Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



ঘরে বাইরে (এ্যানিমেশনের দ্বারা বর্ণিত) GHORE BAIRE by RABINDRANATH TAGORE

এই ভিডিওটিতে #ঘরে_বাইরে উপন্যাসটিকে এ্যানিমেশনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। যেখানে রয়েছে উপন্যাসটির প্রেক্ষাপট, চরিত্র ও মূল কাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৬ সালে 'ঘরে বাইরে' উপন্যাস রচনা করেন মূলত স্বদেশী আন্দোলনকে উপজীব্য করে। কিন্তু এতে অনিবার্যভাবে এসে পড়েছে দ্বন্দ্ব-সংঘাতময় মানব-মানবীর প্রেম, সমাজ ও প্রথা দ্বারা নিয়ন্ত্রিত নারী-পুরুষ সম্পর্ক। বিমলা নিখিলেশের দাম্পত‍্যে সন্দীপের আবির্ভাব ঘটিয়ে ত্রিভূজ প্রেমের দ্বন্দ্বকে প্রকাশ করেছেন আত্মবিশ্লেষণের মধ‍্য দিয়ে। #বিমলা, #নিখিলেশ ও #সন্দীপ তাদের আত্মকথায় তাদের জীবনের ও সমাজের সমস‍্যাগুলিকে তুলে ধরেছেন। রবীন্দ্রনাথের মতে প্রেমের সার্থকতা সেখানেই, যেখানে আত্মস্বার্থ বিসর্জিত। বাইরের বাঁধন নয়, প্রেমের বাঁধন হল হৃদয়ের বাঁধন। ঘরের গন্ডিতে যে প্রেম থাকে তা কেবল জীবনরক্ষার তাগিদে থাকে। ঘরের প্রেমকে তাই বাইরের পটভূমিকায় দাঁড় করালেই তার যাচাই নিখুঁত হয়। আর সে যাচাইয়ে যদি প্রেম নিখুঁত হয় এবং অপরাজিত থাকে তবে তাকেই সত‍্যিকারের প্রেম বলা যায়। তাই তো ‘ঘরে বাইরে’ উপন্যাসে দেশপ্রেমের হাত ধরে সন্দীপের প্রতি মুগ্ধ বিমলার পদস্খলন হতে দেখেও বাধা দেয়নি নিখিলেশ। কারণ রবীন্দ্রনাথের এই নায়ক জানে, বিমলার সঙ্গে তার হৃদয়ের বাঁধন যদি অটুট হয়ে থাকে, তবে সেই হৃদয়ের টানেই একদিন বিমলাকে ফিরতে হবে আবার তার ভালবাসার নীড়ে। আর তাই বিমলা ফিরে ছিল,,, কারন তার প্রেম সত্য। প্রেমের ঠিক একই সুর ধরা পড়েছে রবীন্দ্রনাথের ‘#শেষের_কবিতা’ উপন্যাসেও। -------------------------------------------------------------- চলিত ভাষায় রচিত রবীন্দ্রনাথের প্রথম উপন‍্যাস ‘ঘরে বাইরে’।উপন্যাসটি #সবুজ_পত্র পত্রিকায় বৈশাখ, ১৩২১ বঙ্গাব্দ থেকে ফাল্গুন, ১৩২২ বঙ্গাব্দ পর্যন্ত প্রকাশিত হয়,গ্রন্থাকারে প্রকাশ : ১৯১৬ খ্রিস্টাব্দ #উৎসর্গ : শ্রীমান প্রমথনাথ চৌধুরী #আত্মকথা ( অনুুচ্ছেদ সংখ‍্যা) : ১৮ টি (৭ + ৭ + ৪),,,, উপন্যাসের প্রথম ও শেষ আত্মকথাটি (অনুুচ্ছেদটি) বিমলার। -------------------------------------------------------------- #ঘরে_বাইরে_উপন্যাসের_নামকরণের_সার্থকতা। ১। নিখিলেশ-বিমলা-সন্দীপকে কেন্দ্র করে রচিত 'ঘরে বাইরে' উপন্যাসের চালচিত্র নির্মাণ করেছে। চরিত্রগুলির মানসিক টানাপোড়েন গুরূত্ব পেলেও ঘরেবাইরে' মূলত রাজনৈতিক উপন্যাস। বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশি ও বয়কট আন্দোলন, প্রধান তিন চরিত্রের সংক্ষুব্ধ অন্তর্লোকের সঙ্গে বহিলোকের রাজনৈতিক ঘূর্ণাবর্তের যোগ অত্যন্ত প্রকট।