У нас вы можете посмотреть бесплатно জানাজার নামাজের প্রদর্শনী/কিভাবে জানাজার নামাজ পড়াতে হয়/নূরানী শিক্ষার্থীরা দেখাবে/Faruk official или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
জানাজার নামাজের প্রদর্শনী/কিভাবে জানাজার নামাজ পড়াতে হয়/নূরানী শিক্ষার্থীরা দেখাবে/Faruk official (এলান কারী) একটি শোক সংবাদ। মধ্যবোয়ালখালী নিবাসী, জনাব আব্দুল কুদ্দুসের পিতা, গতকাল রাত ৩ তিন ঘটিকায় তার নিজ ভাষায় মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) মরহুমের জানাজার নামাজ, মধ্যবোয়ালখালী নূরানী কিন্ডারগার্টেন মাদ্রাসার মাঠে, কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে। তাই আমরা সকলে মরহুমের জানাজার নামাজ আদায় করার জন্য, অত্র মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে চলে আসি। (আত্মীয় স্বজনের পক্ষ থেকে) আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,, আমার দাদা গতকাল রাত এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন, আমার জানামতে আমার দাদা একজন ভালো মানুষ ছিলেন। আমার দাদা এতদিন পর্যন্ত আপনাদের সাথে উঠাবসা চলাফেরা করেছেন এবং টাকা পয়সা লেনদেন করেছেন। কোন ব্যক্তি যদি আমার দাদার কাছ থেকে টাকা পয়সা পেয়ে থাকেন, আমাদের কাছ থেকে নিয়ে যাবেন, আমরা পরিশোধ করে দিব ইনশাআল্লাহ। আমার দাদার কথাবার্তা কাজকর্মের দাঁড়ায়, আপনারা কষ্ট পেয়ে থাকলে, আমার দাদার পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি। আমার দাদার জন্য সকলে দোয়া করবেন, আল্লাহতায়ালা যেন জান্নাতুল ফেরদাউস দান করেন" আমিন। (ইমাম) আল্লাহ তা'য়ালা পবিত্র কোরআন মাজীদে এরশাদ করেন। "কুল্লু নাফসিন জাইকাতুল মাউত" )كل نفس ذائقة الموت( "প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে"। তাই আমাদের উচিত ওই অন্ধকার কবরে যাওয়ার পূর্বে কবরের সামানা গুছিয়ে, প্রস্তুতি গ্রহণ করে থাকা। আল্লাহ তায়ালা সকলকে সহি বুঝ দান করুক" আমিন। (জানাযার নামাজ পড়ার নিয়ম সমূহ) "জানাজা নামাজ ফরজে কেফায়া" চার তাকবীরের সাথে জানাজা নামাজ আদায় করতে হয়। প্রথম তাকবীরের পর সানা। দ্বিতীয় তাকবীরের পর দুরুদ শরীফ। তৃতীয় তাকবীরের পর মাইয়্যেতের জন্য দোয়া। চতুর্থ তাকদীরের পর সালাম। জানাযার নামাযের নিয়ত,, نَوَيْتْ أَنْ أَوَذِى اللَّهِ تَعَالَى أَرْبَعَ تَكْبِيرَاتِ صَلوةِ الْجَنَازَةِ فَرَضَ الْكِفَايَةِ والثناء اللَّهِ تَعَالَى وَالصَّلَوةُ عَلَى النَّبِيِّ والدعا لهذا الْمَيْتِ اقتدتْ بهذا الايمام متوجها إلى جهة الكعبة الشريفة الله اكبر (যারা আরবী নিয়ত পরবেন না এভাবে বাংলা নিয়ত করবেন) জানাযা নামাযের বাংলা নিয়ত., আমি চার তাকবিরের সহিত ফরজে কিফায়া জানাজার নামাজ কিবলামুখী হয়ে ইমামের পিছনে দাঁড়িয়ে মৃত ব্যক্তির (পুরুষ/মহিলার) জন্য দোয়া করার উদ্দেশ্যে আদায় করছি। আল্লাহু আকবার।" (সকলে কাতার সোজা করুন) (সানা) سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُكَ وَجَلَّ ثَنَاتُكَ وَلَا إِلَهَ غَيْرُكَ জানাযার নামাযের দোয়া,, اللَّهُمَّ اغْفِرْ لِحَيْنَا وَمَيْتِنَا ، وَشَاهِدِنَا وَغَابِبَنَا، وَصَغيرِنَا وَ كَبِيرِنَا، وَذَكَرِنَا وَأَنْثَانَا اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِه على الإسلام، ومَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيْمَانِ، #জানাজার_নামাজের_প্রদর্শনী #কিভাবে_জানাজার_নামাজ_পড়াতে_হয় #আকর্ষণীয়_প্রদর্শনী #দ্বিতীয়_শ্রেণীর_শিক্ষার্থীদের_নিয়ে #Faruk_official2025