У нас вы можете посмотреть бесплатно সিনহা হত্যার তদন্ত নিয়ে RAB এর ব্রিফিং | সময় নিউজ | মেজর সিনহা হত্যা или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
সিনহা হত্যার তদন্ত নিয়ে RAB এর ব্রিফিং | সময় নিউজ | মেজর সিনহা রাশেদ হত্যাকাণ্ড তদন্তের সার্বিক বিষয় নিয়ে RAB এর ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিং এ বলা হয় নিরপেক্ষ ভাবে হচ্ছে। এর আগে পুলিশের দায়ের করা মামলার ৩ সাক্ষী কে গ্রেফতার করেছে র্যাব, তারা এই হত্যাকান্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণের পরিপ্রেক্ষিতে দোষী সাব্যস্ত করা হয়। আদালতের কাছে র্যাব এর পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়, আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে চর আসামি সহ শিপ্রা কে র্যাব জিজ্ঞাসাবাদ করেছে, স্পর্শকাতর তথ্য দিয়েছেন শিপ্রা। চার আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করবে র্যাব। এর আগে সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার সদ্য প্রত্যাহারকৃত ওসি প্রদীপ কুমার দাশ, এসআই লিয়াকত আলী ও এসআই নন্দলাল রক্ষিতকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আত্মসমর্পণ করা বাকি ৪ আসামিকে কারাগারে পাঠিয়ে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার তদন্তকারী সংস্থা র্যাবের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। এর আগে, আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকাল ৫টার দিকে চট্টগ্রাম থেকে পুলিশ হেফাজতে টেকনাফ থানার সদ্য প্রত্যাহারকৃত ওসি প্রদীপকে কক্সবাজার আদালতে নেয়া হয়েছে। ওসি প্রদীপকে আদালতে নেয়ার আধাঘণ্টা আগে হত্যা মামলার প্রধান আসামি লিয়াকতসহ ৬ জনকে কড়া প্রহরায় একই আদালতে নেয়া হয়। বুধবার (৫ আগস্ট) এই আসামিরা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে বলে জানা গেছে। তারা হলেন বাহারছড়া শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রে প্রত্যাহারকৃত পরিদর্শক লিয়াকত আলী, এসআই নন্দলাল রক্ষিত, কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আব্দুল্লাহ আল মামুন, এএসআই লিটন মিয়া। এছাড়া, আরও দুই আসামি এখনও আত্মসমর্পণ করেনি। আসামিদের মধ্যে ওসি প্রদীপ অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নিয়ে চট্টগ্রাম গেলেও বাকিরা পুলিশ লাইনেই ছিলেন। প্রদীপকে সেখান থেকে পুলিশ প্রহরায় কক্সবাজার নেয়া হয়। এর আগে, সাবেক মেজর সিনহা নিহতের ঘটনায় বুধবার দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এসআই লিয়াকতকে প্রধান ও ওসি প্রদীপকে দুই নম্বর আসামি করে মামলা করেন মেজর সিনহার বড়বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। আদালতের নির্দেশে বুধবার রাতে টেকনাফ থানায় মামলাটি রুজু হয়। মামলা নম্বর সিআর: ৯৪/২০২০ইং/টেকনাফ। দণ্ডবিধি ৩০২, ২০১ ও ৩৪ জামিন অযোগ্য ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়। প্রসঙ্গত, শুক্রবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা রাশেদ খান। এ ঘটনায় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে প্রধান করে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন ও নিরাপত্তা বিভাগ। এ ঘটনায় টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকত আলিসহ ১৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। #যমুনা_টিভি #সিনহা_হত্যা #সিফাত #শিপ্রা Click & Subscribe Now: **https://www.youtube.com/channel/UC6b2... Join Our Facebook Page: / tahsina.akte #সিনহা_হত্যা #র্যাবের_জিজ্ঞাসাবাদ #সময়_নিউজ #বাংলাদেশ_সেনাবাহিনী Your queries : সিনহা হত্যা, হত্যা,ফোনালাপ ফাঁস, ক্রস ফায়ার, প্রেস ব্রিফিং live, প্রেস ব্রিফিং, বাংলাদেশ পুলিশ, পুলিশ, বাংলাদেশ সেনা বাহিনী, সেনাবাহিনী, সিনহা রাশেদ হত্যাকাণ্ড, হত্যাকাণ্ড, বন্দুকযুদ্ধ, যমুনা টিভি, সময় টিভি, Jamuna Tv, চ্যানেল 24, independent tv, news, bd news, live news, All In One, Channel 24, সম্মেলন, আন্দোলন, রাওয়া, Bangladesh Army, RAB, শিপ্রার জামিন, সিফাতের জামিন, র্যাব, সময় নিউজ, Somoy News