У нас вы можете посмотреть бесплатно সম্পূর্ণ সমাধান ব্যবস্থার নতুন অর্থনৈতিক মডেল I New economic model of Complete Solution system I P-2 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
অর্থনীতিই হচ্ছে মানব সমাজ চালিত হবার মূল শক্তি। আর্থিক শক্তির উপরই বাদবাকি সকল শক্তি নির্ভর করে। এযাবৎ যত অর্থনীতির মডেল আমরা দেখেছি সবই পুঁজিবাদকে কেন্দ্র করেই চালিত হয়ে এসেছে। অর্থাৎ অর্থনীতিতে যা কিছু পরিবর্তন হয়েছে তা পুঁজিবাদের উপর নির্ভর করেই সংঘটিত হয়েছে। সর্বকালে ৯০% মানুষ দরিদ্র অথবা ৯০% দেশ দরিদ্র। তাহলে পুঁজিবাদী অর্থশাস্ত্রের ফলাফল হচ্ছে এই প্রকার অর্থনীতি যদি আরও ১,০০০ বছরও চলমান থাকে তাহলেও অধিকাংশ মানুষ অসহায় অবস্থাতেই থেকে যাবে। তাহলে এমন কোনো অর্থশাস্ত্র কি রচনা করা যায় না যা সকল মানুষকে সুখী এবং সমৃদ্ধশালী করতে পারে? মনুষ্যের চেতনা এবং মূল স্বভাবকে বুঝে সম্পূর্ণ সমাধান ব্যবস্থা কি সমাধান উপস্থাপন করেছে তা জানতে এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন। আমাদের বিষয়বস্তু গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্ট বক্সেও প্রশ্ন রাখতে পারেন এবং আমাদের লাইভ আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। এই মঞ্চ সকলের জন্য উন্মুক্ত। একদিকে যেমন লুটপাট, দুর্নীতি, লুণ্ঠন, ধর্ষণ, হত্যা, হিংসা, সন্ত্রাসবাদ, বেকারত্ব, অশিক্ষা, অপুষ্টি, আয়ের ক্ষেত্রে চরম অসমতা, সম্পর্কজনিত জটিলতা ইত্যাদি সমস্যাগুলি আমাদের জীবন-যাপনের জন্য ভয়ানক বিপদ হয়ে দাঁড়িয়েছে; অপরদিকে জলবায়ুও ক্রমাগত পরিবর্তিত হয়ে পরিবেশ বিষাক্ত হয়ে পড়ছে। মানুষ যদি এইসব দুর্ঘটনা, নানা প্রকার ব্যাধির আক্রমণ, পরস্পরের মধ্যে অবিরত সংঘর্ষ, দুশ্চিন্তা, অবসাদ, নিরাপত্তাহীনতা, সন্ত্রাসী হামলা ইত্যাদি সমস্যায় অবিরত জর্জরিত হতে থাকে তবে বুঝতে হবে আমরা একটি বিকৃত ব্যবস্থার মধ্যে দিনযাপন করছি। এইসব বিপদগুলি কেবলমাত্র সমস্যাই নয় বরং ব্যবস্থাপনার দিক দিয়ে এক চরম অসঙ্গতি। আমরা সকলে ক্রমাগত এই ভ্রষ্ট ব্যবস্থার দ্বারা প্রভাবিত হয়েই চলেছি। আমাদের অধিকাংশ ব্যক্তিগত সমস্যা, নিত্যদিন ঘটে যাওয়া বিভিন্ন বিপরীত পরিস্থিতি উৎপন্ন হবার মূল কারণই হচ্ছে এই ভ্রষ্ট ‘ব্যবস্থা’ বা ‘সিস্টেম’। সেই কারণে আমরা সমস্যাগুলিকে ব্যক্তিগত উদ্যোগে অথবা সমষ্টিগত উদ্যোগে সমাধান করতে সক্ষম হতে পারি না। সমাজ এবং সভ্যতা এক অর্থে আমাদের শরীরের মতই। কোনো প্রকার শারীরিক ত্রুটি যেমন আমাদের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গে প্রকট হয়ে ওঠে ঠিক তেমনি ব্যবস্থা বা সিস্টেমের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে তবে সমাজের উপরেও তার নেতিবাচক প্রতিফলন পড়বেই। বর্তমান ব্যবস্থা যতদূর অবধি পৌঁছানোর কথা ছিল তা পৌঁছে গিয়েছে। এর চাইতে অধিক এগিয়ে নিয়ে যেতে পারবে না। আমরা সকলে কিছু বছর ধরে লক্ষ্য করছি এবং অনুভব করে আসছি যে এটি একেবারে অন্তিম পর্যায়ে চলে এসেছে। এবার এই সিস্টেম নিয়ে পুনর্বিবেচনার সময় এসে গিয়েছে। অর্থাৎ আমাদের নতুন বিকল্প ব্যবস্থা নিয়ে চিন্তন-মনন করা উচিৎ। