У нас вы можете посмотреть бесплатно খুলনা সরকারি মহিলা কলেজ। Khulna govt girls College... campus. или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
২০১৯ থেকে এই ২০২২ ... দেখতে দেখতে বদলেছে তিনটি বছর... চার টি ক্যালেন্ডার....! স্মৃতির দেয়ালে রয়ে যাবে সকল সমাদর । ক্লাস, কত শত আয়োজন, আমাদের চঞ্চলতা, প্রানজ্জ্বল দিন... সেই হঠাৎ লকডাউন ... অনলাইন ক্লাস,,অনলাইন থেকে আবার অফলাইন,, এত এত আন্তরিকতা.... সব বন্ধুরাই আপনজনের মতো হয়ে উঠেছিলো,, ফেলা আসা দিনের কথা ভেবে হেসে উঠি কখনো কখনো.... আমার এই লাইফ টা খুব ই অন্যরকম ছিলো... পছন্দের ছিল... জীবন কে নতুন ভাবে চেনা... নিজেকে নতুন ভাবে আবিষ্কার করা, বুঝতে শেখা... পথ চলতে শেখা.. অনেক অনেক অভিজ্ঞতা, প্রাপ্তি.... অনেক কিছু.... এই দিন হারিয়েও হারায় নি... চেনা মুখ গুলো কে ইচ্ছে হলেই দেখতে পারি এখনো... ইচ্ছে হলেই সবাই মিলে ছুটে যাই কলেজে... প্রচন্ড মন খারাপের অনুসঙ্গে...এই ক্যাম্পাস আমায় প্রশান্তি দেয়... এই প্রকৃতি আমায় শান্ত করে... জীবনের মানে বুঝতে শেখায়... সময়ের আপেক্ষিকতা মেনে নিতে শেখায়... এই সময় টা খুব তারাতাড়ি হয়তো পাল্টে যাবে... ভাবলেই হয়তো শান্ত হয়ে যাবো স্মৃতির মাহাত্ম্যে .... ক্লাসের সময়ের গল্প গুলো রয়ে যাবে ক্লাসরুমে, বকুল তলা আর ক্যান্টিনে.... আর তো ইচ্ছে ফিরতে পারবো না কাটানো এই দিন গুলোর মাঝে.... কত ছবি,কত আনন্দ সব স্মৃতি হয়ে থাকবে..... ১০৩ নং রুমের যে বেঞ্চে বসে আড্ডা,পড়ালেখা সব হতো সেখানে ঠিকই নতুন কেউ বসবে... তবু ইচ্ছে করলে আর ফিরে গিয়ে সেখানটায় বসা হবেনা.... ইচ্ছে হলেই সেই চির চেনা ক্যাম্পাসে ফিরে যেতে পারবো না, চাইলেও যেতে পারবো না সেই ক্লাস গুলোতে ক্লাস করার জন্য , আর হবে না ক্লাসের ফাকে গাছে নিচে বসে থাকা, কতকিছুর মাঝেও কলেজ জীবনটিই যেনো দূর্বার গতিতে কখন যে চলে গেলো বুঝে উঠলাম না, ভালো থাকুক প্রিয় বন্ধুরা.....,শ্রদ্ধেয় শিক্ষকগণ ... আর এই প্রানের ক্যাম্পাস... আমাদের কলেজ অধ্যায় শেষ, জীবনের আরেকটি অধ্যায়ের সন্ধিক্ষনে এসে উপলব্ধি করছি তোমায়। ক্ষমা করো, ধৈর্য ধরো, হও সুন্দরতম বিদায়ের ক্ষণ......! আজ কে এই ক্লিপ গুলো দেখে টাইমলাইনে রাখার ইচ্ছেটা দমাতে পারছিলাম না.. এটা এডিট করার সময় স্মৃতি আর কৃতজ্ঞতায় এসব কথাই ভাবছিলাম... অসম্ভব সুন্দর এই সৃষ্টি, এই প্রকৃতি, আমার এই বাংলা, আমার কলেজ, আমার ক্যাম্পাস... প্রতিটি স্পষ্টে থাকা হাজার খানেক স্মৃতি.... ক্যান্টিন থেকে শুরু করে অডিটোরিয়াম সব জায়গায় স্মৃতি । সেই নবীন বরণ থেকে শুধু করে কলেজ জীবন শেষ করে ফেলেছি তাও কলেজ এ গেলে মনে হয় আবার ও ফিরে যাই.... প্রিয় ক্যাম্ যতই দেখি... এই প্রকৃতি শান্তি দেয়... নিজের অনুভুত হয়...!! লিখতে গেলে আমার কথা হয়তো শেষ হবে না... এই কৃতজ্ঞতার প্রকাশ শেষ হবে না.... কেজিএমসি.... আমায় অনেক কিছু দিয়েছো তুমি... আমারা চলে এসেছি... তোমার বুকে রেখে গেলাম আমাদের হাজারো স্মৃতি। যত্নে রেখো আমাদের স্মৃতিগুলো। আর আগামি প্রজন্মকে জানিও আমরাও ছিলাম তোমার এই প্রানময় ক্যাম্পাসে...... © #Drone_Squad_bd #প্রিয়_ক্যাম্পাস। #খুলনা_সরকারি_মহিলা_কলেজ 🤍 #KGGC_2K21