Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



ঢাকার নবাবদের অজানা ইতিহাস | History of Ahsan Manzil | আহসান মঞ্জিল জাদুঘর

আহসান মঞ্জিল ঢাকার বুকে নবাবদের গোলাপি প্রাসাদ | History of Ahsan Manzil | Episode-2 ঢাকার আহসান মঞ্জিল কখন খোলা থাকে এর টিকেট মূল্য কত এবং সম্পুর্ন নতুন সময় সূচি ভিডিওর বিভিন্ন অংশে দেয়া রয়েছে। সম্পুর্ন ভিডিও টি হতে পারে আপনার জন্য পূর্ণাঙ্গ একটি গাইড লাইন | Episode 2 ...................................... আহসান মঞ্জিল : অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ ইনায়েতউল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদভবন তৈরি করেন। পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। বাণিজ্য কুঠি হিসাবে এটি দীর্ঘদিন পরিচিত ছিল। এরপরে ১৮৩০-এ বেগমবাজারে বসবাসকারী নওয়াব আবদুল গনির পিতা খাজা আলীমুল্লাহ এটি ক্রয় করে বসবাস শুরু করেন। এই বাসভবনকে কেন্দ্র করে খাজা আবদুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানী নামক একটি ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশল-প্রতিষ্ঠানকে দিয়ে একটি মাস্টারপ্ল্যান তৈরী করান, যার প্রধান ইমারত ছিল আহসান মঞ্জিল। ১৮৫৯ সালে নওয়াব আবদুল গনি প্রাসাদটি নির্মাণ শুরু করেন যা ১৮৭২ সালে সমাপ্ত হয়। তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে এর নামকরণ করেন ‘আহসান মঞ্জিল’। ................................................. contact: kajol878707@gmail Drone video by : Nishaan Ahmed

Comments