Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб ০৮। প্রণালী, খাল মনে রাখার কৌশল | আন্তর্জাতিক | সাধারণ জ্ঞান | মেডিকেল, বিসিএস, ভার্সিটি в хорошем качестве

০৮। প্রণালী, খাল মনে রাখার কৌশল | আন্তর্জাতিক | সাধারণ জ্ঞান | মেডিকেল, বিসিএস, ভার্সিটি 4 дня назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



০৮। প্রণালী, খাল মনে রাখার কৌশল | আন্তর্জাতিক | সাধারণ জ্ঞান | মেডিকেল, বিসিএস, ভার্সিটি

প্রণালী মনে রাখার কৌশল Strait and Canals with Technique একটি জলভাগ যখন প্রাকৃতিকভাবেই দুটি ভূভাগকে আলাদা করে এবং দুটি বৃহৎ জলভাগকে (যেমনঃ সাগর, মহাসাগরকে) একত্র করে তখন একে আমরা প্রণালী নামে চিনি। উদাহরণ- জিব্রাল্টার প্রণালী, পক প্রণালী, বসফরাস প্রণালী, দার্দানেলিস প্রণালী, হরমুজ প্রণালী, বাব এল মান্দেব প্রণালী। প্রণালী সম্পর্কে টেকনিকপূর্ণ এই ভিডিও দেখে নোট করে নিবেন। একইভাবে এই জলভাগ যখন কোন প্রয়োজনে (সাধারণত ব্যাবসায়ী প্রয়োজনে) ভূভাগ কেটে নিজেরাই তৈরি করা হয় তখন এর নাম হয় খাল। খাল সাধারণত সেখানেই তৈরি করা হয় যেখানে অল্প পরিমাণ জায়গা কেটে বাণিজ্যিক জাহাজ চলাচলের রুট পেলে রপ্তানি ব্যয় পূর্বের চেয়ে অনেক কমে যায় অর্থাৎ পূর্বের রুটের চেয়ে নতুন রুট ছোট হওয়ায় পূর্বের মতো প্রাকৃতিক বিশাল ভূমির বাধা অতিক্রম করার ব্যয় থেকে রক্ষা হয়। এমন কয়েকটি খাল হল- ১. চীনের গ্রেন্ড খাল যা পৃথিবীর দীর্ঘতম খাল (দৈর্ঘ্য ১৭৭৬ কি.মি.)। ২. মিশরের সুয়েজ খাল যা আফ্রিকা মহাদেশ ও এশিয়া মহাদেশকে পৃথক করে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে। এই সুয়েজ খাল ১৮৫৯ সালে খনন কাজ শুরু ও খনন শেষ ১৮৬৯ সালে। ১৯৫৬ সালে ২য় আরব ইসরাইল যুদ্ধে মিশর সুয়েজ খাল জাতীয়করণ করে। ৩. পানামায় অবস্থিত পানামা খাল যা বিশ্বের গভীরতম খাল। এই পানামা খাল উত্তর আমেরিকা মহাদেশ (মধ্য আমেরিকা অংশ) থেকে দক্ষিণ আমেরিকা মহাদেশকে পৃথক করে প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে। যুক্তরাষ্ট্রকে পূর্বে ইউরোপ, এশিয়ায় পণ্য রপ্তানিতে জাহাজকে দক্ষিণ আমেরিকা মহাদেশের চিলির পুতের্তো উইলিয়াম (বিশ্বের সর্বদক্ষিণের নগরী) পেরিয়ে আসতে হত, এতে জ্বালানী ব্যয় অনেক ছিল। নিজেদের বাণিজ্যিক এই ব্যয় কমাতে যুক্তরাষ্ট্র দেখল যে পানামা অংশের ভূভাগ তুলনামূলক কম প্রশস্ত বলে এখানকার ঘন জঙ্গল কেটে খাল করা গেলে অতিক্রান্ত পথ অনেক ছোট হবে। তৎকালে পানামা কলাম্বিয়ার অংশ ছিল এবং পানামার বিপ্লবীরা স্বাধীনতা চাইছিল। এর সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্র সেই বিপ্লবীদের সাথে খাল খননের শর্তে তাদের স্বাধীন হতে সাহায্য করে। ১৮৮১ সাল থেকে খনন শুরু হয় এবং ১৯১৪ সালে এটি চালু হয়। পরবর্তীতে ১৯৯৯ সালের ১৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্র এই খাল পানামাকে হস্তান্তর করে। ভিডিওটি কেমন লাগল অনুগ্রহ করে কমেন্টে জানাবেন। প্রণালী মনে রাখার কৌশল Strait and Canals with Technique প্রণালী ও খাল | মানচিত্রে ব্যাখ্যা ও টেকনিকের সাহায্যে মনে রাখুন #bcs_preliminary​ #admission​ #জব​ মেডিকেল সাধারণ জ্ঞান মেডিকেল আন্তর্জাতিক মেডিকেল সাম্প্রতিক BCS preliminary Bcs international bcs preparation Admission test #job​ #admission​ #bcs_preliminary​ #bcs​ #primary​ #generalknowledge​ #gk​ #medicaladmissions international affairs pronali bcs shortcut আন্তর্জাতিক বিষয়াবলী জিব্রাল্টার প্রণালী পক প্রণালী প্রণালী চিত্র প্রণালী মনে রাখার কৌশল প্রণালী মনে রাখার সহজ উপায় প্রণালী মানচিত্র প্রণালী মুখস্ত কৌশল প্রণালী সমূহ প্রণালীর সহজ উপায় বসফরাস প্রণালী হরমুজ প্রণালী প্রণালী মনে রাখার টেকনিক প্রণালী টেকনিক বিসিএস ভূগোল বিসিএস ভূগোল ও পরিবেশ প্রস্তুতি মাধ্যমিক ভূগোল

Comments