Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб লাউ চাষির মাথায় হাত। ডায়না ও ময়না জাতের লাউ চাষে বাম্পার লস। в хорошем качестве

লাউ চাষির মাথায় হাত। ডায়না ও ময়না জাতের লাউ চাষে বাম্পার লস। 7 месяцев назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



লাউ চাষির মাথায় হাত। ডায়না ও ময়না জাতের লাউ চাষে বাম্পার লস।

লাউ চাষির মাথায় হাত। ডায়না ও ময়না জাতের লাউ চাষ করে। বপনের সময়ঃ মধ্য শ্রাবণ-মধ্য কার্তিক (আগস্ট অক্টোবর) মধ্য ফাল্গুন মধ্য জ্যৈষ্ঠ (ফেব্রুয়ারি - মে)। চাষপদ্ধতি: পলিথিন ব্যাগে চারা তৈরি করলে রোপণের পর চারা দ্রুত বৃদ্ধি পায়। ৫ X৪ ইঞ্চি আকারের ব্যাগে সমান পরিমাণ বালি, মাটি ও পচা গোবরের মিশ্রণ ভর্তি করে ব্যাগের তলায় ২-৩ টি ছিদ্র করুন। মাটি জৈব পদার্থ সমৃদ্ধ দো-আঁশ এঁটেল দো-আঁশ মাটি লাউ চাষের জন্য উত্তম। জীবনকাল লাউয়ের জীবনকাল গড়ে ১৬৫-১৮৫ দিন। বেড তৈরি ও বেড থেকে বেডের দূরত্ব বেডের উচ্চতা হবে ১৫-২০ সেমি.। বেডের প্রস্থ হবে ২.৫ মিটার এবং লম্বা জমির দৈর্ঘ্য অনুসারে নিতে হবে। এভাবে পরপর বেড তৈরি করতে হবে। এরূপ পাশাপাশি ২টি বেড়ের মাঝখানে ৬০ সেমি. ব্যাসের সেচ নালা থাকবে এবং প্রতি ২ বেড অন্তর ৩০ সেমি প্রশস্ত শুধু নিকাশ নালা থাকবে। মাদা তৈরি এবং বেডে মাদা হতে মাদার দূরত্ব মাদার আকার হবে ব্যাস ৫০-৫৫ সেমি. গভীরতা ৫০-৫৫ সেমি. এবং তলদেশ ৪৫-৫০ সেমি.। বেডের যে দিকে ৬০ সেমি. প্রশস্ত সেচ ও নিকাশ নালা থাকবে সেদিকে বেডের কিনারা হতে ৬০ সেমি. বাদ দিয়ে মাদার কেন্দ্র ধরে ২ মিটর অন্তর এক সারিতে মাদা তৈরি করতে হবে। একটি বেরের যে কিনারা হতে ৬০ সেমি. বাদ দেয়া হবে, তার পার্শ্ববর্তী বেডের ঠিক একই কিনার থেকে ৬০ সেমি. বাদ দিয়ে মাদার কেন্দ্র ধরে অনুরূপ নিয়মে মাদা করতে হবে লাউ ফসলের সারের মাত্রা ও প্রয়োগ পদ্ধতি জমি তৈরির সময় সারের যে মাত্রা সুপারিশ করা হয়েছে, তার মধ্যে গোবর চাষের পর এবং টিএসপি, এমপি, জিপসাম ও বোরক্স সার শেষ চাষের সময় প্রয়োগ করতে হবে। মাদায় চারা রোপণের যে সারের মাত্রা সুপারিশ করা হয়েছে তা দেওয়ার পর পানি দিয়ে মাদার মাটি ভালোভাবে ভিজিয়ে দিতে হবে। তারপর ‘জো’ এলে ৭-১০ দিন পর চারা লাগাতে হবে। ফসল তোলা (পরিপক্বতা শনাক্তকরণ) ফলের ভক্ষণযোগ্য পরিপক্বতা নিম্নোক্তভাবে শনাক্ত করা যায়। ১. ফলের গায়ে প্রচুর শুং এর উপস্থিতি থাকবে। ২. ফলের গায়ে নোখ দিয়ে চাপ দিলে খুব সহয়েই নোখ ডেবে যাবে। ৩. পরাগায়নের ১২-১৫ দিন পর ফল সংগ্রহের উপযোগী হয়। লাউয়ের ফলের লম্বা বোঁটা রেখে ধারালো ছুরি দ্বারা ফল কাটতে হবে। ফল কাটার সময় যাতে গাছের কোনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। লাউ যত বেশি সংগ্রহ করা যাবে ফলন তত বেশি হবে। ফলন : বারি লাউ-১ এবং বারি লাউ-২ যথাযথভাবে চাষ করলে হেক্টরপ্রতি ৩৫-৪০ টন এবং বিঘাপ্রতি প্রায় ৪.৫-৫.০টন পর্যন্ত ফলন পাওয়া যায়। লাউ চাষ পদ্ধতি লাউ চাষ পদ্ধতি a to z লাউ চাষ পদ্ধতি কাটিং লাউ চাষ পদ্ধতি সার লাউ চাষ পদ্ধতি টবে লাউ চাষ পদ্ধতি ছাদে লাউ চাষ পদ্ধতি ২০২৩ লাউ চাষ পদ্ধতি মাটিতে লাউ চাষ পদ্ধতি জমিতে লাউ চাষ পদ্ধতি ভিডিও লাউ চাষ পদ্ধতি ও সময় agro 1 লাউ চাষ পদ্ধতি

Comments