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এমন একটি ব্যবস্থা প্রয়োজন যা সকল নাগরিককে কোনো প্রকার হিংসা এবং অশান্তি ছাড়াই পছন্দের জীবন প্রদান করতে সক্ষম হবে। যেখানে সমস্ত প্রকার ক্ষমতা সর্বদা জনগণের কাছে নিহিত থাকবে। আমরা উপরোক্ত সমস্যাগুলির মূল কারণ সনাক্ত করে স্থায়ী সমাধানের জন্য “সম্পূর্ণ সমাধান” নামে একটি নতুন ব্যবস্থার মডেল খুঁজে নিয়েছি যা সকলের সুখ-সমৃদ্ধির অভাবকে পূর্ণ করে দেবে। এই ব্যবস্থা সকল প্রকার সমস্যাকে উৎস থেকে সমাধান প্রদানের দাবী করে। এই ব্যবস্থায় ছ’টি নতুন মডেল উপস্থাপন করা হয়েছে। নতুন অর্থনৈতিক মডেল, নতুন রাজনৈতিক মডেল, নতুন সামাজিক মডেল, নতুন শিক্ষা মডেল, নতুন পারিবারিক মডেল এবং নতুন জীবন দর্শনের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ এবং প্রযুক্তির সঠিক মেলবন্ধনে এই ব্যবস্থার পরিকাঠামো নির্মাণ করা হয়েছে। নতুন ব্যবস্থার পরিকাঠামো এমন করেই নির্মাণ করা হয়েছে যে এটি প্রতিষ্ঠিত করতে কোনো আন্দোলন, মিছিল, ধর্না, অভিযোগ, হিংসা, সংঘর্ষ ইত্যাদির প্রয়োজন পড়বে না। এই ব্যবস্থা ধর্ম, বর্ণ, সংস্কৃতি নির্বিশেষে সমস্ত বর্গের মানুষের জন্যই উপযুক্ত। নতুন ব্যবস্থা বিষয়ক সমস্ত তথ্য এবং এই ব্যবস্থা কিভাবে প্রতিষ্ঠিত হবে সে বিষয়ে বিস্তারিত রূপরেখা 'সম্পূর্ণ সমাধান' পুস্তকে বর্ণনা করা হয়েছে। এই রচনা দার্শনিক প্রেমজীৎ সিরোহী মহাশয়ের দীর্ঘ ২৫ বছরের গবেষণা এবং অভিজ্ঞতার ফসল। ইতিমধ্যে এই পুস্তক হিন্দি, ইংরেজি, রাশিয়ান এবং বাংলা ভাষায় উপলব্ধ হয়ে গিয়েছে। অন্যান্য ভাষাতেও অনুবাদের কাজ চলছে। সকলের অধ্যয়নের সুবিধার্থে এই পুস্তকের E-BOOK বিনামুল্যে প্রদান করা হয়েছে। সম্পূর্ণ সমাধান ফ্রি E-BOOK ডাউনলোড করুন ‘Sampurna Samadhan’ FREE E-Book, Download Link (Hindi, English, Russian and Bengali): www.universallifemanagement.org সম্পূর্ণ সমাধান পেপারবুক Amazon Link: https://www.amazon.in/dp/1685865909/r... সম্পূর্ণ সমাধান পেপারবুক Flipkart Link: https://dl.flipkart.com/dl/sampurna-s... Bangla Facebook Page / সম্পূর্ণ-সমাধান-106139834749271 Bangla YouTube Channel: / @ulmbangla Hindi Facebook Page https://www.facebook.com/ulmteam2020/... Hindi YouTube Channel: / @ulmhindi Join Telegram Group https://t.me/+mbH6zRruJBlhYWFl ULM Bangla/ULM Hindi/ULM English/ULM Russian ইউটিউব চ্যানেলের মুক্ত মঞ্চে বক্তা হিসেবে এবং উন্মুক্ত আলোচনার জন্য যোগাযোগ করুন: 98309 25502. #সম্পূর্ণ_সমাধান, #New_System, #unemployment, #financialSecurity, #poverty, #Sampurna_Samadhan, #ULM_Bangla, #ULM_Hindi, #ULM_English, #ULM_Russian, #সম্পূর্ণ_সমাধান_ব্যবস্থা, #নতুন_ব্যবস্থা, #ব্যবস্থা_পরিবর্তন, #Byabastha_Parivartan, #System_Change, #व्यवस्था_परिवर्तन