Kholam Kuchi|Uribaba или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
আমারা সবাই ভয় পাই। অনেক রকমের ভয়৷ কিন্তু এর মধ্যে সবচেয়ে কমন ভয়টা হল, হারানোর। সেটা কাছের মানুষকে হারানোর ভয় হতে পারে কিম্বা ভালোলাগার মুহূর্তগুলো হারিয়ে ফেলার ভয় হতে পারে, ভালোবাসা হারিয়ে ফেলার ভয় হতে পারে, এরকম কতকিছু। কিন্তু এইসব হারিয়ে ফেলার ভয়, এক নিমেষে উধাও হয়ে যায় যখন একে অপরের হাত ধরে রাখা যায়। ভালোলাগার মুহুর্তগুলোও ভীড় বাড়াতে থাকে স্মৃতির জানলায়। তারা সবাই আশ্বাস দিয়ে বলে, 'হারানোর কিছু নেই', অনেকটা এই গানের মতই। সেই ভালোবাসার আশ্বাস জুড়ে জুড়েই তৈরি হয়েছে ''খোলাম কুচি'র এই গান, 'হারানোর কিছু নেই'। We all are scared, we all have different types of fear. But the most common fear is to lose someone very close or it could be the fear of losing the best moments of your life or might be the fear of losing the love. But when we could hold hands and stand still, all those moments start to pile up the memories so that we could cherish it later. It assures us that we have nothing to lose, almost like this song, called, 'Haranor Kichhu Nei', from the series 'Kholam kuchi'. || Lyrics || হারানোর কিছু নেই , আর নেই কিছু হারানোর ! হারানোর কিছু নেই , আর নেই কিছু হারানোর ! হারানোর কিছু নেই, নেই, নেই নেই ! নেই কিছু হারানোর ! নীচু চৌকাঠ, মাথা সামলে । জীবন পেছল ছড়ানো । ও তো বুঝবেনা আজ কেন প্রয়োজন ; শুধু দুটো হাত বাড়ানোর । আমিষের তাকে ওষুধের শিশি, কিসের অসুখ সারানোর ? এই হারানোর কিছু নেই আর নেই কিছু হারানোর হারানোর কিছু নেই,নেই,নেই নেই ! নেই কিছু হারানোর !! দেখিনা মুঠোতে লুকোলে কি ওটা ? কিছু নেই কিছু নেই ; নেই কিছু হারানোর ! ভয়ে পেয়ে ওঠে বুড়ো পিয়ানোটা ! কিছু নেই, কিছু নেই , নেই কিছু হারানোর! লেখে বসন্ত অক্ষর গোটা গোটা , কিছু নেই কিছু নেই ; আর নেই কিছু হারানোর ! বুকে এস্রাজ, চোখে বাক্রুদ্ধতা! কিছু নেই, কিছু নেই নেই কিছু হারানোর !! আগে থেকে বোকা , তাকে ফের বোকা বানানোর কিছু নেই । আমার তোমাকে না আছে লুকোনো, জানানোর ও কিছু নেই । ঘুমিয়ে পড়েছে, তাকে আর ঘুম পড়ানোর কিছু নেই!! হারানোর কিছু নেই ! আর নেই কিছু হারানোর ! হারানোর কিছু নেই নেই নেই নেই ! নেই কিছু হারানোর ! খুশির বিন্দু ফুলের পরাগে , আসল কথাটা বলি তার আগে ; ভালোবাসা পেতে সবার ভালোলাগে । এই খুশির বিন্দু ফুলের পরাগে , আসল কথাটা বলি তার আগে; ভালোবাসা পেলে এমনি ভালোলাগে । খুব কি জরুরি এখন ঝগড়াটা বাঁধানোর ? হাত থেকে তার অস্ত্র নামানো; ধর্মের কল বাতাসে নাড়ানো । ধরা দেব বলে এসেছি যখন , পালানোর কিছু নেই । বলি কি যা অন্ধকার ; তাতে ছোট আলো জ্বালানোর কিছু নেই । স্বপ্নের চোখে ওতো কালসিটে সাজানোর কিছু নেই ; বাঁশি পড়ে থাকা একলা দুপুরে বাজানোর কিছু নেই। হারানোর কিছু নেই ! আর নেই কিছু হারানোর ! হারানোর কিছু নেই , আর নেই কিছু হারানোর ! হারানোর কিছু নেই নেই নেই নেই , নেই কিছু হারানোর!! Cast: Anindya Sengupta Sreya Bhattacharyya Arpita Ghosh Senjuti Roy Mukherjee Sulagna Nath Kripabindu Chowdhury Subhankar Ghatak Sucharita Manna Music by : Debdeep Mukherjee Writer: Soumit Deb & Saurav Palodhi DOP: Ankkit Sengupta Editor: Pronoy Dasgupta Song: Haranor Kichhu Nei Web Series: Kholam Kuchi Singer: Debdeep Mukherjee Music Director: Debdeep Mukherjee Lyrics: Debdeep Mukherjee Music Label: Uribaba TV Jio Saavn: https://www.jiosaavn.com/search/khola... Spotify: https://open.spotify.com/album/6QESfn... Gaana: https://gaana.com/search/kholam%20kuchi Amazon Music: https://music.amazon.in/search/kholam... Wynk: https://wynk.in/music/album/kholam-ku... Apple Music: / kholam-kuchi-original-motion-picture-sound... Follow us on Facebook: / uribabatv Instagram: / uribabatv Twitter: / uribabatv #HaranorKichhuNei #KholamKuchi #uribaba For Business and Partnerships: [email protected]