У нас вы можете посмотреть бесплатно UCBT, Affiliated to University of Rajshahi или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
সুপ্রিয় ভর্তিচ্ছু শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যাদের স্বপ্ন ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো কাঙ্খিত প্রতিষ্ঠানে পড়া-লেখার কিন্তু কোনো কারণে ব্যর্থ হয়েছো তাদের জন্য বলি আর হতাশা নয় ! উদয়ন কলেজ অব বায়োসায়েন্স এন্ড টেকনোলজি, তোমাদের সেই আশা পূরণ করবে। প্রতিষ্ঠানটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত, রাজশাহী বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট প্রদান করবে এবং এখান থেকে বিশ্ববিদ্যালয়ের সকল সুধিবা ভোগ করা যাবে। কোর্সসমূহঃ ৪ বছর মেয়াদি বি.এসসি (অনার্স) ইন ১. এগ্রিকালচার (আসন-৪০) ২. ফিশারিজ (আসন-৪০) ৩. মাইক্রোবায়োলজি (আসন-৪০) ৪. ফুড এন্ড নিউট্রিশনাল সায়েন্স (আসন-৫০) ভর্তির যোগ্যতাঃ ২০১৭, ২০১৮ সালে এস.এস.সি/সমমান পরীক্ষা এবং ২০১৯, ২০২০ সালে এইচ.এস.সি/ সমমান পরীক্ষায় দুটিতে সর্বমোট ন্যূনতম জি.পি.এ ৭.০০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় ন্যূনতম জি.পি.এ ৩.০০ এর কম হলে আবেদন করা যাবে না। ২০১৩ ও তৎপরবর্তী বছরের এস.এস.সি/সমমান পরীক্ষায় কৃতকার্য (হেলথ, কৃষি, ফিশারিজ, ম্যাটস, নার্সিং, ফার্মেসি, প্যাথলজি উত্তীর্ণ) ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারবে। ল্যাব সুবিধাঃ • এগ্রোনমি ল্যাব • ফিশারিজ ল্যাব • মাইক্রোবায়োলজি ল্যাব • বায়োকেমিস্ট্রি ল্যাব • ফুড এন্ড নিউট্রিশনাল সায়েন্স ল্যাব • কম্পিউটার ল্যাব বিশেষ সুবিধাঃ ১। কোর্স সমাপ্তির পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক সনদ প্রদান। ২। প্রতিষ্ঠানের নিজস্ব মেধাবী শিক্ষক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা ক্লাস পরিচালনা। ৩। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে সকল একাডেমিক, ক্রীড়া, ও সাংস্কৃতিক অনুষ্ঠান সমূহে অংশ গ্রহনের সুবিধা। ৪। মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা | উচ্চতর শিক্ষাঃ দেশে ও দেশের বাহিরে উক্ত বিষয়ের উপর উচ্চতর ডিগ্রি ও মাস্টার্স বা পিএইচ.ডি কোর্স করার সুযোগ। কর্তৃপক্ষ উচ্চ শিক্ষার জন্য সার্বিক সহযোগিতা করে থাকেন। কর্মসংস্থানের সুবিধাঃ অত্র প্রতিষ্ঠান হতে Job Placement Cell এর মাধ্যমে শিক্ষার্থীদের কর্মসংস্থানের উজ্জ্বল সম্ভাবনা সৃষ্টি। এ ছাড়া সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠানসমূহে চাকরির ব্যাপক সুবিধা রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত উদয়ন কলেজ অব বায়োসায়েন্স এন্ড টেকনোলজি বাড়ি-১৪০, ওয়ার্ড-০৯, হোসেনিগঞ্জ, বোয়ালিয়া, (ফায়ার সার্ভিস স্টেশনের সন্নিকটে) রাজশাহী। Website: www.ucbt.edu.bd Hotline: 01322878727, 01789596660, 01713545856 YouTube channel link: / @udayancollegeofbioscience Facebook group link: / 556761795604015 #ucbt #university_of_rajshahi #agriculture #microbiology #fisheries #food_and_nutritional_science