У нас вы можете посмотреть бесплатно বান্দরবানে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত, আওয়ামীলীগ প্রার্থীর জয়- দৈনিক বান্দরবান। или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানে ৩০০ নং আসন থেকে নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেছেন আওয়ামী লীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং। রোববার রাতে পাওয়া বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী বীর বাহাদুর উশৈসিং পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৯৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরী ধানের শীষ মার্কায় পেয়েছেন ৫৮ হাজার ৭শত ১৯ভোট। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর রবিবার রাতে জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয়ে এই ফলাফল ঘোষনা করা হয় । এসময় বিভিন্ন কেন্দ্রের ফলাফল সংগ্রহ করে সর্বশেষ রাত ১২ টায় ফলাফল ঘোষনা করেন জেলা রিটানিং কর্মকর্তা মো:দাউদুল ইসলাম। তিনি জানান ,বান্দরবানে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নির্বাচনের পর ও এই শান্তি শৃঙ্খলা অব্যাহত থাকবে। দুর্গম এই জেলায় ১৭৬ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং ২লক্ষ ৪৬ হাজার ১৮৩ জন ভোটার রয়েছে। জেলায় নির্বাচনী নিরাপত্তায় ৩৫টি পুলিশের মোবাইল টিম, ৩৪ প্লাটুন বিজিবি, ২১১২ জন আনসার, ২৫০০ সেনাবাহিনীর সদস্য নিরাপত্তায় নিয়োজিত ছিল। এছাড়া দুর্গম পাহাড়ি ভোট কেন্দ্রগুলোতে মোতায়েন করা হয়েছিল যৌথ বাহিনীর সদস্য, স্ট্রাইকিং ফোর্স আর নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এদিকে ষষ্ঠবারের মত জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সোমবার সকাল থেকেই আওয়ামী লীগ প্রার্থী বীর বাহাদুর উশৈসিংকে বিভিন্ন মহল থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। এসময় তিনি আগামী দিনে বান্দরবানের উন্নয়নের জন্য আগামী দিনে কাজ করে যাবার আশাবাদ ব্যক্ত করেন।