Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб মুঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা তাহখানা, চাপাই নবাবগন্জ শীতল অবকাশ কেন্দ্র Shuja Tahakhana в хорошем качестве

মুঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা তাহখানা, চাপাই নবাবগন্জ শীতল অবকাশ কেন্দ্র Shuja Tahakhana 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



মুঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা তাহখানা, চাপাই নবাবগন্জ শীতল অবকাশ কেন্দ্র Shuja Tahakhana

মুঘল তাহখানা (ফার্সি: تاهخانا), বা শাহ সুজার তাহখানা একটি তিনতলা বিশিষ্ট রাজ প্রাসাদ। তোহাখানা ফার্সি শব্দ, যার আভিধানিক অর্থ ঠান্ডা ভবন বা প্রাসাদ। গৌড়-লখনৌতির পিরোজপুর এলাকায় একটি বড় পুকুরের পশ্চিম পাড়ে অবস্থিত ভবন কাঠামোটি ঐতিহ্যগতভাবে তোহাখানা নামে পরিচিত। চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় ৩৫ কি.মি. দূরত্বে অবস্থিত শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী তোহাখানা কমপ্লেক্স বা তোহাখানা অবস্থিত। তহা-খানা বা তাহ খানা একটি ত্রিতল রাজপ্রাসাদ। তহাখানা ফার্সি শব্দ এর অভিধানিক অর্থ ঠান্ডা ভবন। দাফেউল বালা নামক একটি দীঘির পারে এটি অবস্থিত। এর একটি তলা ভূগর্ভে এবং অন্য দুটি তলা উপরে। তন্মধ্যে ৩য় তলাটির অস্তিত্ব প্রায় বিলুপ্ত ঘটেছে। বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ হতে জানা যায় মুঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা বাংলার সুবেদার থাকাকালে তার মুর্শিদ হযরত শাহ নেয়ামতউল্লাহ (র:) এর প্রতি ভক্তি নিদর্শনের জন্য এ প্রাসাদ নির্মাণ করেন। শাহ সুজার রাজমহলে থাকা কালে মাঝে মধ্যে হযরত শাহ নেয়ামতউল্লাহ (র) প্রতি শ্রদ্ধাস্বরূপ পিরোজপুরের এই নগরীতে আসতেন। তখন তিনি দরবেশের সাথে এই প্রাসাদে বেশ কিছুদিন সময় অতিবাহিত করতেন। প্রাসাদটির পূর্ব প্রান্তে পুকুর পাড়ের দিকে মাটির নিচে পাঁচটি ঘর, উপর তলায় তেরটি ঘর রয়েছে। এছাড়া একটি কুয়াঘর এবং দুটি খোলাঘর রয়েছে। মোঘল যুগের এ প্রাচীন নিদর্শনটি সেই যুগের উল্লেখযোগ্য স্থাপত্য কলার অপূর্ব নিদর্শন।

Comments