У нас вы можете посмотреть бесплатно Birpurush Kobita | বীরপুরুষ কবিতা | Rabindranath Tagore Kobita | Salma Subah | বাংলা কবিতা আবৃত্তি или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ছোট্ট খোকার খেলার ছলে তার মাকে নিয়ে বিদেশ ভ্রমণের আনন্দ আর ডাকাতদলের সাথে লড়াই করে মাকে বাঁচিয়ে যে বীরত্বের সাধের গল্প-সেই মা-ছেলের মজার খুনসুটিতে ভরপুর কবিগুরুর এতো চমৎকার কবিতা "বীরপুরুষ" আবৃত্তিঃ সালমা সুবাহ প্রিয়ন্তী কবিতাঃ বীরপুরুষ কবিঃ রবীন্দ্রনাথ ঠাকুর ছবিঃ সুমিত রায় (সংগৃহীত) ভিডিওগ্রাফিঃ তকী তাজওয়ার রহমান সকলকে রবীন্দ্রজয়ন্তী এবং মা দিবসের অনেক অনেক শুভেচ্ছা❤️ বীরপুরুষ -রবীন্দ্রনাথ ঠাকুর মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টগবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুরে খুরে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধ্যে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়াদীঘির মাঠে। ধুধু করে যে-দিক পানে চাই, কোনোখানে জন-মানব নাই, তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ, এলেম কোথা, আমি বলছি—ভয় করো না মা গো, ঐ দেখা যায় মরা নদীর সোঁতা। চোর-কাঁটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গোরুবাছুর নাইকো কোনোখানে, সন্ধ্যে হতেই গেছে গাঁয়ের পানে, আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, “দীঘির ধারে ঐ যে কিসের আলো!” এমন সময় “হারে রে রে রে রে,” ঐ যে কারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছ মনে, বেয়ারাগুলো পাশের কাঁটা-বনে পালকি ছেড়ে কাঁপছে থরোথরো, আমি যেন তোমায় বলছি ডেকে “আমি আছি, ভয় কেন মা করো।” হাতে-লাঠি মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোঁজা জবার ফুল। আমি বলি, “দাড়া, খবরদার; এক পা কাছে আসিস যদি আর এই চেয়ে দেখ, আমার তলোয়াড় টুকরো করে দেব তোদের সেরে।” শুনে তার লম্ফ দিয়ে উঠে। চেঁচিয়ে উঠল “হারে রে রে রে রে" তুমি বললে, “যাসনে খোকা ওরে,” আমি বলি, “দেখো না চুপ করে।” ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়াড় ঝনঝনিয়ে বাজে, কী ভয়ানক লড়াই হলো মা যে, শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে। কত লোকের মাথা পড়ল কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে, “লড়াই গেছে থেমে, তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে; বলছ,“ভাগ্যে খোকা সঙ্গে ছিল কী দুর্দশাই হতো তা না হলে।” রোজ কত কী ঘটে যাহা-তাহা এমন কেন সত্যি হয় না, আহা। ঠিক যেন এক গল্প হত তবে, শুনত যারা অবাক হত সবে, দাদা বলত “কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে।” পাড়ার লোকে সবাই বলত শুনে, “ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে।” Please like, comment, and subscribe. Your support is my power. Stay tuned for more amazing recitations and share my channel and videos. Thank you❤ Subscribe my Channel: https://www.youtube.com/channel/UC-pu... Facebook: / salmasubah.p.. . Mail: [email protected] #Birpurush #Rabindra_Jayanti #Mothers_Day #Bangla_Kobita