সমগ্র উপন্যাস জুড়ে স্বদেশি আন্দোলনের অসঙ্গতিকে নিপুনভাবে উন্মোচন করেছেন ঔপন্যাসিক। জাতীয়তাবাদী আন্দোলনের নামে কিভাবে আত্মহননের নির্মম খেলায় মেতেছিল বাঙালি, উপন্যাসে তারই বাস্তব বিবরণ দিয়েছেন রবীন্দ্রনাথ। বিশেষত স্বদেশি নেতাদের চরিত্র ও কর্মোদ্যম নিয়ে গভীর সংশয় বিরোধী আন্দোলন থেকে হয়েছে উপন্যাসে। “ঘরে বাইরের গঠনগত বৈশিষ্ট্য মূলত দুটি, উপন্যাসটি চলিত ভাষায় রচিত। এবং চরিত্রগুলির আত্মকথন বিশেষ গুরুত্ব পেয়েছে। আত্মকথনের সুযোগ থাকায় চরিত্রগুলি নিখুঁতভাবে প্রতিবিম্বিত হয়েছে কখনো নিজের দর্পনে, কখনো অন্যের দর্পনে। এবার আসা যাক নামকরণ প্রসঙ্গে, 'ঘরে-বাইরে' – নামটি বিশ্লেষণ করলে বহু তাৎপর্য নির্ণয় করা যায়। সংক্ষেপে বলা যায়, বিমলার ঘর ও বাইরের ভারসাম্যহীনতাই উপন্যাসের নামকরণের প্রথম ও প্রধান তাৎপর্য। বিমলার ঘরের পরিধি সংকীর্ণ হলেও সেখানে মুক্তির অভাব ছিল না। সাধারণ জমিদারবাড়ি মেয়েদের জন্য যেটুক অন্দর মহল নির্ধারিত থাকে বিমলারও সেটুকু ছিল, অতিরিক্ত পাওনা ছিল স্বামী নিখিলেশের প্রেম ও ঔদার্য। স্ত্রীকে নিয়ে তার মনে কোনও কুসংস্কার ছিল না। স্ত্রীকে বহির্বিশ্বে আনাতেও নিখিলেশের আপত্তি ছিল না। বরং বিমলাই সহজাত সংকোচ ভেদ করে বাইরে বেরোতে পারেনি। স্বামীর একান্ত প্রিয় বন্ধু সন্দীপের বাগ্মীতা, উচ্ছলতা, সৌন্দর্য বিমলার অন্তর্লোকে যে তীব্র আসক্তির জন্ম দিয়েছিল তারই সংক্ষোভে ঘরে বাইরের সমস্ত আশ্রয় হারিয়ে মানসিকভাবে নিঃস্ব হয়ে যায় বিমলা।আবার বিমলাকে কেন্দ্র করে নিখিলেশ ও সন্দীপের মধ্যে যেমন মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব চলেছে, রাজনৈতিক ঘটনাপ্রবাহ নিয়েও তেমন উভয়ের মধ্যে প্রবল সংঘাত বেঁধেছে। ২। ঘরে বাইরে উপন্যাসটিকে যদি রূপক উপন্যাস হিসেবে ধরা হয় তাহলে - নিখিলেশ হলেন প্রাচীন ভারত (যা ঘর) আর সন্দীপ হলো নব্য ইউরোপ (যা বাহির) এবং বিমলা হলো ভারতবর্ষ, যেখানে ---- প্রাচীন ভারতীয় আদর্শ (নিখিল) এবং নব্য ইউরোপীয় আত্মসুখ সর্বস্ব (সন্দীপ) মতবাদের টানাপোড়নে ভারতবর্ষ (বিমলা) বিভ্রান্ত। শেষ পর্যন্ত জয় হয়েছে ঘরের-ই।এই দিক বিবেচনায় উপন্যাসটির নামকরণ সার্থক। #ঘরে_বাইরে_উপন্যাস #The_Home_and_the_World. (Author #Rabindranath_Tagore) ------------------------------------------------------------------------ ভিডিওটির আলোচ্য অংশ : 00:00 উপন্যাসটির প্রেক্ষাপট 00:36 গ্রন্থ পরিচিতি 00:46 চরিত্র সমূহ 02:37 মূল কাহিনী 14:26 উপন্যাসটি বিশ্লেষণ ------------------------------------------------------------------------ first background music from this channel :   / moodvideos-creativebackgroundmusic   And music is --    • Relaxing Music for Sleep, Meditation ...   -------------------------------------------------------------- #viral #viralvideo #viralshorts #vlog #viralvideos #videos #views #vtuber #national_university_notice #nirob_bangla #NU_Bangla_Bivag #Ghare_Baire Novel as PDF written by #Rabindranath #Tagore #GHORE_BAIRE_by_RABINDRANATH #Ghore_Baire_novel #The_Home_and_the_World #ইবুক_ডাউনলোড,#নাটক,#রবীন্দ্রনাথের_গান, #কবিতা,#বুক_রিভিউ ঘরে বাইরে উপন্যাসের প্রশ্ন উত্তর #ঘরে #বাইরে #আজ #মুভি Ghare and Baire Full #Movie Download filmywap #movie Ghare baire 1984 Movie download #ঘরেবাইরে প্রবন্ধ ঘরে বাইরে উপন্যাসের নিখিলেশ চরিত্র #hsc #national_university_notice

Comments