У нас вы можете посмотреть бесплатно খুলনা বাংলাদেশের ৩য় বৃহত্তম অর্থনীতির অঞ্চল !! Khulna : 3rd Largest Economic City in Bangladesh или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
খুলনা, বাংলাদেশের দক্ষিন পশ্চিমাঞ্চলে খুলনা বিভাগের দশটি জেলার বিভাগীয় সদর দপ্তর। এটি খুলনা বিভাগের কেন্দ্রীয় শহর। ঢাকা ও চট্টগ্রাম নগরের পরে এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম নগর। এটি বাংলাদেশের বিভাগীয় শহরগুলার মধ্যে অন্যতম। খুলনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে রূপসা, ভৈরব এবং ময়ুর নদী বেষ্টিত নগর। বাংলাদেশের প্রাচীনতম এবং ব্যস্ততম নদী বন্দরগুলোর মধ্যে খুলনা অন্যতম। খুলনা বাংলাদেশের অন্যতম শিল্প ও বাণিজ্যিক এলাকা হওয়ায় খুলনাকে শিল্প নগরী হিসেবে ডাকা হয়। খুলনা শহর থেকে ৪৮ কি.মি. দূরে বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মংলা সমুদ্র বন্দর অবস্থিত বিধায় খুলনাকে চট্টগ্রামের পর ২য় বৃহত্তম বন্দর নগরীও বলা হয়ে থাকে। ইউনেস্কো স্বীকৃতি প্রাপ্ত পৃথিবীর সর্ব বৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন - Sundarban খুলনা জেলার দক্ষিণাংশে অবস্থিত। শিল্প ও অর্থনীতিঃ খুলনা দেশের অন্যতম শিল্প নগরী। খুলনাকে বলা হয় রুপালি শহর। খুলনা নগরীর হিমায়িত চিংড়ি রপ্তানি শিল্পের কারণে খুলনা এই নামটি দ্বারা পরিচিত হয়েছে। যা ২০১৯-২০ অর্থ বছরের প্রথম ছয়মাসে হিমায়িত চিংড়ি বিদেশে রপ্তানি করে বাংলাদেশের আয় হয়েছিল ১ হাজার ৫১০ কোটি টাকা। খুলনার নদ নদীঃ খুলনায় রয়েছে ২৮ নদ নদী। এর মধ্যে উল্লেখযোগ্য নদীগুলো হচ্ছে রূপসা নদী, ভৈরব নদ, ময়ুর নদী, শিবসা নদী, পশুর নদী, কপোতাক্ষ নদ ইত্যাদি rupsha bridge । উল্লেখযোগ্য ব্যক্তিবর্গঃ খান জাহান আলী, কবি কৃষ্ণচন্দ্র মজুমদার, চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়িকা পপি, ক্রিকেটার আব্দুর রাজ্জাক, মেহেদী হাসান মিরাজ ক্রিকেটার। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: সরকারী বি. এল কলেজ, খুলনা বিশ্ববিদ্যালয় - Khulna University, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - Kuet, খুলনা মেডিকেল কলেজ, মাদ্রাসার মধ্যে দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে অন্যতম।