Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб 🌈 আমার কলিজার জুটি গুলো ভেঙ্গে গেছে, ভিজিয়ে চোখের পাতা,kolijar juti gulo venge gese,তাং,০৪/১১/২০২১. в хорошем качестве

🌈 আমার কলিজার জুটি গুলো ভেঙ্গে গেছে, ভিজিয়ে চোখের পাতা,kolijar juti gulo venge gese,তাং,০৪/১১/২০২১. 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



🌈 আমার কলিজার জুটি গুলো ভেঙ্গে গেছে, ভিজিয়ে চোখের পাতা,kolijar juti gulo venge gese,তাং,০৪/১১/২০২১.

আমি যখন বারবার ভালোবাসি, ভালোবাসি, বলতাম। তুমি তখন বলতে, অতিরিক্ত কিছুই ভালো না। তাই আমি, অতিরিক্ত ভালোবাসি বলা বন্ধ করে দিলাম। আমি যখন সাড়া দিন পর, একটু সময় চাইতাম, আমাকে দেওয়ার জন্য। তুমি বলতে, সব সময় কথা না বলে,সময়ের দাম দিতে শিখো। তাই আমি, আবেগ কন্ট্রোল করে, সময়ের দাম দিতে শিখে নিলাম। আমি যখন, তোমার একটা কল বা মেসেজের জন্য অপেক্ষা করতাম। তুমি বলতে, বেশি আশা ভালো না, তাই আমি, আশা করা ছেড়ে দিয়ে,অপেক্ষা করতে ভূলে গেলাম। আমি যখন তোমাকে নিয়ে খারাপ স্বপ্ন দেখে,তাড়াহুড়ো করে ফোন করে, তোমার খোঁজ নিতাম, তুমি ঠিক আছ কি না, সে টা জানতে। তুমি বলতে, পাগলামীটা এবার একটু কমাও, নিজেকে তাই সুস্থ-মস্তিস্কে, মানুষ হিসেবে গড়ে তুল্লাম। আমি যখন, না খেয়ে অপেক্ষা করতাম এটা জানার জন্য যে, তুমি খেয়েছো কি না?, তুমি বলতে, এত ন্যাকামি আমার ভালো লাগে না, তাই ন্যাকামি ছেড়ে,নিজের মতামতকেই গুরুত্ব দিতে শিখলাম। আমি যখন, কান্নায় ভেঙ্গে পড়তাম,তোমার অবহেলায়। তুমি বলতে, এত দূর্বল কেনো তুমি, তাই কান্না ছেড়ে আমি নিজেকে শক্ত করে নিলাম। আমি যখন, তোমাকে জিজ্ঞেসা করতাম,কখনো ছেড়ে জাবেনা তো, তুমি বলতে, ভবিষ্যৎ এতো ভেবোনা,তাই ভবিষ্যৎ না ভেবে বর্তমানকেই আকরে ধরতে শিখলাম। কিছু দিন পর, তুমি যখন, চলে যেতে চাইলে, আমি বল্লাম যেতে পারো, আটকাবো না, তখন তুমি, নিজেই অবাক হলে। আসলে,, তুমি বুঝতেই পারো নি, কখন এই সহজ সরল মানুষ টাকে তুমি বাস্তবতা শিখিয়ে দিয়েছো, হ্যা, তুমি আমায় একটু একটু করে বাস্তবতা শিখিয়েছো।এর জন্য অনেক অনেক ধন্যবাদ তোমায়। শুধু তোমায় কিছু কথা বলার ছিল। তুমি ভালোবাসা শব্দটা,শুধু শব্দ হিসেবেই যেনে এসেছো, এটা কে কখনো অনুভব করতে পারো নি। আসলে তুমি হয়তো জানতে না,আমার করা ঐ ন্যাকামো গুলোই একটা সুন্দর ভালোবাসার ইতিহাস গড়ে তুলে। তুমি হয়তো জানতে না, এই পাগল মানুষ গুলো, মোন থেকে ভালোবাসতে জানে,তুমি হয়তো জানতে না, এই ছোট্ট ছোট্ট আবেগ গুলো থেকেই ভালোবাসা তৈরি হয়, তুমি হয়তো জানতে না, আমি ভালোবাসি বলেই, আমার গুরুত্বপূর্ণ সময়টুকু তোমায় দিতাম, অপেক্ষা করো, যখন তুমি ভালোবাসা কি,সেটা জানতে পারবে, সে দিন এই পাগল,ন্যাকামো মানুষ গুলো কে খুব করে চাইবে। কিন্তু তখন, অনেকটা দেড়ী হয়ে যাবে। মোঃ মাজেদ মিয়া।

Comments