У нас вы можете посмотреть бесплатно কলসকাঠী জমিদার বাড়ি || Kalaskathi Jomidar Bari || কলসকাঠী জমিদার বাড়ির ইতিহাস или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
কলসকাঠী জমিদার বাড়ি, বাকেরগঞ্জ, বরিশাল | কলসকাঠী জমিদার বাড়ির ইতিহাস | Kalaskathi Jomidar Bari | ৩০০ বছরের পুরনো জমিদার বাড়ি | কলসকাঠী ঐতিহ্যবাহী জমিদার বাড়ি | Historical Place in Barishal | বাকেরগঞ্জ | বরিশাল | Kalaskathi Jomidar Bari, Bakerganj, Barishal | কলসকাঠীর ইতিহাস | প্রাচীন স্থাপনা | প্রাচীন নিদর্শন | History of Kalaskathi | আওরঙ্গপুর পরগণার জমিদারের ইতিহাস | তেরো জমিদারের কলসকাঠী | প্রাচীন জনপদ কলসকাঠী কলসকাঠীর ইতিহাস ঐতিহ্য আর এখানকার ৬ টি জমিদার বাড়ি নিয়ে আমার এই পর্বটি করেছি। স্থানঃ কলসকাঠী,বাকেরগঞ্জ,বরিশাল। ---------------------------------------------------------------- কলসকাঠী জমিদার বাড়ির ইতিহাসঃ ------------------------------------------------- বাংলার সুবাদার শায়েস্তা খান, সম্রাট আওরঙ্গজেবের নামে একটি নতুন পরগণা করে এর নাম দেন আওরঙ্গপুর। এই আওরঙ্গপুরের জমিদারেরাই কলসকাঠীর জমিদার হিসেবে পরিচিত। একটি প্রাচীন জনপদের নাম কলসকাঠী, কলসকাঠীর ইতিহাস জমিদারি ইতিহাস। এই কলসকাঠীতে একসময় ১৩ জমিদার বসবাস করতেন, তাদের প্রত্যেকের ছিলো আলাদা আলাদা বাড়ী। এখানে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে জমিদার বাড়িগুলো। ১৭০০ সালের শুরুর দিকে জমিদার জানকি বল্লভ রায় চৌধুরী কলসকাঠী স্থাপন করেন, আগে এর নাম ছিলো কলুসকাঠী, কলুসকাঠীর অপভ্রংশ কলসকাঠী। জানকি বল্লভ রায় চৌধুরী ছিলেন শায়েস্তানগর পরগণার জমিদার রাম গোপালের কনিষ্ঠ পুত্র। জানকী বল্লভের জ্যেষ্ঠ ভ্রাতা রাম গোবিন্দ জমিদারী আত্মসাৎ করে। জ্যেষ্ঠ ভ্রাতার স্ত্রী ভবানী দেবীর সহায়তায় জানকী বল্লভ ষড়যন্ত্রের হাত হতে রক্ষা পায়। তিনি অভয়নীল গ্রামের রামগোপালকে নিয়ে ঢাকায় আসেন। ঢাকায় জনৈক এতমাদ খাঁর সাহায্যে বাংলার সুবাদার আওরঙ্গজেবের নাতি আজিম-উস-শান এর নিকট হতে ১৬৯৯ খৃৃস্টাব্দে রাম গোপালের কনিষ্ঠ পুত্র জানকী বল্লভ আওরঙ্গপুর পরগণার জমিদারী লাভ করেন। জানকী বল্লভ প্রথমে পৈতৃক ভূমি বালিগাঁও গ্রামে বাস করতেন। ১৭০২ খৃৃস্টাব্দে তিনি বাকেরগঞ্জ থানার কলসকাঠি গ্রামে বাসস্থান নির্মাণ করেন। তাদের নির্মিত মন্দির ও ভবন এখনও বর্তমান আছে। আওরঙ্গপুর পরগণা দক্ষিণে সাগর পর্যন্ত বিস্তৃত ছিল। পটুয়াখালী, মির্জাগঞ্জ ও আমতলী এ পরগণার অধীনে ছিল। তথ্যসূত্র: স্থানীয় লোকজন, ইন্টারনেট ও সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০। কলসকাঠীতে মোট ১৩ জন জমিদার বসবাস করতেন। ১) জানকি বল্লভ রায় চৌধুরী, ২) বরদাকান্ত রায় চৌধুরী, ৩) বিশ্বেশ্বর রায় চৌধুরী, ৪) বিজয় রায় চৌধুরী, ৫) নরেন্দ্র রায় চৌধুরী, জমিদার বরদাকান্ত রায় চৌধুরীর ছেলে জমিদার বিশ্বেশ্বর রায় চৌধুরী, আবার জমিদার বিশ্বেশ্বর রায় চৌধুরীর ৫ ছেলে ১) রাজেশ্বর রায় চৌধুরী, ২) রত্তেশ্বর রায় চৌধুরী, ৩) সিদ্ধেশ্বর রায় চৌধুরী, ৪) অমরেশ্বর রায় চৌধুরী, ৫) হরেশ্বর রায় চৌধুরী। কলসকাঠীর ১৩ জন জমিদারের মধ্যে আমি এই ১০ জনের নাম জানতে পেরেছি।