У нас вы можете посмотреть бесплатно ভারতের নেওয়া পাঁচ পদক্ষেপে পাকিস্তানের কতটা ক্ষতি? или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
আমাদের প্রধানমন্ত্রী সেই কবেই জানিয়ে দিয়েছেন যে উনি লুঙ্গি পরেই মুসলমান চিনে ফেলেন, এদিকে সমস্যা রাজাকারেরাও লুঙ্গি পরতো, বালিগঞ্জ প্লেসের বাড়ির ব্যালকনিতে জ্যোতিবাবুও লুঙ্গি পরে বসতেন, আবার মুজিবর রহমানের রক্তাক্ত মৃতদেহের ছবিতে দেখেছিলাম তিনি লুঙ্গিই পরে ছিলেন। তাই সম্ভবত কনফিউজড টেররিস্টরা কলমা পড়িয়ে বুঝে নিতে চেয়েছিল কে হিন্দু কে মুসলমান। জন্ম নিয়েছে যে শিশু, সে কি কলমা পড়তে পারে? না মন্ত্র? জানা নেই কিন্তু জানা আছে ২৭ জন মানুষ খুন হয়েছেন এক পরমরৌদ্রকরোজ্জ্বল আকাশের নীচে, সবুজ গালিচাতে পড়েছিল মানুষের রক্ত আর বাতাসে বারুদের গন্ধ। সেই কবে থেকে এই মোদি-শহের দল বলে আসছে তারাই নাকি আসলি দেশ প্রেমিক, তাদের পোষ ডালকুত্তা রিপাবলিক বাংলা থেকে এই আসলি দেশপ্রেমিকদের গুণগান গায়। তো সেই দেশপ্রেমিকরা নাকি রাগে ফেটে পড়ছেন, সেই দেশ প্রেমিকেরা প্রতিশোধ নিতে প্রতিজ্ঞাবদ্ধ, অধিকারির বাচ্চা বাবার নাম ভুলে নিজেকে মোদির বাচ্চা বলে জানিয়েই দিলেন গাজা স্ট্রিপ করে দেওয়া হবে, মাড়িতে মিশিয়ে দেওয়া হবে। এবং মিডিয়া জানালো কি সাংঘাতিক সিদ্ধান্ত নিয়েছে আমাদের দেশের সরকার, এমনসব সিদ্ধান্ত যাতে নাকি পাকিস্তান এক্কেবারে শেষ হয়ে যাবে। আসুন দেখাযাক কোন কোন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর তার ফলাফল কী হতে পারে? শেষ পাওয়া হিসেবে আমাদের দেশ পাকিস্তান কে ২০২৩ এ 15.12 মিলিয়ন ডলারের Machinery, nuclear reactors, boilers রপ্তানি করেছে, ২০২৪ এও করেছে, সেই ব্যবসা এখনও চলছে। সেটা কী বন্ধ করা হলো? আমাদের দেশ 105.23 মিলিয়ন ডলারের জীবনদায়ী ওষুধ Pharmaceutical products বিক্রি করেছিল, ২০২৪ এও করেছে, এখনও সেই ব্যবসা চলছে, সেটা বন্ধ হয়েছে? আমাদের দেশ 66.73 মিলিয়ন ডলারের Sugars and sugar confectionery বিক্রি করেছিল, ২০২৪ এও করেছে, এখনও সেই ব্যবসা চলছে, সেটা বন্ধ হয়েছে? না এগুলো চলছে, আমাদের দেশ পাকিস্তানে শেষ হিসেব অনুযায়ী ৫২৩ মিলিয়ন ডলারের জিনিষ পত্র পাকিস্তানে রপ্তানি করেছে আর মাত্র ৭ মিলিয়ন ডলারের জিনিষপত্র আমদানি করেছে, এ বছরে সেই বাণিজ্য আরও খানিক বাড়বে। না সেসব বন্ধ হয় নি। আমাদের প্রধানমন্ত্রী গুজরাটের এবং নিজেকে বানিয়া বলেন তো সেই জন্যেই এসব বন্ধ হয় নি, নিউক্লিয়ার রি অ্যাকটরও রপ্তানি হচ্ছে, এ নিয়ে আরও অনেক তথ্য জানাবো, জানলে বুঝতে পারবেন কোন শয়তানেদের হাতে পড়েছে দেশ আমাদের। আচ্ছা তাহলে কোন কোন মারাত্মক পদক্ষেপ নেওয়া হলো? প্রথমত, ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। যত দিন না পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসের প্রতি তার সমর্থন প্রত্যাহার করছে, তত দিন এই চুক্তি স্থগিত থাকবে। এই সিন্ধু জলচুক্তি কী? সিন্ধু অববাহিকার পূবদিকের সতলেজ, বিয়াস, রাভির সমস্ত জল পাবে ভারত আর পশ্চিমদিকের ঝেলাম আর চেনাব এর জল পাবে পাকিস্তান। কারণ সিন্ধুর এই পাঁচ নদী আমাদের দেশ দিয়ে যাওয়ার পরেই ঢুকে পড়েছে পাকিস্তানে, আমাদের চাষের জন্য, অন্যান্য প্রকল্পের জন্য আমরা যতটা দরকার ঐ শতদ্রু, বিয়াস রাভির যতটা জল দরকার হবে ভারত নেবে আর ঝেলাম আর চেনাবের জল ভারত সবটাই ছেড়ে দেবে। ১৯৬০ সালে এই চুক্তি হয়েছিল। চুক্তিতে যদিও কোনও চুক্তি বাতিলের ক্লজ নেই কিন্তু এমনটা করলে পাকিস্তান যে খুব বিরাট কিছু করতে পারবে তাও নয়। কিন্তু ভারত এই চুক্তি তো বাতিল করলো, এবারে জল আটকাবে কী করে? দুটো ভাবে ক্ষতি করা যায়, যার ফলে পাকিস্তানে প্রভাব পড়বে। ১) বিশাল ড্যাম তৈরি করে জল আটকে দেওয়া যায়। ২) এখন যে ড্যাম আছে তা ফ্ল্যাস করে দেওয়া যায়, মানে তার পলি মাটি সব ঠেলে দেওয়া যায়, তারফলে পাকিস্তানের ধারে নদীতে বন্যা আসবে ইত্যাদি। খুব সোজা করে বললে এটাই হবে। কিন্তু ঐ যে আন্তর্জাতিক ময়দানে জল বন্ধ করে দেবো টা নিয়ে পাকিস্তান বাজার গরম তো করবেই, কিন্তু তাকে পাত্তা না দিলেও চলবে, চীন কি ব্রহ্মপুত্রের জলের ওপরে যে বিশাল ড্যাম বানাচ্ছে তা বন্ধ করেছে, অবশ্য সেখানে না আছে চুক্তি না আছে নীতি। কিন্তু, হ্যাঁ কিন্তু তো আছেই সেই ড্যাম বানাতে, জল আটকাতে কত সময় লাগবে, যুদ্ধকালীন পরিস্থিতি মাথায় রেখে কাজ চালালেও বছর তিন চারেক তো বটেই। তার মানে এখনই কিছু হচ্ছে না।