У нас вы можете посмотреть бесплатно প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ দীপক সরকার / dipak sarkar passed away / ANM News или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#cpim, #leader, #death @ANMNEWSINDIA @anmnewsenglish6813 নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন সম্পাদক তথা রাজ্য সম্পাদকমন্ডলীর প্রাক্তন সদস্য দীপক সরকার। সোমবার রাত ১১টা নাগাদ মেদিনীপুর শহরে (বিধাননগরে) নিজের বাড়িতেই প্রয়াত হয়েছেন বর্ষীয়ান এই কমিউনিস্ট নেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। ১৯৯২ সাল থেকে টানা ২০১৫ সাল পর্যন্ত জেলা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দোর্দণ্ডপ্রতাপ এই সিপিআইএম নেতা। ২০০২ সাল পর্যন্ত ছিলেন অখন্ড মেদিনীপুরের জেলা সম্পাদক। জেলাভাগের পর পশ্চিম মেদিনীপুরের জেলা সম্পাদক নির্বাচিত হন তিনি। তাঁর প্রয়াণে মেদিনীপুর জেলার রাজনীতির একটা যুগের অবসান হল বলেই রাজনৈতিক মহলের মত। তার মৃত্যুতে জেলা সিপিআইএম-এর তরফে শোক প্রকাশ করে গভীর রাতেই জানানো হয়েছে, "মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা থেকে বেলা ২টো পর্যন্ত মেদিনীপুর শহরের (মীরবাজারে) জেলা পার্টি অফিসে শেষ শ্রদ্ধা জানানোর জন্য প্রয়াত দীপক সরকারের মরদেহ শায়িত থাকবে। ২টো নাগাদ মীরবাজারের পার্টি অফিস থেকে গোলকুঁয়াচক - পঞ্চুরচক - ক্ষুদিরাম স্ট্যাচু - কেরানীটোলা হয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজে দেহদান করা হবে"। এক সময় মেদিনীপুর নির্মল হৃদয় আশ্রমের শিক্ষক ছিলেন দীপকবাবু। ১৯৬৩ সালে মেদিনীপুর কলেজে অধ্যাপনা শুরু করেন। মাঝখানে কিছু বছর অধ্যাপনা করেন পুরুলিয়ার রঘুনাথপুর কলেজে। পরে ফের মেদিনীপুর কলেজে ফিরে আসেন। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ছিলেন দীপকবাবু। প্রয়াত সুকুমার সেনগুপ্তের হাত ধরে সক্রিয় রাজনীতিতে আসেন তিনি। ১৯৬৬ সালে কমিউনিস্ট পার্টির সদস্যপদ পান। ১৯৬৮-তে সিপিএমের রাজ্য সম্মেলনে প্রথম প্রতিনিধি হয়েছিলেন। ১৯৭১ সাল থেকে তিনি অবিভক্ত মেদিনীপুরের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য দলের সর্বক্ষণের কর্মী হওয়ার জন্য ১৯৮৪-তে অধ্যাপনা ছাড়েন। ১৯৮৫ থেকেই তিনি রাজ্য কমিটির সদস্য। ১৯৯২ সালের ২৪ জানুয়ারি অখন্ড মেদিনীপুরের জেলা সম্পাদক নির্বাচিত হন। ২০১০ সালে সিপিআইএম-এর রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য হন দীপক সরকার। ২০১৫ সালে, পার্টির নিয়ম মেনে জেলা সম্পাদকের পদ থেকে ইস্তফা দেন তিনি। তবে, ২০২২ সাল পর্যন্ত রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য ছিলেন দীপকবাবু। মেদিনীপুর মেডিক্যাল কলেজ, বিদ্যাসাগর ইনস্টিটিউট অব হেলথ (প্যারামেডিক্যাল কলেজ), শহীদ ক্ষুদিরাম পরিকল্পনা ভবন, মেদিনীপুর স্পোর্টস ডেভেলপমেন্ট অ্যাকাডেমি গড়ে ওঠার নেপথ্য কারিগর ছিলেন দীপকবাবু।